নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা’ চলচ্চিত্রের পটভূমি কী?
A
মুক্তিযুদ্ধ
B
ভাষা আন্দোলন
C
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন
D
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
উত্তরের বিবরণ
গেরিলা চলচ্চিত্র
-
গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটির পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ।
-
এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
-
চলচ্চিত্রটি ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস।
-
যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ এবং এবাদুর রহমান।
-
প্রধান চরিত্রে অভিনয় করেছেন: জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
0
Updated: 1 month ago
আলীগড় আন্দোলনের মূল প্রবক্তা কে ছিলেন?
Created: 1 month ago
A
শাহ ওয়ালিউল্লাহ
B
মাওলানা শিবলী
C
স্যার সৈয়দ আহমদ খান
D
খাজা সলিমুল্লাহ
আলীগড় আন্দোলন মূলত মুসলমান সমাজের শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের জন্য শুরু হয়েছিল। এটি ১৯শ শতকের দ্বিতীয় অর্ধভাগে মুসলিম সমাজকে নতুন দিশা দেখানোর প্রয়াস হিসেবে পরিচিত।
প্রধান তথ্যগুলো হলো:
-
আলীগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।
-
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতীয় মুসলমানরা রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়ে।
-
এই প্রেক্ষাপটে সৈয়দ আহমদ খান মুসলমানদের উন্নয়নের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং ইংরেজদের সাথে সহযোগিতা গ্রহণের পথ বেছে নেন।
-
তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন এবং ধর্মীয় গোঁড়ামি দূর করার চেষ্টা করেন।
-
আলীগড় মুসলিম কলেজ (বর্তমানে আলীগড় বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার মাধ্যমে আলীগড় আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়।
-
তার লেখালেখি, বক্তৃতা এবং শিক্ষামূলক প্রচেষ্টা মুসলমান সমাজে নতুন যুগের সূচনা করে।
-
আন্দোলনটি মুসলমান সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয় এবং তাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে সাহায্য করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর প্রতিষ্ঠাতা পরিচালক কে ছিলেন?
Created: 1 month ago
A
ড. আব্দুল হামিদ খান
B
ড. আখতার হামিদ খান
C
ড. আখতার হামিদ
D
ড. আখতার সিদ্দিক খান
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)
-
প্রতিষ্ঠা: ১৯৫৯ সালের ২৭ মে
-
অধীন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
-
প্রতিষ্ঠাতা পরিচালক: ড. আখতার হামিদ খান
-
মূল কার্যক্রম:
-
পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রয়োগমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা
-
উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এর মাধ্যমে দেশে ও বিদেশে সুনাম অর্জন
-
-
প্রাপ্তি ও সম্মাননা:
-
১৯৮৬: স্বাধীনতা পদক
-
২০১৩: জাতীয় পল্লী উন্নয়ন পদক
-
২০২২: আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড
-
0
Updated: 1 month ago
বিসিআইসির তথ্য অনুযায়ী, দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা কোনটি?
Created: 1 month ago
A
আকিজ সিমেন্ট
B
বসুন্ধরা সিমেন্ট
C
ছাতক সিমেন্ট
D
শাহ সিমেন্ট
ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড:
- বিসিআইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ছাতক সিমেন্ট কারখানা দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এখানে ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন করা হয়।
⇒ ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সালে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হলে ১৯৬৬ সাল হতে এটি ইপিআইডিসি’র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, পরে বিএমইডিসি এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য,
- সিমেন্ট উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্লিংকার।
- চুনাপাথর ও মাটি থেকে প্রাপ্ত ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন ইত্যাদিকে বিভিন্ন তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ক্লিংকার প্রস্তুত করা হয়।
0
Updated: 1 month ago