বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
A
মৈত্রী ভবন
B
বাংলা হাউস
C
বর্ধমান হাউস
D
সাহিত্য ভবন
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি
-
বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠিত: ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫), ঢাকা।
-
বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস।
-
উদ্বোধন করেন আবু হোসেন সরকার।
-
১৯৬০ সালে ‘দি বেঙ্গলী একাডেমি অ্যাক্ট’ গৃহীত হলে এটি সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করে।
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম মহাপরিচালক: প্রফেসর মযহারুল ইসলাম।
-
প্রথম সভাপতি: মাওলানা আঁকরাম খাঁ।
-
১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করছে।
0
Updated: 1 month ago
একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড় কে?
Created: 3 weeks ago
A
তামিম ইকবাল
B
মুশফিকুর রহিম
C
সাকিব আল হাসান
D
মাহমুদউল্লাহ রিয়াদ
বিশ্বকাপে সেঞ্চুরি (বাংলাদেশ)
-
বাংলাদেশের পক্ষে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
-
২০১৫ সালে তিনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন।
-
বাংলাদেশের অন্য খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসানের দুটি এবং মুশফিকুর রহিমের একটি সেঞ্চুরি রয়েছে।
-
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।
-
মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ১১১ রানের ইনিংস। এই ইনিংসে তিনি একাধিক রেকর্ডের মালিক হন।
-
প্রোটিয়াদের বিপক্ষে এই শতকটি তার তৃতীয় বিশ্বমঞ্চের সেঞ্চুরি।
-
একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।
0
Updated: 3 weeks ago
বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক বা অভিভাবক কাকে বলা হয়?
Created: 1 month ago
A
আইন মন্ত্রণালয়
B
সুপ্রিম কোর্ট
C
নির্বাহি বিভাগ
D
কোনটি নয়
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
প্রয়োজনীয়তা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য হয়ে ওঠে।
-
প্রণয়ন কমিটি: ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
প্রথম অধিবেশন: খসড়া কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭২।
-
সর্বোচ্চ আইন: বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সুপ্রীম কোর্টের ভূমিকা: সংবিধানের ব্যাখ্যা ও রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের।
0
Updated: 1 month ago
সংবিধান রচনার জন্য তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক ‘গণপরিষদ আদেশ’ জারি করা হয় -
Created: 1 month ago
A
২৩ মার্চ, ১৯৭২
B
১০ এপ্রিল, ১৯৭২
C
১১ এপ্রিল, ১৯৭২
D
১৭ এপ্রিল, ১৯৭২
বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরু হয় ১৯৭২ সালে, যা স্বাধীন রাষ্ট্রের আইনগত ও সাংবিধানিক কাঠামো স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
প্রথম পদক্ষেপ: তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ১৯৭২ সালের ২৩ মার্চ ‘গণপরিষদ আদেশ’ জারি করেন।
-
প্রথম অধিবেশন: ১০ এপ্রিল ১৯৭২, যেখানে গণপরিষদে ৪০৩ জন সদস্য ছিলেন।
-
নির্বাচিত পদাধিকারী:
-
সভাপতিত্ব করেন মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
-
স্পিকার: শাহ আবদুল হামিদ
-
ডেপুটি স্পিকার: মোহাম্মদ উল্লাহ
-
২ মে ১৯৭২ শাহ আবদুল হামিদের মৃত্যুর পর মোহাম্মদ উল্লাহ স্পিকার নির্বাচিত হন।
-
-
সংবিধান-প্রণয়ন কমিটি: ১১ এপ্রিল গঠিত, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যের কমিটি।
-
জনমত সংগ্রহ: সংবিধান প্রণয়ের সময় জনগণের মতামত আহ্বান করা হয় এবং ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়।
-
সাহায্য: গণপরিষদ ভবনে ব্রিটিশ আইনসভার খসড়া আইন-প্রণেতা আই গাথরি সহযোগিতা করেন।
-
ভাষা পর্যালোচনা: সংবিধানের বাংলা রূপ পর্যালোচনার জন্য আহ্বায়ক ড. আনিসুজ্জামান, ভাষা বিশেষজ্ঞ সৈয়দ আলী আহসান ও মযহারুল ইসলাম।
-
উত্থাপন: ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করা হয়।
-
পাস ও সই: ১৪-১৫ ডিসেম্বর সংসদে পাস হওয়া সংবিধানের হাতের লেখা কপিতে ৩৯৯ জন সদস্য সই করেন, ৪ জন সদস্য বিরত থাকেন।
-
কার্যকর হওয়া: ১৬ ডিসেম্বর ১৯৭২, বিজয় দিবসে সংবিধান কার্যকর হয়।
0
Updated: 1 month ago