একটি শিশু আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বকে দেখছে। যদি শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকে তাহলে শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে কতদূরে আছে?
A
১ ফুট
B
৩ ফুট
C
৪ ফুট
D
৬ ফুট
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি শিশু আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বকে দেখছে। যদি শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকে তাহলে শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে কতদূরে আছে?
সমাধান:
শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে ৩ ফুট দূরে আছে।
কোনো বস্তু থেকে আয়নার দূরত্ব যত হবে, আয়না থেকে এর প্রতিবিম্বও একই দূরত্বে গঠিত হবে।
শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নার তার প্রতিবিম্বও হবে আয়না থেকে ৩ ফুট দূরে।

0
Updated: 18 hours ago
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
Created: 3 days ago
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
প্রশ্ন:
-
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
-
A → B-এর মা
-
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী।
-
-
B → D-এর বাবা
-
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা।
-
-
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি।
উত্তর:

0
Updated: 3 days ago
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 1 week ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
যে কোনো দিকে
D
গিয়ারটি ঘুরবে না
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
A, B, X, Y এবং Z পাঁচটি গিয়ার পরস্পর সংযুক্ত অবস্থায় আছে।
এমতাবস্থায় Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্রদত্ত গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
Z(ঘড়ির কাঁটার বিপরীতে) - Y(ঘড়ির কাঁটার দিকে) - X(ঘড়ির কাঁটার বিপরীতে) - B(ঘড়ির কাঁটার দিকে) - A(ঘড়ির কাঁটার বিপরীতে)

0
Updated: 1 week ago
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
Created: 18 hours ago
A
১০/১২
B
১৭/২১
C
৪/৫
D
১১/১৪
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
সমাধান:
১১/১৪ ভগ্নাংশটি ক্ষুদ্রতম।
৫/৬ = ০.৮৩৩৩৩
১৭/২১ = ০.৮০৯৫
১২/১৫ = ০.৮
১১/১৪ = ০.৭৮৫৭, যা ক্ষুদ্রতম

0
Updated: 18 hours ago