A
মুক্তিযুদ্ধ
B
ভাষা আন্দোলন
C
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন
D
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
No subjects available.
উত্তরের বিবরণ
গেরিলা চলচ্চিত্র
-
গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটির পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ।
-
এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
-
চলচ্চিত্রটি ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস।
-
যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ এবং এবাদুর রহমান।
-
প্রধান চরিত্রে অভিনয় করেছেন: জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

0
Updated: 18 hours ago
মারমা জাতিগোষ্ঠী গ্রামকে তাদের ভাষায় কী বলে?
Created: 18 hours ago
A
রোয়া
B
পুঞ্জি
C
রোয়াজা
D
কার্বারি
মারমা
-
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
-
অধিকাংশ মারমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করেন। 'মারমা' শব্দটি ‘ম্রাইমা’ থেকে উদ্ভূত।
-
পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা।
-
প্রত্যেক মৌজায় বিভিন্ন গ্রাম থাকে, এবং গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
-
মারমারা গ্রামকে তাঁদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।
-
মারমাদের জীবিকার প্রধান উপায় কৃষি, এবং তাদের চাষাবাদের প্রধান পদ্ধতি জুম।
-
মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৮ম শ্রেণি।

0
Updated: 18 hours ago
BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?
Created: 2 days ago
A
শিল্প মন্ত্রণালয়
B
বাণিজ্য মন্ত্রণালয়
C
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
D
প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ বিষয়াবলি
BIDA- Bangladesh Investment Development Authority
বাংলাদেশ বিষয়াবলী
No subjects available.
BIDA (Bangladesh Investment Development Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)
-
অধীনস্থ: প্রধানমন্ত্রীর কার্যালয়
-
নিয়ন্ত্রক: প্রধানমন্ত্রী / প্রধান উপদেষ্টা
-
প্রতিষ্ঠা: ২০১৬
-
বর্তমান নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
-
কাজ ও উদ্দেশ্য:
-
বেসরকারি বিনিয়োগ, বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা।
-
বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা ও সহায়তা প্রদান।
-
উৎস: BIDA ওয়েবসাইট

0
Updated: 2 days ago
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 days ago
A
কুয়েত
B
সৌদি আরব
C
কাতার
D
সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল
-
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো।
-
এর মধ্যে সর্বাধিক গন্তব্য সৌদি আরব → মোট নারী অভিবাসীর ৭২%।
অন্যান্য প্রধান গন্তব্যস্থল:
-
জর্ডান → ১৮%
-
কাতার → ৮%
-
কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত → ১% করে
📌 উৎস: বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)।

0
Updated: 2 days ago