A
We are not liked by idle people
B
Idle people are not liked by us
C
Idle people are not of our liking
D
Idle people are not like us
উত্তরের বিবরণ
'We don't like idle people- বাক্যটি Present Indefinite Tense-এ রয়েছে।
Present Indefinite Tense যুক্ত Negative বাক্যের Passive Voice গঠনের নিয়ম:
-
মূল বাক্যের Object কে Passive Voice-এ Subject হিসেবে বসানো হয়।
-
এরপর Subject ও Tense অনুযায়ী Auxiliary Verb (am/is/are) ব্যবহৃত হয়।
-
এরপর "not" বসে এবং মূল verb-এর Past Participle (V3) form বসে।
-
শেষে "by + মূল বাক্যের Subject" যোগ হয়।
◉ নিয়ম অনুযায়ী সঠিক Passive Voice হবে:
➤ Idle people are not liked by us.
উদাহরণ বিশ্লেষণ:
-
Active: We do not like idle people.
-
Passive: Idle people are not liked by us.
এখানে:
-
“idle people” হয়েছে নতুন Subject
-
“are” হয়েছে Auxiliary Verb (idle people → plural)
-
“not liked” হয়েছে Negative + Past Participle
-
“by us” হয়েছে মূল Subject যুক্ত Prepositional Phrase

0
Updated: 1 month ago
People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?
Created: 2 months ago
A
The patriots will always be remembered by people
B
The patriots are always being remembered
C
People are always remembered by the patriots
D
The patriots are always remembered
Active Voice-এর Object টি Passive Voice-এর Subject হয়।
-
মূল Verb-এর কাল (tense) অনুযায়ী একটি 'be' Verb ব্যবহার করা হয় (যেমন: is, are, was, were, being, been)।
-
মূল Verb-এর Past Participle (V3) form ব্যবহৃত হয়।
-
Active Voice-এর Subject টি Passive Voice-এ Object হিসেবে ব্যবহৃত হয় এবং তার আগে সাধারণত by (বা with, at, to, in ইত্যাদি প্রিপোজিশন) বসে।
-
যদি Active Voice-এর Subject কে উল্লেখ করা গুরুত্বপূর্ণ না হয় বা সেটা 'People', 'Someone', 'They' ইত্যাদি অস্পষ্ট subject হয়, তবে তা Passive Voice-এ না লিখলেও চলে।
Active: People always remember patriots.
Passive: Patriots are always remembered.
এখানে "People" অস্পষ্ট subject হওয়ায় Passive form-এ তা উল্লেখ করা হয়নি।

0
Updated: 2 months ago
Choose the correct form (passive) of - 'Who will do the work?'
Created: 1 day ago
A
Who will be done the work?
B
Who will done the work?
C
By whom will the work be done?
D
Whom will the work be done?
Active Voice থেকে Passive Voice এ ‘Who’ যুক্ত প্রশ্ন করার নিয়ম:
উদাহরণ:
Active: Who will do the work?
Passive: By whom will the work be done?
নিয়ম:
-
Passive Voice এ প্রশ্ন করার সময় “By whom” দিয়ে শুরু করতে হবে।
-
তারপর আসবে Auxiliary verb (যেমন: is, are, has, have, will ইত্যাদি) — এটি মূল বাক্যের টেন্স অনুযায়ী।
-
তার পর subject এবং verb এর past participle (third form)।
-
যদি Auxiliary verb দুইটা হয়, তবে একটি subject এর আগে এবং অপরটি পরে বসবে।
আরেকটি উদাহরণ:
Active: Who has broken the glass?
Passive: By whom has the glass been broken?
সূত্র: A passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 day ago
Identify the correct passive form of 'He is going to open a shop.'
Created: 1 day ago
A
He is being gone to open a shop
B
A shop is being gone opened by him
C
A shop will be opened by him
D
A shop is going to be opened by him
✅ সঠিক উত্তর
-
Active: He is going to open a shop.
-
Passive: A shop is going to be opened by him.
ব্যাখ্যা
‘Be going to’ একটি modal রূপ, তাই এটি passive voice-এ গেলেও going এর কোনো পরিবর্তন হয় না।
Passive voice করার নিয়ম:
যখন ‘going to’ যুক্ত বাক্য passive করতে হয়, তখন গঠনের নিয়ম হয়:
be going to + be + মূল verb-এর past participle (V3)
Active থেকে Passive করার সহজ নিয়ম
-
Active-এর object → Passive-এর subject হয়।
-
বাক্যের tense অনুযায়ী auxiliary verb বসে।
-
তারপর মূল verb-এর past participle (V3) বসে।
-
Active-এর subject → Passive-এর object হয়।
-
তার আগে by, with, at, to, in এর মতো প্রিপজিশন বসে।
উদাহরণটি দিয়ে মনে রাখুন:
He is going to open a shop. → A shop is going to be opened by him.
এখানে "a shop" হলো object → subject
"going to open" → "going to be opened"
"he" → "by him"

0
Updated: 1 day ago