A
(২১, ১৪)
B
(২১, ১৪)
C
(২৭, ১২)
D
(৯, ১৬)
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
সমাধান:
(৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক।
দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি ১ হয় অর্থাৎ সংখ্যাদ্বয়ের ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যাদ্বয় পরস্পর সহ-মৌলিক হয়।
প্রদত্ত সংখ্যা যুগল গুলোর মধ্যে ৯ এবং ১৬ এর ১ ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
অর্থাৎ (৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক।

0
Updated: 18 hours ago
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?
Created: 1 week ago
A
ঘড়ির কাঁটার দিকে দ্রুত
B
ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে
C
ঘড়ির কাঁটার বিপরীতে দ্রুত
D
ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?

সমাধান:
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে ঘুরবে।
• A ও B চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A ও B এর ঘূর্ণনের দিক হবে একই দিকে।
• B ও C চাকাদ্বয় পরস্পর ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে B ও C এর ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত দিকে।
• C ও D চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে C ও D এর ঘূর্ণনের দিকে হবে একই দিকে।
• A চাকা (ঘড়ির কাঁটার দিকে) - B চাকা (ঘড়ির কাঁটার দিকে) - C চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে) - D চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে)
আবার, কোনো চাকার পরিধি যত কম হবে সেটির ঘূর্ণনের গতি তত বেশি হবে।
ছোট চাকাগুলোর ঘূর্ণন গতি সমান হবে।
অর্থাৎ A ও D চাকার ঘূর্ণন গতি হবে সমান অর্থাৎ ১০ rpm।

0
Updated: 1 week ago
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
Created: 3 days ago
A
সন্ধ্যা ৬ টা
B
সকাল ৫ টা
C
বিকাল ৫ টা
D
সকাল ১১ টা
প্রশ্ন:
-
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২:০০। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
সমাধান:
-
সময়ের পার্থক্য: প্রতি ১° দ্রাঘিমাংশে ৪ মিনিটের পার্থক্য।
-
৪৫° পূর্ব দ্রাঘিমাংশে পার্থক্য:
-
পূর্বদিকে সময় বৃদ্ধি পায়, তাই:
উত্তর:

0
Updated: 3 days ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 18 hours ago
A
42
B
48
C
46
D
50
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 46
প্রথম চিত্রে,
(8 × 6) - (6 × 2)
= 48 - 12 = 36
দ্বিতীয় চিত্রে,
(7 × 8) - (2 × 5)
= 56 - 10 = 46
তৃতীয় চিত্রে,
(7 × 10) - (4 × 6)
= 70 - 24 = 46

0
Updated: 18 hours ago