A
Cathy Linton
B
Edgar Linton
C
Lockwood
D
Heathcliff
উত্তরের বিবরণ
Wuthering Heights হলো এমিলি ব্রন্টের রচিত একটি উপন্যাস, যা ১৮৪৭ সালে Ellis Bell ছদ্মনামে প্রকাশিত হয়। এটি অন্যান্য সমকালীন উপন্যাস থেকে আলাদা, এর নাটকীয় ও কবিতাসুলভ উপস্থাপনা, লেখকের হস্তক্ষেপের অনুপস্থিতি এবং অসাধারণ কাঠামোর কারণে বিশেষভাবে স্বীকৃত। Wuthering Heights গথিক নভেলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো Heathcliff, একজন এতিম বালক। সে অন্যদের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে গভীর মানসিক মিলন ঘটে, দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff অনিশ্চিত হয়ে যায়। ফিরে আসার পর সে অঢেল অর্থের মালিক হয়ে ওঠে। কাহিনীর এ পর্যায়ে সে প্রাক্তন প্রেমিকা Catherine-এর পরিবারের সাথে সম্পর্কিত হয়ে সম্পত্তির লোভে বিয়ে করার চেষ্টা করে। পরবর্তীতে বিয়েটি ভেঙে যায়, Catherine মারা যায় এবং তার ভাই Hindleyও মৃত্যুবরণ করে। তবে তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff-এর সন্তানও তাদের সঙ্গে যোগ দেয়। এইভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মধ্যে এগিয়ে চলে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র)
-
Lockwood
Emily Bronte হলেন Charlotte Bronte-এর ছোট বোন। মূলত Wuthering Heights উপন্যাসের জন্য তিনি পরিচিত। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights

0
Updated: 19 hours ago
"Reading maketh a full man; conference a ready man; and writing an exact man." - This is quoted by -
Created: 5 days ago
A
Dan Brown
B
Sir Philip Sidney
C
Francis Bacon
D
Alexander Pope
Francis Bacon
-
উদ্ধৃতি: "Reading maketh a full man; conference a ready man; and writing an exact man."
-
উৎস: Essay Of Studies।
-
পরিচয়: Father of English Essay, natural philosopher, lawyer, statesman, philosopher, master of English language।
-
সম্পূর্ণ নাম: Francis Bacon, Viscount Saint Alban।
-
সাহিত্যিক খ্যাতি: Essays-এ দার্শনিক ও বাস্তবজ্ঞান প্রকাশ।
Famous Quotes
-
“Reading maketh a full man; conference a ready man; and writing an exact man.”
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Wonder is the seed of knowledge.”
-
“A false friend is more dangerous than an open enemy.”
-
“Beauty itself is but the sensible image of the Infinite.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”

0
Updated: 5 days ago
In which war is A Farewell to Arms set?
Created: 2 weeks ago
A
World War I
B
World War II
C
The Spanish Civil War
D
The American Civil War
✦ A Farewell to Arms (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরণ: Novel, American literature classic
-
প্রেক্ষাপট: World War I (ক)
-
বৈশিষ্ট্য: Autobiographical elements, “arms” দ্বারা অস্ত্র এবং প্রেমিকার হাতের প্রতীক প্রকাশ
-
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
জন্ম: ইলিনয়, আমেরিকা
-
পরিচয়: Novelist, short-story writer
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত এবং স্পষ্ট গদ্যশৈলী, ২০ শতকে American এবং British সাহিত্যে প্রভাব
-
পুরস্কার: Nobel Prize in Literature ১৯৫৪ (The Old Man and The Sea)
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
The Old Man and The Sea (Pulitzer Prize)
-

0
Updated: 2 weeks ago
The famous character 'Bosola' is from -
Created: 4 weeks ago
A
The Duchess of Malfi
B
Volpone
C
Doctor Faustus
D
As You Like It

0
Updated: 4 weeks ago