একটি ঘরের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৮ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
A
১৮০ বর্গ মিটার
B
১৯৬ বর্গ মিটার
C
১৪৮ বর্গ মিটার
D
১২০ বর্গ মিটার
উত্তরের বিবরণ
সমাধান:
ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা
= ২ (১০ + ৮) × ৫ বর্গ মিটার
= ২ × ১৮ × ৫ বর্গ মিটার
= ১৮০ বর্গ মিটার
∴ ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ১৮০ বর্গ মিটার।
0
Updated: 1 month ago
7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
3.5√2 সে.মি.
B
7√3/2 সে.মি.
C
7√3 সে.মি.
D
7√2 সে.মি.
প্রশ্ন: 7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
বাহুর দৈর্ঘ্য = 7 সে.মি,
∴ কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু
= √2 × 7
= 7√2 সে.মি.।
0
Updated: 1 month ago
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
Created: 3 days ago
A
১/২ (ভূমি + উচ্চতা)
B
১/২ (ভূমি × উচ্চতা)
C
১/২ (ভূমি - উচ্চতা)
D
কোনোটি নয়
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মূল সূত্র হলো—
ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা
এ ছাড়া ত্রিভুজের ধরন অনুযায়ী আরও কয়েকটি সূত্র ব্যবহার করা যায়।
-
যদি তিন বাহু দেওয়া থাকে, তবে হেরনের সূত্র প্রয়োগ হয়:
√[s(s−a)(s−b)(s−c)], যেখানে s = ½(a + b + c) -
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল: (√3 / 4) × a²
-
যদি দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ জানা থাকে, তবে: ½ × a × b × sinC
এই সূত্রগুলো দ্বারা যেকোনো ত্রিভুজের ক্ষেত্রফল সহজে নির্ণয় করা যায়।
0
Updated: 3 days ago
A circle and a rectangle have the same perimeter. The sides of the rectangle are 20 cm and 46 cm. What is the area of the circle?
Created: 1 month ago
A
920 sq. cm.
B
1248 sq. cm.
C
1080 sq. cm.
D
1386 sq. cm.
Question: A circle and a rectangle have the same perimeter. The sides of the rectangle are 20 cm and 46 cm. What is the area of the circle?
Solution:
আয়তক্ষেত্রটির পরিসীমা = 2 × (20 + 46) সেমি
= 132 সেমি।
যেহেতু বৃত্তের পরিধি ও আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাই বৃত্তের পরিধিও 132 সেমি।
বৃত্তের পরিধি, C = 2πr
⇒ 2πr = 132
⇒ r = 132/(2 × 22/7)
∴ r = 21 সেমি।
বৃত্তের ক্ষেত্রফল, A = πr2
= (22/7) × (21)2
= 1386 বর্গ সেমি।
সুতরাং, বৃত্তটির ক্ষেত্রফল হলো 1386 বর্গ সেমি।
0
Updated: 1 month ago