কত সালে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়?
A
১৯৭১ সালে
B
১৯৭১ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৪ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
-
বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
-
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু।
-
১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী রাষ্ট্রীয় টিভি চ্যানেল হিসেবে নামকরণ করা হয়।
-
১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে।
-
১৯৮০ সালে শুরু হয় রঙিন সম্প্রচার।
-
সম্প্রচার সুবিধার জন্য বর্তমানে রয়েছে ১৪টি উপকেন্দ্র/রিলে কেন্দ্র।
উল্লেখযোগ্য তথ্য:
-
বিদেশে সম্প্রচার শুরু করার লক্ষ্যে ১১ এপ্রিল ২০০৪ সালে চালু হয় বিটিভি ওয়ার্ল্ড।
-
২০১২ সালের ৫ নভেম্বর থেকে বিটিভির অনুষ্ঠান টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইটের মাধ্যমে ২৪ ঘণ্টা সম্প্রচার করা হচ্ছে।
-
২০১৩ সাল থেকে আইপিটিভি, মোবাইল টিভি ও ওয়েবটিভি এর মাধ্যমে দেশে ও বিদেশে অনুষ্ঠান দেখার সুযোগ প্রদান করা হচ্ছে।
0
Updated: 1 month ago
জেনারেল এরশাদের আমলে কোন সংসদে অষ্টম সংশোধনী পাস হয়েছিল?
Created: 1 month ago
A
তৃতীয় সংসদ
B
চতুর্থ সংসদ
C
পঞ্চম সংসদ
D
ষষ্ঠ সংসদ
বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনী (১৯৮৮)
-
সংসদে উত্থাপন: ১১ মে, ১৯৮৮
-
উত্থাপনকারী: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ
-
সংসদে গৃহীত: ৭ জুন, ১৯৮৮
-
রাষ্ট্রপতির সম্মতি: ৯ জুন, ১৯৮৮
মূল বিষয়বস্তু:
-
ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা: বাংলাদেশে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
হাইকোর্টের আঞ্চলিক বেঞ্চ স্থাপন: বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেটে হাইকোর্টের বেঞ্চ স্থাপন।
-
বিদেশি উপাধি গ্রহণে নিয়ন্ত্রণ: কোনো নাগরিক রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বিদেশ থেকে উপাধি গ্রহণ করতে পারবে না।
-
রাজধানী ও ভাষার বানান সংশোধন:
-
রাজধানী Dacca → Dhaka
-
বাংলা ভাষা English: Bengali → Bangla
-
সংক্ষেপে, অষ্টম সংশোধনী ধর্মীয় স্বীকৃতি, বিচারিক কাঠামো, বিদেশি উপাধি নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক-ভাষাগত বানান সংশোধনের জন্য গৃহীত হয়।
0
Updated: 1 month ago
জনসংখ্যা নীতি ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় কতজন মানুষ বাস করে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৯৯৯ জন
B
১,০১১ জন
C
১,১১৯ জন
D
১,২১১ জন
বাংলাদেশের জনসংখ্যা নীতি ২০২৫
-
জনসংখ্যা নীতি হলো একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণের জন্য দিকনির্দেশনা।
-
নীতি প্রণয়ন করা হয় দেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে।
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক।
মূল তথ্যসমূহ:
-
প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন মানুষ বাস করে।
-
মোট প্রজনন হার (TFR) ২.৩।
-
শিশুমৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে ৩১।
-
মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৩৫।
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর ৩.৬৪ শতাংশ বেকার।
0
Updated: 1 month ago
তমদ্দুন মজলিস গঠিত হয় কার নেতৃত্বে?
Created: 1 month ago
A
কামুদ্দিন আহমেদ
B
আবদুল মতিন
C
অধ্যাপক আবুল কাশেম
D
ড. মুহম্মদ শহীদুল্লাহ
বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বাঙালির জাতীয় চেতনা প্রতিষ্ঠার ইতিহাসে ভাষা আন্দোলনের পটভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
-
১৯৪৭ সালের ১৪ আগস্ট, ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়।
-
তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের অংশে পরিণত হয়।
-
নতুন রাষ্ট্র পাকিস্তানের শাসকগোষ্ঠী প্রথমেই বাংলা ভাষার ওপর আঘাত হানেন, যা বাঙালিকে শোষণের কৌশল হিসেবে ব্যবহৃত হয়।
-
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
-
সেই সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
-
তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকরা প্রতিবাদ করেন।
-
অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিস’ গঠিত হয়।
-
তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে, যা আন্দোলনের মূল ভাবনা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 4 weeks ago