জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো দ্বারা কোন সময়কালকে প্রতীকায়িত করা হয়েছে?
A
১৯৪৭-১৯৭১
B
১৯৫২-১৯৭১
C
১৯৫০-১৯৭১
D
১৯৬২-১৯৭১
উত্তরের বিবরণ
জাতীয় স্মৃতিসৌধ
-
জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে, সাভার থানার নবীনগরে।
-
এটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য।
-
স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।
-
নির্মাণ কাজ ১৯৮২ সালের আগস্ট মাসে সম্পন্ন হয়।
-
মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
-
মূল সৌধ গঠিত কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে।
-
স্মৃতিসৌধে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে তুলে ধরা হয়েছে সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
-
১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
-
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
-
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
-
১৯৬৯ সালের গণ-অভ্যূত্থান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
রাঙ্গামাটি
B
ময়মনসিংহ
C
নেত্রকোণা
D
চট্টগ্রাম
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাদুঘর রাঙ্গামাটি শহরের ভেদভেদি এলাকায় অবস্থিত এবং এটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অভ্যন্তরে প্রতিষ্ঠিত। জাদুঘরটি পার্বত্য অঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সমৃদ্ধ নিদর্শন প্রদর্শন করে।
-
অবস্থান: রাঙ্গামাটি শহর, ভেদভেদি।
-
সংস্থাপন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অভ্যন্তরে।
-
প্রদর্শনী: পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতিদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন।
-
প্রভাব: জাদুঘরের প্রদর্শনীগুলি যেকেউ সহজে মুগ্ধ হতে পারে।
-
অতিরিক্ত সুবিধা: জাদুঘরের অভ্যন্তরে রয়েছে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি চর্চা কেন্দ্র।
-
ভবন স্থাপত্য: অনন্য আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত।
0
Updated: 1 month ago
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রথম নারী শহীদ কে?
Created: 1 month ago
A
শারমিন আক্তার
B
নাঈমা সুলতানা
C
তানজিলা নাযিয়া
D
তহমিনা রহমান
বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এক রক্তাক্ত অধ্যায়। এই আন্দোলনে নারীরাও জীবন উৎসর্গ করেছেন, যা সংগ্রামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
-
জুলাই শহীদের তালিকায় মোট ৮৪৪ জনের নাম সরকার গেজেট আকারে প্রকাশ করেছে।
-
এর মধ্যে ৬ থেকে ৬০ বছর বয়সী ১০ জন নারী শহীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
-
শহীদ নারী ১০ জনের মধ্যে ৭ জন ঢাকায়, ২ জন নারায়ণগঞ্জে এবং ১ জন সাভারে পুলিশের গুলিতে প্রাণ হারান।
-
প্রথম নারী শহীদ ছিলেন নাঈমা সুলতানা।
-
তিনি ২০২৪ সালের ১৯ জুলাই, রাজধানীর উত্তরার নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
ফরিদপুর
C
গাজীপুর
D
চাঁদপুর
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BTRI)
-
অবস্থান: ঢাকা, মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর।
-
প্রতিষ্ঠা:
-
১৯৫১ সালে পাট উন্নয়ন গবেষণার জন্য প্রতিষ্ঠিত।
-
স্বাধীনতার পর ১৯৭৪ সালে আইনসঙ্গতভাবে (Act) পুনঃপ্রতিষ্ঠা।
-
-
উদ্দেশ্য ও কার্যক্রম:
-
পাট ও পাটজাত আঁশ ফসলের কৃষি গবেষণা।
-
কারিগরি গবেষণা।
-
পাট থেকে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা।
-
-
ঐতিহাসিক পটভূমি:
-
১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো নেতৃত্বে ঢাকায় প্রথম পাট গবেষণা শুরু।
-
-
গবেষণা কেন্দ্রসমূহ:
-
কেন্দ্রীয় কেন্দ্র: মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
-
আঞ্চলিক কেন্দ্র: রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, চান্দিনা (কুমিল্লা)।
-
উপকেন্দ্র: তারাবো (নারায়ণগঞ্জ), মনিরামপুর (যশোর), কলাপাড়া (পটুয়াখালী)।
-
বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র: নশিপুর (দিনাজপুর)।
-
উৎস: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট
0
Updated: 1 month ago