একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
A
উত্তর-পূর্ব
B
দক্ষিণ
C
দক্ষিণ-পূর্ব
D
দক্ষিণ-পশ্চিম
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
সমাধান: 
ইদ্গাহের অবস্থান হবে মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম দিকে।
0
Updated: 1 month ago
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
Gloomy
B
Dark
C
Bright
D
Dismal
প্রশ্ন: "SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ হলো - Bright
"SOMBRE" শব্দটির অর্থ হলো- কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ; মলিন:
"Bright" শব্দটির অর্থ হলো- উজ্জ্বল; আলোকময়।
অর্থাৎ Sombre এবং Bright শব্দদ্বয় পরস্পর বিপরীতার্থক।
অন্যদিকে,
"Gloomy" শব্দটির অর্থ হলো- অন্ধকার; অনালোকিত।
"Dark" শব্দটির অর্থ হলো- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
"Dismal" শব্দটির অর্থ হলো- নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক।
উৎস:
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
6
B
7
C
8
D
10
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 7
প্রথম চিত্রে,
(13 + 19)/8
= 32/8 = 4
দ্বিতীয় চিত্রে,
(71 + 9)/8
= 80/8 = 10
তৃতীয় চিত্রে,
(42 + 14)/8
= 56/8 = 7
0
Updated: 1 month ago
১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬,..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৫১২
B
৩৪৩
C
৭২৯
D
২৪৩
প্রশ্ন: ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
প্রদত্ত অনুক্রম- ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ২১৬.......
= ১৩, ২৩, ৩৩, ৪৩, ৫৩, ৬৩.......
অর্থাৎ, এই অনুক্রমটি হলো স্বাভাবিক সংখ্যার ঘন এর অনুক্রম।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি = ৭৩ = ৩৪৩
0
Updated: 1 month ago