A
১৬ কোটি ৫৭ লাখ
B
১৭ কোটি ৫৭ লাখ
C
১৭ কোটি ৮৭ লাখ
D
১৮ কোটি ৫৭ লাখ
উত্তরের বিবরণ
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন – ২০২৫
প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world
প্রকাশকাল: জুন ২০২৫
প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)
প্রতিবেদনের মূল তথ্যসমূহ:
-
বাংলাদেশের জনসংখ্যা: ১৭ কোটি ৫৭ লাখ (বিশ্বে ৮ম)
-
প্রজনন হার: ২.১
-
গড় আয়ু: পুরুষ – ৭৪ বছর, নারী – ৭৭ বছর

0
Updated: 18 hours ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য কোন দেশ?
Created: 2 days ago
A
কানাডা
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
স্পেন
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) রপ্তানি চিত্র
সার্বিক রপ্তানি অবস্থা:
-
মোট রপ্তানি: ৪৬.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (২০১টি দেশ ও অঞ্চল)
-
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়: ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার
-
খাতটির প্রবৃদ্ধি: ৮.৮৪%
দেশভিত্তিক প্রধান বাজার:
-
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ১৯.৭১ বিলিয়ন ডলার (৫০.১০%)
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%)
-
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%)
-
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%)
ইউরোপের ভেতরে প্রধান বাজারসমূহ:
-
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার
-
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার
-
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার
-
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার
-
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার
-
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার
প্রবৃদ্ধি (২০২৪–২৫ অর্থবছরে):
-
ইইউ বাজারে: ৯.১০%
-
যুক্তরাষ্ট্রে: ১৩.৭৯%
-
কানাডায়: ১২.০৭%
আন্তর্জাতিক অবস্থান:
-
ডব্লিউটিও’র World Trade Statistics 2024 অনুযায়ী, চীনের পর বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।
উৎস:
i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ওয়েবসাইট
iii) প্রথম আলো

0
Updated: 2 days ago
বর্তমানে দেশে সরকারিভাবে মোট কয়টি স্থলবন্দর রয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 days ago
A
১৬টি
B
২০টি
C
২২টি
D
২৪টি
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিক)
-
লক্ষ্য:
স্থলপথে পণ্য আমদানি ও রপ্তানি সহজতর ও উন্নত করা। -
স্থলবন্দর সংখ্যা:
-
দেশে মোট ২৪টি স্থলবন্দর সরকারিভাবে বিদ্যমান।
-
চলমান স্থলবন্দর সংখ্যা: ১৬টি।
-
চলমান স্থলবন্দরসমূহ
-
বাস্থবক পরিচালিত (১১টি):
বেনাপোল, ভোমরা, আখাউড়া, বুড়িমারী, নাকুগাঁও, তামাবিল, সোনাহাট, গোবড়াকুড়া-কড়ইতলী, বিলোনিয়া, শেওলা, ধানুয়াকামালপুর। -
BOT ভিত্তিতে পরিচালিত (৫টি):
সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা, বিবিরবাজার। -
চালুর অপেক্ষায় (২টি):
রামগড়, বাল্লা।
প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
-
প্রতিষ্ঠা সাল: ২০০১
-
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান: হ্যাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে
উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট

0
Updated: 2 days ago
আইনের প্রাচীনতম উৎস কোনটি?
Created: 4 days ago
A
ধর্ম
B
আইনসভা
C
প্রথা
D
বিচারকের রায়
-
রাষ্ট্র ও আইনসভা প্রতিষ্ঠার বহু আগে থেকেই সমাজে প্রথা বিদ্যমান ছিল। মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দীর্ঘদিন ধরে পালিত হতে হতে প্রথাভিত্তিক আইনে পরিণত হয়। তাই প্রথাই আইনের প্রাচীনতম উৎস।
আইন:
-
ফার্সি ভাষায় "আইন" শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
-
সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানকেই আইন বলা হয়।
-
মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে বিধিনিষেধ প্রণয়ন করে, সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।
-
আইন বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়েছে।
-
আইনের উৎসসমূহ হলো: প্রথা বা রীতিনীতি, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা।
-
আইনের অন্যতম প্রাচীন উৎস হলো প্রথা।
-
প্রাচীনকাল থেকে সমাজে অধিকাংশ মানুষের দ্বারা সমর্থিত, স্বীকৃত ও পালিত আচার-ব্যবহার, রীতি-নীতি ও অভ্যাসকেই প্রথা বলা হয়।
-
প্রাচীনকালে কোনো লিখিত আইনের অস্তিত্ব ছিল না।
-
তখন মানুষের আচরণ প্রথা, অভ্যাস ও রীতি-নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।
-
কালক্রমে অনেক প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা লাভ করে।
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 4 days ago