বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
A
১৬ কোটি ৫৭ লাখ
B
১৭ কোটি ৫৭ লাখ
C
১৭ কোটি ৮৭ লাখ
D
১৮ কোটি ৫৭ লাখ
উত্তরের বিবরণ
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন – ২০২৫
প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world
প্রকাশকাল: জুন ২০২৫
প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)
প্রতিবেদনের মূল তথ্যসমূহ:
-
বাংলাদেশের জনসংখ্যা: ১৭ কোটি ৫৭ লাখ (বিশ্বে ৮ম)
-
প্রজনন হার: ২.১
-
গড় আয়ু: পুরুষ – ৭৪ বছর, নারী – ৭৭ বছর
0
Updated: 1 month ago
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ২৩
B
অনুচ্ছেদ ২৪
C
অনুচ্ছেদ ২৭
D
অনুচ্ছেদ ২৮
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত।
-
প্রধান দায়িত্ব: বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা
-
সদস্য সংখ্যা: ১৫টি (৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী)
গঠন ও ক্ষমতা:
-
জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে নিরাপত্তা পরিষদ গঠিত।
-
স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে; তারা একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তা গৃহীত হবে না।
-
অস্থায়ী সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন, মেয়াদকাল সাধারণত দুই বছর। তাদের কোনো ভেটো ক্ষমতা নেই, তবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে।
কাজ ও পদ্ধতি:
-
২৪ নং অনুচ্ছেদ: নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা
-
২৭ নং অনুচ্ছেদ: ভোটিং পদ্ধতি
-
২৮ নং অনুচ্ছেদ: কাজের পদ্ধতি
0
Updated: 1 month ago
বিদেশি কূটনীতিকগণ কার নিকট পরিচয়পত্র পেশ করেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতি
B
সেনাপ্রধান
C
প্রধানমন্ত্রী
D
জাতীয় সংসদের স্পিকার
রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বসমূহ:
নিয়োগ সংক্রান্ত ক্ষমতা:
-
রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ।
-
শীর্ষ কর্মকর্তা যেমন মহাহিসাব রক্ষক, রাষ্ট্রদূত ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ।
-
প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ।
-
প্রধান বিচারপতি নিয়োগ (প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত)।
সংসদ সংক্রান্ত ক্ষমতা:
-
জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দেওয়া (প্রধানমন্ত্রীর পরামর্শে)।
-
সংসদে ভাষণ ও বাণী প্রদান।
-
সংসদ কর্তৃক পাস হওয়া বিলে সম্মতি দিয়ে আইন কার্যকর করা।
-
সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারি।
আর্থিক ক্ষমতা:
-
রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল উত্থাপন সম্ভব নয়।
-
সংসদ অর্থ মঞ্জুর করতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৬০ দিনের জন্য তহবিল থেকে অর্থ অনুমোদন।
বিচার বিভাগীয় ক্ষমতা:
-
প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ।
-
আদালত বা ট্রাইব্যুনালের প্রদত্ত দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা।
জরুরি অবস্থা ঘোষণা:
-
যুদ্ধ, বিদেশি আগ্রাসন বা অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা (প্রধানমন্ত্রীর সম্মতিতে)।
অন্যান্য দায়িত্ব:
-
জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব।
-
খেতাব, পদক ও সম্মাননা প্রদান।
-
নাগরিকদের বিদেশি উপাধি গ্রহণে অনুমতি প্রদান।
-
রাষ্ট্রীয় চুক্তি ও দলিল সম্পাদন।
-
বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ।
-
প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিচারপতিদের শপথ বাক্য পাঠ করানো।
জবাবদিহিতা:
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল সংযোজন করা হয়েছে?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৭টি
বাংলাদেশের সংবিধানের তফসিল
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে। প্রতিটি তফসিলের উদ্দেশ্য ও বিষয়বস্তু নিম্নরূপ:
-
প্রথম তফসিল:
-
অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
-
-
দ্বিতীয় তফসিল:
-
রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম ও প্রক্রিয়া।
-
-
তৃতীয় তফসিল:
-
শপথ ও ঘোষণা।
-
-
চতুর্থ তফসিল:
-
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
-
-
পঞ্চম তফসিল:
-
১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
-
-
ষষ্ঠ তফসিল:
-
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা।
-
-
সপ্তম তফসিল:
-
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
-
0
Updated: 1 month ago