নিচের অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
১, ১, ২, ৩, ৫, ৮, ?
A
৫
B
৯
C
১৩
D
২১
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের অনুক্রমটির পরবর্তী সংখ্যা কোনটি?
১, ১, ২, ৩, ৫, ৮, ?
সমাধান:
অনুক্রমটির পরবর্তী সংখ্যা = ১৩
প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাচ্চি সংখ্যার ক্রম।
এখানে, প্রথম দুইটি সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি।
প্রদত্ত অনুক্রমটির বর্ধিত রুপ নিম্নরূপ,
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,..............
0
Updated: 1 month ago
যাদব ২৪০ টাকায় একই রকম কতকগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কলম কনেছিল-
Created: 4 days ago
A
১৩টি
B
১৪টি
C
১৫টি
D
১৬টি
সমাধান:
ধরা যাক, কলমের সংখ্যা =
তাহলে প্রতি কলমের দাম = টাকা
যদি একটি কলম বেশি পেত, অর্থাৎ কলম নিত,
তাহলে প্রতি কলমের দাম হতো টাকা
প্রশ্ন অনুযায়ী,
উত্তর: ১৫টি
0
Updated: 4 days ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
4
B
7
C
9
D
15
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 9
প্রথম চিত্রে,
(81/9) - (56/7) = 9 - 8 = 1
দ্বিতীয় চিত্রে,
(36/3) - (27/9) = 12 - 3 = 9
তৃতীয় চিত্রে,
(42/3) - (27/3) = 14 - 9 = 5
0
Updated: 1 month ago
নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
Created: 1 month ago
A
৯
B
৮
C
১১
D
১০
প্রশ্ন: নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
সমাধান:
প্রদত্ত সিরিজটি হলো- ১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
এখানে সিরিজটিকে দুটি ভাগ করা যায়।
প্রথম সিরিজক- ১, ২, ৩, ৪, ৫, ৬
দ্বিতীয় সিরিজ- ৪, ৫, ৬, ৭, ৯
দ্বিতীয় সিরিজটিতে- ৪, ৫, ৬, ৭-এর পর ৮ আসার কথা, কিন্তু আছে ৯।
তাই, ভুল সংখ্যাটি হলো ৯।
সঠিক উত্তর: (ক) ৯
0
Updated: 1 month ago