বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান কোনটি?
A
পৌরসভা
B
ইউনিয়ন পরিষদ
C
জেলা পরিষদ
D
উপজেলা পরিষদ
উত্তরের বিবরণ
ইউনিয়ন পরিষদ:
- ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান।
- ব্রিটিশপূর্ব আমল থেকে বর্তমান পর্যন্ত গ্রাম এলাকায় জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এটি কাজ করছে।
- সাধারণত গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত।
- ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান, নয় জন নির্বাচিত সাধারণ সদস্য ও তিনজন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসনে) থাকবেন।
- প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে মোট নয়জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।
- প্রতি ৩ ওয়ার্ডে একজন মহিলা সদস্য পুরুষ ও মহিলা সকলের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল ৫ বছর।
- ইউনিয়ন পরিষদ প্রধানত জনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কাজ ও জনকল্যাণমূলক কার্যাবলি সম্পাদন করে থাকে।
0
Updated: 1 month ago
“On Liberty”-গ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
জন স্টুয়ার্ট মিল
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
ম্যাকাইভার
John Stuart Mill
-
ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা।
তার রচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
A System of Logic
-
Autobiography
-
Considerations on Representative Government
-
Essays on Some Unsettled Questions of Political Economy
-
Examination of Sir William Hamilton’s Philosophy
-
On Liberty
উৎস: ব্রিটানিকা।
0
Updated: 1 month ago
বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট জয় লাভ করে কোন দলের বিপক্ষে?
Created: 1 month ago
A
জিম্বাবুয়ে
B
কেনিয়া
C
পাকিস্তান
D
শ্রীলংকা
বাংলাদেশ ২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট খেলার মর্যাদা লাভ করে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর ধাপে ধাপে দলটি নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের পথে এগোতে থাকে।
-
টেস্ট খেলার মর্যাদা লাভ: ২০০০ সালের ১০ নভেম্বর।
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে, প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
-
প্রথম টেস্ট অধিনায়ক: নাইমুর রহমান দুর্জয়।
-
প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ২১
B
অনুচ্ছেদ ২৩(ক)
C
অনুচ্ছেদ ২৫
D
অনুচ্ছেদ ১৮(ক)
বাংলাদেশের সংবিধান – অনুচ্ছেদ ২৩(ক): ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সংরক্ষণ
-
ধারা: “রাষ্ট্র ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠী এবং সম্প্রদায়ের স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন।”
-
মূল বক্তব্য: রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের আঞ্চলিক সংস্কৃতি, ঐতিহ্য এবং অনন্য বৈশিষ্ট্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের জন্য পদক্ষেপ নেবে।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৮(ক): পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
সংক্ষেপে, অনুচ্ছেদ ২৩(ক) মূলত দেশের নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জনগোষ্ঠীর সাংস্কৃতিক অধিকার ও ঐতিহ্য রক্ষার জন্য রাষ্ট্রের দায়িত্ব নির্ধারণ করে।
0
Updated: 1 month ago