জনসংখ্যা নীতি ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় কতজন মানুষ বাস করে? [আগস্ট, ২০২৫]
A
৯৯৯ জন
B
১,০১১ জন
C
১,১১৯ জন
D
১,২১১ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশের জনসংখ্যা নীতি ২০২৫
-
জনসংখ্যা নীতি হলো একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণের জন্য দিকনির্দেশনা।
-
নীতি প্রণয়ন করা হয় দেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে।
-
প্রকাশকাল: ১৪ জুলাই, ২০২৫, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক।
মূল তথ্যসমূহ:
-
প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন মানুষ বাস করে।
-
মোট প্রজনন হার (TFR) ২.৩।
-
শিশুমৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে ৩১।
-
মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৩৫।
-
১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর ৩.৬৪ শতাংশ বেকার।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধে জেড ফোর্সের প্রধান ছিলেন কে?
Created: 1 month ago
A
কর্ণেল খালেদ মোশাররফ
B
মেজর জিয়াউর রহমান
C
কে এম শফিউল্লাহ
D
এম এ জি ওসমানী
বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সময় সেক্টর ভিত্তিক যুদ্ধের পাশাপাশি নিয়মিত বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ৩টি ব্রিগেড ফোর্স গঠিত হয়, যা মুক্তিযুদ্ধকে আরও সংগঠিত ও শক্তিশালী করে তোলে।
-
মুক্তিযুদ্ধের সময় গঠিত ৩টি ব্রিগেড ফোর্স হলো: জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স।
-
জেড ফোর্স:
-
নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান।
-
মুক্তিযুদ্ধ চলাকালে নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড হিসেবে জুলাই মাসে এটি গঠিত হয়।
-
ব্রিগেডটি গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
-
-
এস ফোর্স:
-
নেতৃত্বে ছিলেন কে. এম. সফিউল্লাহ।
-
নিয়মিত বাহিনীর দ্বিতীয় ব্রিগেড হিসেবে এটি অক্টোবরে গঠিত হয়।
-
এতে অন্তর্ভুক্ত ছিল ২য় ও ১১তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
-
কে ফোর্স:
-
নেতৃত্ব দেন কর্ণেল খালেদ মোশাররফ।
-
এটি অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।
-
0
Updated: 4 weeks ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
খুলনা
B
কুষ্টিয়া
C
ঝিনাইদহ
D
দিনাজপুর
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী বিভিন্ন ফসলের উৎপাদনে শীর্ষ স্থানধারী জেলা ও বিভাগগুলো নিম্নরূপ:
-
তামাক উৎপাদনে:
-
শীর্ষ জেলা: কুষ্টিয়া
-
শীর্ষ বিভাগ: খুলনা
-
-
চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার
-
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ
-
পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর
0
Updated: 4 weeks ago
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে?
Created: 1 month ago
A
মতিউর রহমান
B
সার্জেন্ট জহুরুল হক
C
ড. শামসুজ্জোহা
D
আসাদুজ্জামান আসাদ
১৯৬৯ সালের ২০শে জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হলে গণঅভ্যুত্থান নতুন মাত্রা লাভ করে।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
-
আইয়ুব সরকারের নিপীড়নের প্রতিবাদে ২০ জানুয়ারি ১৯৬৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পুলিশের গুলিতে আসাদুজ্জামান নিহত হন, যা গণঅভ্যুত্থানকে তীব্রতা দেয়।
-
আসাদুজ্জামান বা শহিদ আসাদ ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
-
২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস, এই দিনে সংগ্রামী জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। পুলিশের গুলিতে নবম শ্রেণির ছাত্র মতিউর এবং ছুরিকাঘাতে রুস্তম নিহত হন।
-
১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি ড. শামসুজ্জোহা শহিদ হন।
-
এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে আইয়ুব সরকারের পতন ঘটে এবং আইয়ুব খান ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
সূত্র:
0
Updated: 1 month ago