বাংলাদেশের জাতীয় সংসদের নেতা কে?
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
স্পিকার
D
মন্ত্রিপরিষদ সচিব
উত্তরের বিবরণ
প্রধানমন্ত্রীর পদমর্যাদা
-
বাংলাদেশে প্রধানমন্ত্রী সরকারপ্রধান।
-
রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন সাংসদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
-
প্রধানমন্ত্রী পুরো শাসনব্যবস্থায় নেতৃত্ব প্রদান করেন এবং সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
-
প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ ও তাঁদের দপ্তর বণ্টন করেন।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে।
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রধানমন্ত্রী সংসদের নেতা ও মন্ত্রিসভার প্রধান।
-
তিনি সংসদের সাফল্যজনক ও সুষ্ঠু পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন।
-
বিরোধী দলের আস্থা অর্জন ও সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দেন।
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে পারেন।
-
প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন।
0
Updated: 1 month ago
'The World Investment Report' প্রকাশ করে কোন সংস্থা?
Created: 1 month ago
A
IMF
B
WTO
C
UNCTAD
D
World Bank
United Nations Conference on Trade and Development (UNCTAD) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
-
যাত্রা শুরু: ১৯৬৪
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি
-
সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
UNCTAD-এর প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনসমূহ:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report
0
Updated: 1 month ago
জুলাই গণঅভ্যুত্থানে সরকারী গেজেটেড ভুক্ত শহিদের সংখ্যা কত?[ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৮৩৪ জন
B
৮২০ জন
C
৮৪৪ জন
D
৯৫০ জন
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি উল্লেখযোগ্য ঘটনা। এই আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন, যাদের স্মরণে সরকার আনুষ্ঠানিকভাবে শহীদদের তালিকা প্রকাশ করে আসছে।
-
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় সম্প্রতি আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
সরকারি গেজেট অনুযায়ী, এই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জন।
-
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত গেজেটে শহীদের সংখ্যা ছিল ৮৩৪ জন।
-
সরকার শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করছে।
-
এছাড়াও পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের সংবিধানের ৪১নং অনুচ্ছেদ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
বাক-স্বাধীনতা
B
ধর্মীয় স্বাধীনতা
C
চলাফেরার স্বাধীনতা
D
সমাবেশের স্বাধীনতা
ধর্মীয় স্বাধীনতা – বাংলাদেশ সংবিধান (অনুচ্ছেদ ৪১)
-
ধারার সীমাবদ্ধতা: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার প্রতি সম্মান রেখে।
মূল বিষয়বস্তু:
-
ধর্ম অবলম্বন ও প্রচার:
-
প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
-
ধর্মীয় প্রতিষ্ঠান:
-
প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
-
-
শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ:
-
কোনো ব্যক্তি যদি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় কার্যকলাপের সাথে সম্পর্কিত না হয়, তবে তাকে ঐ কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না।
-
জরুরি অবস্থার সময়ও এই অধিকার রদ করা যায় না।
-
সংশ্লিষ্ট অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩৯: চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা
-
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা
-
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা
0
Updated: 1 month ago