নিচের কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
A
(২১, ১৪)
B
(২১, ১৪)
C
(২৭, ১২)
D
(৯, ১৬)
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
সমাধান:
(৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক।
দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি ১ হয় অর্থাৎ সংখ্যাদ্বয়ের ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যাদ্বয় পরস্পর সহ-মৌলিক হয়।
প্রদত্ত সংখ্যা যুগল গুলোর মধ্যে ৯ এবং ১৬ এর ১ ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
অর্থাৎ (৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক।
0
Updated: 1 month ago
ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
Created: 1 month ago
A
৫.৪ কেজি
B
৪.৫ কেজি
C
৫.২ কেজি
D
৪.৮ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
সমাধান:
১২ × ২ = ক × ৫
⇒ ২৪ = ৫ক
⇒ ক = ২৪/৫
∴ ক = ৪.৮ কেজি
∴ ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে ৪.৮ কেজি ওজন সংযুক্ত করতে হবে।
0
Updated: 1 month ago
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি করতে হবে?
Created: 1 month ago
A
মোটা হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
B
চিকন হাতলের স্ক্র- ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
C
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
D
কোনটিই নয়
একই মাপের দুটি স্ক্রকে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করানোর জন্য দুটি স্ক্র-ড্রাইভারকে একই সংখ্যকবার ঘুরানো প্রয়োজন। যদিও মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারটি ঘুরানো তুলনায় সহজ, কিন্তু সমান গভীরতা নিশ্চিত করতে চিকন ও মোটা হাতল দুইটিকেই সমানবার ঘুরাতে হবে।
-
একই মাপের দুটি স্ক্রকে কাঠে সমানভাবে প্রবেশ করাতে দুই স্ক্র-ড্রাইভারকে সমান সংখ্যকবার ঘুরানো দরকার
-
মোটা হাতলওয়ালা ড্রাইভার ঘুরানো সহজ
-
সমান গভীরতা নিশ্চিত করতে দুই ধরনের হাতলওয়ালা ড্রাইভারকেই সমানভাবে ব্যবহার করতে হবে
0
Updated: 1 month ago
"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
পুস্কর
B
রাজীব
C
অরবিন্দ
D
অদ্রি
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "অদ্রি" হলো "পদ্ম" শব্দের সমার্থক নয়।
-
পদ্ম এর সমার্থক: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি
-
অদ্রি: পর্বত শব্দের সমার্থক
উৎস:
0
Updated: 1 month ago