একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
A
১০ মিটার
B
১৩ মিটার
C
১৭ মিটার
D
২৫ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের লম্ব = ক মিটার
ভূমি = ২ক + ২ মিটার
অতিভুজ = (২ক + ২) + ১ মিটার = ২ক + ৩ মিটার
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ২ = লম্ব২ + ভূমি২
⇒ (২ক + ৩)২ = ক২ + (২ক + ২)২
⇒ ৪ক২ + ১২ক + ৯ = ক২ + ৪ক২ + ৮ক + ৪
⇒ ৪ক২ + ১২ক + ৯ = ৫ক২ + ৮ক + ৪
⇒ ৫ক২ - ৪ক২ + ৮ক - ১২ক + ৪ - ৯ = ০
⇒ ক২ - ৪ক - ৫ = ০
⇒ ক২ - ৫ক + ক - ৫ = ০
⇒ ক(ক - ৫) + ১(ক - ৫) = ০
⇒ (ক - ৫)(ক + ১) = ০
হয়, ক - ৫ = ০ অথবা ক + ১ = ০
হয়, ক = ৫ অথবা ক = - ১
কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না।
∴ ক = ৫
অর্থাৎ লম্ব = ৫ মিটার
∴ অতিভুজ = (২ × ৫ + ৩) মিটার = (১০ + ৩) মিটার = ১৩ মিটার
0
Updated: 1 month ago
একজন কৃষক প্রথম দিনে 1টি গাছ রোপণ করলো, দ্বিতীয় দিনে 2টি গাছ রোপণ করলো, তৃতীয় দিনে 4টি গাছ রোপণ করলো। এভাবে প্রতিদিন গাছ রোপণ দ্বিগুণ হচ্ছে। তাহলে 12 দিনে মোট কত গাছ রোপণ করবে?
Created: 1 month ago
A
4095
B
5205
C
6433
D
4573
প্রশ্ন: একজন কৃষক প্রথম দিনে 1টি গাছ রোপণ করলো, দ্বিতীয় দিনে 2টি গাছ রোপণ করলো, তৃতীয় দিনে 4টি গাছ রোপণ করলো। এভাবে প্রতিদিন গাছ রোপণ দ্বিগুণ হচ্ছে। তাহলে 12 দিনে মোট কত গাছ রোপণ করবে?
সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা।
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 2
n সংখ্যক পদের সমষ্টি,
Sn = a(rn - 1)/(r - 1)
∴ 12 দিনের মোট গাছের সংখ্যা,
S12 = 1 × (212 - 1)/(2 - 1)
= (4096 - 1)/1
= 4095
0
Updated: 1 month ago
কোনো ঘনকের আয়তন 512 ঘন সে.মি. হলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
4 সে.মি.
B
6√2 সে.মি.
C
8√2 সে.মি.
D
12√2 সে.মি.
প্রশ্ন: কোনো ঘনকের আয়তন 512 ঘন সে.মি. হলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
ঘনকের ধার a হলে,
ঘনকের আয়তন = a3
এবং
এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2
প্রশ্নমতে,
a3 = 512
⇒ a = 8
∴ ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2 = 8√2 সে.মি.
0
Updated: 1 month ago
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৬০ মিটার এবং উচ্চতা ১৫ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?
Created: 1 month ago
A
৮০০ টাকা
B
৭০০ টাকা
C
৯০০ টাকা
D
৬০০ টাকা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৬০ মিটার এবং উচ্চতা ১৫ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে?
সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ভূমি = ৬০ মিটার
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা = ১৫ মিটার
∴ ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = (১/২) × (ভূমি × উচ্চতা) বর্গমিটার
= (১/২) × (৬০ × ১৫) বর্গমিটার
= ৪৫০ বর্গমিটার
১ বর্গমিটারে খরচ হয় = ২ টাকা
∴ ৪৫০ বর্গমিটারে খরচ হয় = (২ × ৪৫০) টাকা
= ৯০০ টাকা
∴ ঘাস লাগাতে খরচ হবে = ৯০০ টাকা।
0
Updated: 1 month ago