একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
A
উত্তর-পূর্ব
B
দক্ষিণ
C
দক্ষিণ-পূর্ব
D
দক্ষিণ-পশ্চিম
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
সমাধান: 
ইদ্গাহের অবস্থান হবে মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম দিকে।
0
Updated: 1 month ago
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?
Created: 1 month ago
A
মোটা হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
B
চিকন হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
C
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
D
কোনটিই নয়
একই মাপের দুটি স্ক্রকে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করানোর জন্য দুটি স্ক্র-ড্রাইভারকে একই সংখ্যকবার ঘুরানো প্রয়োজন। যদিও মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারটি ঘুরানো তুলনায় সহজ, কিন্তু সমান গভীরতা নিশ্চিত করতে চিকন ও মোটা হাতল দুইটিকেই সমানবার ঘুরাতে হবে।
-
একই মাপের দুটি স্ক্রকে কাঠে সমানভাবে প্রবেশ করাতে দুই স্ক্র-ড্রাইভারকে সমান সংখ্যকবার ঘুরানো দরকার
-
মোটা হাতলওয়ালা ড্রাইভার ঘুরানো সহজ
-
সমান গভীরতা নিশ্চিত করতে দুই ধরনের হাতলওয়ালা ড্রাইভারকেই সমানভাবে ব্যবহার করতে হবে
0
Updated: 1 month ago
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
Created: 1 month ago
A
Carry coals to Newcastle.
B
Constant dripping wears away a stone
C
Care kills the cat
D
Cast pearls before swine
প্রশ্ন: প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
সমাধান:
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।' এর সঠিক ইংরেজি - Care kills the cat
অন্য অপশন গুলোর মধ্যে
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
6
B
9
C
12
D
18
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 12
প্রথম চিত্রে,
(27 ÷ 3) + (16 ÷ 4)
= 9 + 4 = 13
দ্বিতীয় চিত্রে,
(42 ÷ 7) + (65 ÷ 13)
= 6 + 5 = 11
তৃতীয় চিত্রে,
(27 ÷ 9) + (72 ÷ 8)
= 3 + 9 = 12
0
Updated: 1 month ago