Choose the correct sentence.
A
Can you imagine living without the internet for a month?
B
Can you imagine to live without the internet for a month?
C
Can you imagine live without the internet for a month?
D
Can you imagine lived without the internet for a month?
উত্তরের বিবরণ
Correct sentence: Can you imagine living without the internet for a month?
ব্যাখ্যা:
-
কিছু verb আছে যেগুলোর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তাহলে gerund (verb+ing) ব্যবহার করতে হয়।
-
এই ধরনের verb এর পরে infinitive বা base form বসে না।
এ ধরনের verb-এর উদাহরণ:
-
admit
-
anticipate
-
appear
-
avoid
-
consider
-
defer
-
deny
-
enjoy
-
imagine
-
mind
-
postpone
-
prevent
-
regret
-
stop
-
understand
0
Updated: 1 month ago
Which of the following words can replace 'Tardy'?
Created: 1 month ago
A
Off hand
B
Precocious
C
Dilatory
D
Weak
Correct answer: গ) Dilatory
Tardy (adjective)
-
English Meaning: moving slowly; sluggish; delayed beyond the expected or proper time; late
-
Bangla Meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন
Given options:
-
ক) Off hand – পূর্বচিন্তা বা প্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; আচরণে ভাবলেশহীন; অমনোযোগী; সংক্ষিপ্ত ও কাটখোট্টা
-
খ) Precocious – স্বাভাবিক সময়ের পূর্বে কোনো চিত্তবৃত্তি বিকশিত; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি
-
গ) Dilatory – দীর্ঘসূত্রী; ধীরগতি বা দেরিতে কাজ করা
-
ঘ) Weak – দুর্বল; ভঙ্গুর
ব্যাখ্যা:
উল্লেখিত অপশনগুলোর মধ্যে, tardy শব্দটি সর্বোত্তমভাবে Dilatory দ্বারা প্রতিস্থাপন করা যায়।
উৎস:
0
Updated: 1 month ago
We have a proposal to improve the system.
Here, the underlined part is an example of-
Created: 2 months ago
A
Adverb Phrase
B
Participle Phrase
C
Infinitive Phrase
D
Prepositional Phrase
Infinitive Phrase – Example and Explanation
-
Example Sentence:
We have a proposal to improve the system.-
Underlined part: to improve the system
-
Correct Option: গ) Infinitive phrase
-
-
Explanation:
-
The phrase to improve the system is formed by to + verb (base form) + extension.
-
Here, it functions as a post-modifier of the noun proposal, effectively modifying the noun (Adjective function).
-
-
Infinitive Phrase Overview:
-
Structure: to + verb (base form) + extension
-
Functions: Can modify Noun, Adjective, or Adverb Phrases
-
As post-modifier → acts like an adjective
-
As subject/object → acts like a noun phrase
-
-
Example: To read a newspaper is a good habit. (Here, the infinitive phrase acts as a noun phrase.)
-
0
Updated: 2 months ago
Bertrand Russell was awarded the Nobel Prize for -
Created: 1 month ago
A
Physics
B
Peace
C
Literature
D
Philosophy
Bertrand Russell
-
জন্ম: May 18, 1872, Trelleck গ্রামে, Wales।
-
তিনি একজন British philosopher, logician, mathematician, history writer, social critic, এবং political activist।
-
পুরো নাম: Bertrand Arthur William Russell / 3rd Earl Russell
-
পিতামহ: John Russell, 1st Earl Russell, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও 1846 থেকে 1852 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
-
শিক্ষাজীবন: Trinity College, Cambridge, যেখানে দর্শন ও গণিত অধ্যয়ন করেন।
-
তিনি ছিলেন বিশ শতকের একজন প্রখ্যাত দার্শনিক এবং শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ, এছাড়া সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
-
দর্শনে তিনি Analytic movement এর প্রবর্তক।
-
Logic, Epistemology, এবং Philosophy of Mathematics এ তার অবদান অতুলনীয়।
-
১৯৫০ সালে তিনি Nobel Prize in Literature পান।
-
সমাজ, রাজনীতি, দর্শনসহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।
উৎস:
0
Updated: 1 month ago