A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
মন্ত্রিপরিষদ
D
জাতীয় সংসদ
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতি
-
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান।
-
প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়।
-
কোনো নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেই।
-
রাষ্ট্রপতি দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেন।
-
সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন।
-
এছাড়া রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দেন।

0
Updated: 18 hours ago
বর্তমানে দেশে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 days ago
A
৪৮টি
B
৪৯টি
C
৫০টি
D
৫১টি
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
-
সংখ্যা ও স্বীকৃতি:
-
দেশে বর্তমানে ৫০টি স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে (জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী)।
-
-
ভৌগোলিক বিস্তৃতি:
-
সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাঙামাটিতে বসবাস করে।
-
পার্বত্য জেলা খাগড়াছড়ি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
-
মোট মানুষের মধ্যে পুরুষ ৪৯.৯৮%, নারী ৫০.০২%।
-
৬০.০৪% চট্টগ্রাম বিভাগে, ১৪.৮২% রাজশাহী, ৮.২৮% সিলেট, ৫.৫২% রংপুর, ৪.৯৯% ঢাকা বিভাগে বসবাস করে।
-
-
প্রধান জনগোষ্ঠী ও বৈচিত্র্য:
-
পার্বত্য চট্টগ্রামে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে।
-
উল্লেখযোগ্য গোষ্ঠী: চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া।
-
-
সর্ববৃহৎ গোষ্ঠী:
১. চাকমা
২. মারমা
৩. ত্রিপুরা
উৎস:
i) জনশুমারি ও গৃহগণনা ২০২২
ii) প্রথম আলো

0
Updated: 2 days ago
২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট কত মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে?
Created: 2 days ago
A
৫৪ বিলিয়ন ডলার
B
৬১ বিলিয়ন ডলার
C
৬৭ বিলিয়ন ডলার
D
৭১ বিলিয়ন ডলার
দেশে আমদানি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে।
- সব মিলিয়ে সোয়া ১৪ কোটি টন পণ্য আমদানি হয়েছে।
- এনবিআরের তথ্যভান্ডার অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, দেশীয় শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতিসহ দেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, এ রকম অনেক পণ্য আমদানি হয়েছে।
উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ৬ হাজার ৫১৪ কোটি ডলারের পণ্য।

0
Updated: 2 days ago
২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
Created: 2 days ago
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard

0
Updated: 2 days ago