বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
উত্তরের বিবরণ
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।
0
Updated: 1 month ago
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমা বিশেষ স্বীকৃতি পেয়েছে? [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
গেরিলা
B
মাটির ময়না
C
আলী
D
মুক্তি
৭৮তম কান চলচ্চিত্র উৎসব – ২০২৫
-
আয়োজক ও স্থান: ১২–২৩ মে ২০২৫, কান শহর, ফ্রান্স
-
উল্লেখযোগ্য পুরস্কার:
-
স্বর্ণপাম: It Was Just an Accident, পরিচালনা: জাফর পানাহি
-
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (The Secret Agent)
-
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (Little Sister)
-
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (The Secret Agent)
-
বাংলাদেশের অর্জন:
-
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন: আলী (পরিচালনা: আদনান আল রাজীব)
-
সিনেমার গল্প: নারীকণ্ঠে গান গাইতে পারে এমন এক কিশোরকে কেন্দ্র করে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?
Created: 1 month ago
A
জেলা পরিষদ
B
উপজেলা প্রশাসন
C
জাতীয় সংসদ
D
জেলা পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ
প্রশ্নটির সঠিক উত্তর হলো ক) জেলা পরিষদ এবং ঘ) পার্বত্য জেলা পরিষদ। তবে অপশনে দ্বৈত উত্তর থাকায় এটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও স্বশাসনের ভিত্তিতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এটি এমন এক ধরণের শাসনব্যবস্থা যেখানে নির্দিষ্ট এলাকার জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের বিষয়াদি পরিচালনা করে।
-
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে বোঝায় নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসন।
-
এ ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়।
-
প্রতিনিধিরা জনগণের নিকট দায়বদ্ধ থাকেন এবং তাঁদের কার্যক্রমের জবাবদিহি করতে হয়।
স্থানীয় স্বায়ত্তশাসনের প্রধান বৈশিষ্ট্য হলো—
-
আইনগত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হওয়া,
-
নির্বাচিত সংস্থার মাধ্যমে পরিচালনা,
-
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণ,
-
করারোপ করে তহবিল সংগ্রহের ক্ষমতা,
-
নিজস্ব পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সুযোগ,
-
কেন্দ্রীয় বা বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কার্য পরিচালনা।
এ ব্যবস্থা আসলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একটি পরিশীলিত রূপ, যেখানে স্থানীয় জনগণ সরাসরি ক্ষমতায়নের সুযোগ পান।
বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো— ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং পার্বত্য জেলা পরিষদ।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি বিরোধী দলের কাজ?
Created: 1 month ago
A
গঠনমূলক সমালোচনা
B
প্রার্থী মনোনয়ন
C
রাজনৈতিক সংযোগ সাধন
D
সবগুলো
বিরোধী দলের প্রধান কাজসমূহ
-
গঠনমূলক সমালোচনা:
-
গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করে।
-
সরকারের ত্রুটি বা বিচ্যুতি জনসাধারণের সামনে তুলে ধরে।
-
সমালোচনার মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণে রাখে এবং অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রতিরোধ করে।
-
-
প্রার্থী মনোনয়ন:
-
নির্বাচনের সময় বিরোধী দল তাদের আদর্শ ও নীতি অনুযায়ী প্রার্থী মনোনয়ন করে।
-
প্রার্থীর সমর্থনে প্রচার কার্য চালায়।
-
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
-
-
গণতন্ত্র রক্ষা:
-
গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।
-
বিভিন্ন মতের সংমিশ্রণ নিশ্চিত করে।
-
শক্তিশালী বিরোধী দল না থাকলে সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে।
-
-
রাজনৈতিক সংযোগ সাধন:
-
জনগণের দাবি ও মতামত সরকারের কাছে পৌঁছে দেয়।
-
জনগণের সাথে সরকারের সংযোগ বৃদ্ধিতে সহায়তা করে।
-
-
জবাবদিহিতা নিশ্চিত করা:
-
মন্ত্রিসভা তাদের কার্যকলাপের জন্য আইনসভায় দায়ী থাকে।
-
বিরোধীদল মন্ত্রীর নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করতে পারে।
-
মন্ত্রীদের উত্তর দেওয়ার বাধ্যবাধকতা থাকে।
-
-
রাজনৈতিক সামাজিকীকরণ:
-
জনগণকে রাজনীতির সাথে সংযুক্ত করে।
-
ভোটের গুরুত্ব ও অন্যান্য রাজনৈতিক বিষয়ে সচেতন করে।
-
0
Updated: 1 month ago