মারমা জাতিগোষ্ঠী গ্রামকে তাদের ভাষায় কী বলে?
A
রোয়া
B
পুঞ্জি
C
রোয়াজা
D
কার্বারি
উত্তরের বিবরণ
মারমা
-
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
-
অধিকাংশ মারমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করেন। 'মারমা' শব্দটি ‘ম্রাইমা’ থেকে উদ্ভূত।
-
পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা।
-
প্রত্যেক মৌজায় বিভিন্ন গ্রাম থাকে, এবং গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
-
মারমারা গ্রামকে তাঁদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।
-
মারমাদের জীবিকার প্রধান উপায় কৃষি, এবং তাদের চাষাবাদের প্রধান পদ্ধতি জুম।
-
মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৮ম শ্রেণি।
0
Updated: 1 month ago
যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন কে?
Created: 2 months ago
A
গোলাম মোহাম্মদ
B
আইয়ুব খান
C
ইস্কান্দার মির্জা
D
ইয়াহিয়া খান
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা (১৯৫৪)
-
গঠনের তারিখ: ৩ এপ্রিল ১৯৫৪
-
মুখ্যমন্ত্রী: শের-ই-বাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্যরা:
| পদের নাম | মন্ত্রী |
|---|---|
| অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র | এ কে ফজলুল হক |
| বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার | আবু হোসেন সরকার |
| বেসামরিক সরবরাহ ও যোগাযোগ | আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী |
| শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প | সৈয়দ আজিজুল হক |
-
মন্ত্রীসভা কার্যকাল: মোট ৫৬ দিন, যার মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা দায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।
-
বাতিলের কারণ: রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করতে চাইছে এমন অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৩০ মে ১৯৫৪ মন্ত্রীসভা বাতিল করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া; পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক
0
Updated: 2 months ago
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০নং সংসদীয় আসন কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
খাগড়াছড়ি
B
রাঙ্গামাটি
C
বান্দরবান
D
কক্সবাজার
বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে, যার মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় ৩০০টি আসন। বাকিগুলো সংরক্ষিত নারী আসন হিসেবে নির্ধারিত।
-
জাতীয় সংসদের ১নং আসন হলো পঞ্চগড়-১।
-
বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি—এই তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
-
জাতীয় সংসদের ৩০০নং আসন হলো বান্দরবান।
উৎস:
0
Updated: 1 month ago
একুশে পদক- ২০২৫ পেয়েছেন কতজন বিশিষ্ট ব্যক্তি?
Created: 1 month ago
A
১৬ জন
B
১৪ জন
C
১৭ জন
D
১৮ জন
২০২৫ সালে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৭ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছে। এই পদক দেশের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান হিসেবে তাদের কৃতিত্বকে স্বীকৃতি জানায়।
-
সংগীতে: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
সাংবাদিকতা ও মানবাধিকারে: মাহমুদুর রহমান
-
আলোকচিত্রে: নাসির আলী মামুন
-
চিত্রকলায়: রোকেয়া সুলতানা
-
সাংবাদিকতায়: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
চলচ্চিত্রে: আজিজুর রহমান (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষায়: শহীদুল আলম
-
শিক্ষায়: নিয়াজ জামান
-
বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা
-
সমাজসেবায়: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
-
ভাষা ও সাহিত্যে: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মরণোত্তর)
-
গবেষণায়: মঈদুল হাসান
0
Updated: 1 month ago