একটি শিশু আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বকে দেখছে। যদি শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকে তাহলে শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে কতদূরে আছে?
A
১ ফুট
B
৩ ফুট
C
৪ ফুট
D
৬ ফুট
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি শিশু আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বকে দেখছে। যদি শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকে তাহলে শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে কতদূরে আছে?
সমাধান:
শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে ৩ ফুট দূরে আছে।

কোনো বস্তু থেকে আয়নার দূরত্ব যত হবে, আয়না থেকে এর প্রতিবিম্বও একই দূরত্বে গঠিত হবে।
শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নার তার প্রতিবিম্বও হবে আয়না থেকে ৩ ফুট দূরে।
0
Updated: 1 month ago
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়
Created: 1 month ago
A
কমা
B
সেমিকোলন
C
ড্যাশ
D
কোনটিই নয়
প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
সমাধান:
ড্যাশ (_) চিহ্ন ব্যবহার করা হয়। ড্যাশ এবং হাইফেনের মধ্যে পার্থক্য হলো—ড্যাশ হাইফেনের চেয়ে বেশি লম্বা, এবং দুটি হাইফেন পাশাপাশি জোড়া দিলে তা ড্যাশ হিসেবে ব্যবহৃত হয়।
ড্যাশ চিহ্নের ব্যবহার:
-
কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে:
-
উদাহরণ: "আমার একমাত্র সম্মল_আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান।"
-
-
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে:
-
উদাহরণ:
-
"বেহাই, আমি তো কিছু বলিতে পারি না। একবার তাহলে বাড়ির মধ্যে_"
-
বাবা গর্জিয়া উঠিলেন, "বটে রে_"
-
-
-
গল্প বা উপন্যাসে প্রসঙ্গ পরিবর্তন বা ব্যাখ্যা বোঝাতে:
-
উদাহরণ:
-
"শিশির_না, এ নামটা আর ব্যবহার করা চলিল না।"
-
"অ্যাঁ_এ হইল কী? কলি কি সত্যই উল্টাইতে বসিল?"
-
-
-
নাটক বা সংলাপের আগে:
-
উদাহরণ: "_হ গীত না তর মাথা। _অপরাধ স্বীকার করলে?"
-
উৎস:
0
Updated: 1 month ago
একটি ভোজসভার শেষে ১২ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?
Created: 1 month ago
A
৭২
B
৬৬
C
৪৫
D
৯৪
প্রশ্ন: একটি ভোজসভার শেষে ১২ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?
সমাধান:
যে কোনো ২ জন ব্যক্তির মধ্যে ১টি করমর্দন হয়।
সুতরাং, মোট করমর্দনের সংখ্যা = ১২ জন থেকে ২ জন নির্বাচন করার সংখ্যা।
∴ মোট করমর্দনের সংখ্যা = ১২C২
= ১২!/২!(১২ - ২)!
= (১২ × ১১ × ১০!)/(২ × ১০!)
= ৬৬
0
Updated: 1 month ago
মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
Created: 1 month ago
A
উত্তর দিকে
B
পশ্চিম দিকে
C
দক্ষিণ দিকে
D
পূর্ব দিকে
প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
সমাধান: 
এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।
0
Updated: 1 month ago