A
Lord Byron
B
T.S. Eliot
C
W. B. Yeats
D
Robert Frost
উত্তরের বিবরণ
Mending Wall কবিতাটি রচিত হয় Robert Frost দ্বারা এবং এটি Blank Verse-এ লেখা, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে রচিত। কবিতাটি তার কাব্যগ্রন্থ ‘North of Boston’-এর অন্তর্ভুক্ত। এতে দেখানো হয়েছে কিভাবে বক্তা এবং তার প্রতিবেশী তাদের সম্পত্তির মধ্যে থাকা পাথরের প্রাচীর পুনর্নির্মাণের জন্য একত্রিত হয়। Mending Wall কবিতাটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
Robert Frost ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
-
তিনি প্রায়শই Nature poet এবং Regional poet নামে পরিচিত।
-
Frost চারবার Pulitzer Prize লাভ করেন।
-
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
Robert Frost-এর উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 19 hours ago
"Big Brother is watching you" - Who quoted it?
Created: 4 weeks ago
A
William Shakespeare
B
John Milton
C
Thomas Hardy
D
George Orwell
“Big Brother is watching you” উক্তিটি এসেছে George Orwell-এর উপন্যাস Nineteen Eighty-Four (১৯৪৯) থেকে। এতে Oceania নামক কর্তৃত্ববাদী রাষ্ট্রে সরকারের সর্বক্ষণ নজরদারি, মুক্তচিন্তার দমন ও ব্যক্তিগত স্বাধীনতার অভাব দেখানো হয়েছে। “Big Brother” হলো সেই সর্বশক্তিমান শাসকের প্রতীক। মূল চরিত্র Winston Smith ইতিহাস বিকৃতির কাজে যুক্ত হলেও পরে Julia-র সঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ পরিভাষা: Newspeak, Big Brother, Thought Police।
George Orwell (আসল নাম Eric Arthur Blair) ব্রিটিশ লেখক, জন্ম ব্রিটিশ ভারতে। বিখ্যাত রচনা—Animal Farm, Nineteen Eighty-Four, Burmese Days, Coming up for Air, Shooting an Elephant, A Hanging।
উত্তর: ঘ) George Orwell

0
Updated: 4 weeks ago
Why does Elizabeth’s rejection of Collins shock her family?
Created: 1 week ago
A
Collins is poor
B
Collins is heir to Longbourn
C
Collins is ugly
D
Collins is already married
Longbourn কেবল পুরুষ উত্তরাধিকারীর হাতে যাবে। তাই Collins যদি Elizabeth-কে বিয়ে করত, Bennet পরিবারের মেয়েদের ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত হতো। Elizabeth তার স্বাধীনতা ও ভালোবাসার বিশ্বাসে Collins-কে প্রত্যাখ্যান করে। এতে Mrs. Bennet ক্ষিপ্ত হয়, কারণ সে শুধু অর্থনৈতিক নিরাপত্তা দেখে। Austen এখানে নারীর ব্যক্তিগত স্বাধীনতা বনাম সামাজিক চাপ দ্বন্দ্বকে তুলে ধরেন।

0
Updated: 1 week ago
The boy looks after his parents.
Here, 'looks after' is-
Created: 2 weeks ago
A
An adverb phrase
B
A verbal phrase
C
A prepositional phrase
D
An adjective phrase
Sentence: The boy looks after his parents.
-
Underlined Part: looks after
-
Type: Verbal Phrase
Explanation:
-
A verbal phrase is a group of words functioning as a verb in a sentence.
-
Here, looks after acts as a single verb meaning “cares for” or “takes care of.”
More Examples:
-
They look for the brilliant students.
-
Do on your shirt.
Note:
-
A verb phrase can consist of a main verb alone or a main verb with auxiliary verbs, modals, or prepositions.

0
Updated: 2 weeks ago