বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
A
১৬ কোটি ৫৭ লাখ
B
১৭ কোটি ৫৭ লাখ
C
১৭ কোটি ৮৭ লাখ
D
১৮ কোটি ৫৭ লাখ
উত্তরের বিবরণ
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন – ২০২৫
প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world
প্রকাশকাল: জুন ২০২৫
প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)
প্রতিবেদনের মূল তথ্যসমূহ:
-
বাংলাদেশের জনসংখ্যা: ১৭ কোটি ৫৭ লাখ (বিশ্বে ৮ম)
-
প্রজনন হার: ২.১
-
গড় আয়ু: পুরুষ – ৭৪ বছর, নারী – ৭৭ বছর
0
Updated: 1 month ago
প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য কোনটি?
Created: 1 month ago
A
ইলিশ
B
মসলিন
C
জামদানি শাড়ি
D
বাগদা চিংড়ি
জিআই (Geographical Indication) পণ্য
-
সংজ্ঞা:
-
জিআই বা ভৌগলিক নির্দেশক হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও ঐ অঞ্চলের জনগোষ্ঠীর সংস্কৃতির প্রভাবিত পণ্যকে প্রদান করা হয়।
-
অর্থাৎ, সেই পণ্য শুধুমাত্র সেই নির্দিষ্ট এলাকা থেকে উৎপাদনযোগ্য।
-
-
স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান:
-
WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
-
আইনি ভিত্তি:
-
বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
-
-
দেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য:
-
জামদানি শাড়ি
-
২০১৬ সালে জামদানি দেশের প্রথম জিআই হিসেবে নিবন্ধিত হয়।
-
উৎস:
i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago
মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম কী?
Created: 3 weeks ago
A
সোহরাই
B
সাংগ্রাই
C
বিহু
D
বাইসু
মারমা
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা ‘ভোট বর্মী’ শাখার বর্মী ভাষা। মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী, এবং তাদের প্রধান বর্ষবরণ উৎসব হলো সাংগ্রাই।
-
রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা:
-
গ্রাম পর্যায়: প্রধান কারবারি
-
মৌজা পর্যায়: হেডম্যান
-
সার্কেল পর্যায়: রাজা
-
গ্রাম, মৌজা এবং সার্কেল প্রধানদের মূল দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা
-
-
উল্লেখযোগ্য তথ্য: সাংগ্রাই উৎসব রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসবের সঙ্গে সম্পর্কিত
0
Updated: 3 weeks ago
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
Created: 1 month ago
A
২০১০ সালে
B
২০১২ সালে
C
২০০৯ সালে
D
২০১৬ সালে
জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy):
-
বাংলাদেশ সরকার ২০১২ সালে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কৌশল প্রণয়ন করে।
-
কৌশলে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারের শুদ্ধাচার প্রতিষ্ঠায় ভূমিকা সংজ্ঞায়িত করা হয়েছে।
-
শুদ্ধাচার বলতে বোঝানো হয়েছে নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
0
Updated: 1 month ago