যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
A
23918522
B
161816225
C
171916225
D
171917235
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
সমাধান:
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = 171916225
DRIVE শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
D(4) + 1 = 5,
R(18) + 1 = 19,
I(9) + 1 = 10,
V(22) + 1 = 23,
E(5) + 1 = 6
অর্থাৎ DRIVE = 51910236
অনুরূপভাবে,
PROUD শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
P(16) + 1 = 17
R(18) + 1 = 19
O(15) + 1 = 16
U(21) + 1 = 22
D(4) + 1 = 5
∴ PROUD = 171916225
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
একান্নবত্তী
B
একান্নবর্তি
C
একান্নবর্তী
D
একান্নবর্ত্তী
নিচের বানানটির মধ্যে শুদ্ধটি হলো একান্নবর্তী। এটি বোঝায় এমন পরিবার বা গোষ্ঠী যা একসাথে আহার-সভার ব্যবস্থা এবং বসবাসের মাধ্যমে যৌথভাবে জীবন যাপন করে, অর্থাৎ যৌথ পরিবার।
-
শব্দের অর্থ: একসাথে আহার ও বসবাস করে এমন পরিবার বা যৌথ পরিবার
0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 month ago
A
6
B
5
C
3
D
2
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
সমাধান:
১ম ও ৩য় পায়ের সংখ্যার যোগফল থেকে ২য় ও ৪র্থ পায়ের যোগফল বিয়োগ করলে লেজের সংখ্যাটি পাওয়া যায়।
১ম চিত্রে, 8 + 2 = 10
5 + 1 = 6
10 - 6 = 4
২য় চিত্রে, 11 + 3 = 14
6 + 5 = 11
14 - 11 = 3
∴ প্রশ্নবোধক স্থানে 3 বসবে।
0
Updated: 1 month ago
একজন মিস্ত্রী একটি বর্গাকার ঘর নির্মাণ করার জন্য ঘরের প্রতিপাশে ১৮ টি করে খুঁটি ব্যবহার করেন। তার মোট কতগুলো খুঁটি লেগেছিলো?
Created: 1 month ago
A
৬৪ টি
B
৬৮ টি
C
৭২ টি
D
৮০ টি
প্রদত্ত সমস্যায় একজন মিস্ত্রী একটি বর্গাকার ঘর নির্মাণ করতে প্রতিটি পাশের জন্য ১৮টি করে খুঁটি ব্যবহার করেছেন। যেহেতু প্রতিটি পাশে শেষ খুঁটি পরবর্তী পাশে সাধারণভাবে সংযুক্ত হয়, তাই সব চারপাশের জন্য মোট খুঁটির সংখ্যা গণনা করতে হবে ৪ পাসের খুঁটি যোগফল থেকে ৪টি সাধারণ খুঁটি বাদ দিয়ে।
মোট খুঁটি = (১৮ × ৪) − ৪
= ৭২ − ৪
= ৬৮ টি খুঁটি।
0
Updated: 1 month ago