করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
A
৫ কি.মি.
B
১০ কি.মি.
C
১৫ কি.মি.
D
২৫ কি.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
সমাধান:
করিম তার বাসা থেকে পশ্চিম দিকে ১৫ কি.মি গিয়ে দক্ষিণদিকে ৫ কি.মি. যায়।
এরপর ১৫ কি.মি. পূর্বে যায় এবং সেখান থেকে ১০ কি.মি দক্ষিনে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়।
∴ করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব = (১০ + ৫) কি.মি. = ১৫ কি.মি.
0
Updated: 1 month ago
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়
Created: 1 month ago
A
কমা
B
সেমিকোলন
C
ড্যাশ
D
কোনটিই নয়
প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
সমাধান:
ড্যাশ (_) চিহ্ন ব্যবহার করা হয়। ড্যাশ এবং হাইফেনের মধ্যে পার্থক্য হলো—ড্যাশ হাইফেনের চেয়ে বেশি লম্বা, এবং দুটি হাইফেন পাশাপাশি জোড়া দিলে তা ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়।
ড্যাশ চিহ্নের ব্যবহার:
-
কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে:
-
উদাহরণ: "আমার একমাত্র সম্মল_আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান।"
-
-
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে:
-
উদাহরণ:
-
"বেহাই, আমি তো কিছু বলিতে পারি না। একবার তাহলে বাড়ির মধ্যে_"
-
বাবা গর্জিয়া উঠিলেন, "বটে রে_"
-
-
-
গল্প বা উপন্যাসে প্রসঙ্গ পরিবর্তন বা ব্যাখ্যা বোঝাতে:
-
উদাহরণ:
-
"শিশির_না, এ নামটা আর ব্যবহার করা চলিল না।"
-
"অ্যাঁ_এ হইল কী? কলি কি সত্যই উল্টাইতে বসিল?"
-
-
-
নাটক বা সংলাপের আগে:
-
উদাহরণ: "_হ গীত না তর মাথা। _অপরাধ স্বীকার করলে?"
-
উৎস:
0
Updated: 1 month ago
একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
Created: 1 month ago
A
ভাতিজি
B
বোন
C
মা
D
ফুপু
প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে আরাফাত বললো, "সে আমার চাচার বাবার মেয়ের মেয়ে ” মেয়েটি আরাফাতের কী হয়?
সমাধান:
ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে আরাফাত (ছেলে)।
যেহেতু আরাফাত বলছে আমার চাচার বাবার মেয়ের মেয়ে অর্থাৎ তার দাদার মেয়ের মেয়ে। অর্থাৎ ফুফাতো বোন। যেহেতু অপশনে বোন আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর মেয়ে = ফুপাতো বোন।
0
Updated: 1 month ago
একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?
Created: 1 month ago
A
৫ ঘণ্টা
B
৭ ঘণ্টা
C
৪ ঘণ্টা
D
৬ ঘণ্টা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?
সমাধান:
মনে করি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা
প্রশ্নমতে,
x + ২x = ১২
বা, ৩x = ১২
বা, x = ১২/৩
∴ x = ৪
∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
0
Updated: 1 month ago