জনসংখ্যা নীতি ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় কতজন মানুষ বাস করে? [আগস্ট, ২০২৫]
A
৯৯৯ জন
B
১,০১১ জন
C
১,১১৯ জন
D
১,২১১ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশের জনসংখ্যা নীতি ২০২৫
-
জনসংখ্যা নীতি হলো একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণের জন্য দিকনির্দেশনা।
-
নীতি প্রণয়ন করা হয় দেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে।
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক।
মূল তথ্যসমূহ:
-
প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন মানুষ বাস করে।
-
মোট প্রজনন হার (TFR) ২.৩।
-
শিশুমৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে ৩১।
-
মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৩৫।
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর ৩.৬৪ শতাংশ বেকার।

0
Updated: 18 hours ago
“যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা”- উক্তিটি করেছেন -
Created: 4 days ago
A
জন ডাইসি
B
এরিস্টটল
C
জন লক
D
জন অস্টিন
আইন সম্পর্কিত বিখ্যাত উক্তি:
-
জন লক: “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা।”
-
এরিস্টটল: “আইন হচ্ছে আবেগহীন যুক্তি।” / “আইন হলো আবেগ বিবর্জিত যুক্তি।”
-
জন অস্টিন: “আইন সার্বভৌম শাসকের আদেশ।”
-
অধ্যাপক ডাইসি: “আইনের দৃষ্টিতে সবাই সমান।”
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হোসেন।

0
Updated: 4 days ago
আইনের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে বিধি প্রণয়নের ক্ষমতা দিতে পারে-
Created: 18 hours ago
A
সুপ্রিম কোর্ট
B
বিচার বিভাগ
C
প্রধান বিচারপতি
D
জাতীয় সংসদ
জাতীয় সংসদ
-
জাতীয় সংসদ সরকারের তিনটি বিভাগের একটি আইন বিভাগ।
-
আইনবিভাগের একটি অংশ হলো আইনসভা, যার বাংলাদেশের নাম ‘জাতীয় সংসদ’।
-
সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর কার্যকর হয়।
-
জাতীয় সংসদ মোট ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত।
-
এর মধ্যে ৩০০ জন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন এবং প্রচলিত আইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারে।
-
সংসদ আইনের মাধ্যমে সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, উপবিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা প্রদান করতে পারে।
-
সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি প্রদান করবেন।

0
Updated: 18 hours ago
খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
Created: 2 weeks ago
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
খাসিয়া জাতি
-
বর্ণনা: খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
উৎপত্তি: মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
আদি নিবাস: সুনামগঞ্জ জেলা, উত্তর-পূর্ব সীমান্তবর্তী অঞ্চল।
-
বর্তমান বিস্তার: সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানা।
-
সামাজিক কাঠামো: খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে এবং পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
-
ধর্ম: বর্তমানে ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান। প্রায় প্রতিটি পুঞ্জিতে গির্জা রয়েছে।
-
উৎসব: প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম, যা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠান।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 2 weeks ago