A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
উত্তরের বিবরণ
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।

0
Updated: 18 hours ago
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কী?
Created: 4 days ago
A
UNCLOS
B
UNCTAD
C
UNCAC
D
CEDAW
দুর্নীতিবিরোধী কনভেনশন:
-
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সংক্ষিপ্ত নাম হলো UNCAC।
-
এর পূর্ণরূপ United Nations Convention against Corruption।
-
এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৪ ডিসেম্বর কার্যকর হয়।
-
ইউএনসিএসি (UNCAC)-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের দুর্নীতি হ্রাস করা, যা জাতীয় সীমান্ত অতিক্রম করেও সংঘটিত হতে পারে।
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

0
Updated: 4 days ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
Created: 2 days ago
A
গাইবান্ধা
B
পাবনা
C
নীলফামারী
D
কুড়িগ্রাম
উত্তরা ইপিজেড
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড।
-
অবস্থান: নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়ন।
-
প্রতিষ্ঠা: জুলাই, ১৯৯৯।
-
উদ্বোধন: জুলাই, ২০০১।
-
মোট আয়তন: ২১৩.৬৬ একর।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 2 days ago
বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
Created: 4 days ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

0
Updated: 4 days ago