Which of the following is correct?
A
I still have a few money in my pocket.
B
I still have a little money in my pocket.
C
I still have quite little money in my pocket.
D
I still have many money in my pocket.
উত্তরের বিবরণ
Correct sentence: I still have a little money in my pocket.
Little, A little, Few, A few এর ব্যবহার:
-
এগুলো Quantifier determiners।
-
Little এবং A little ব্যবহৃত হয় Uncountable nouns এর সাথে।
-
Few এবং A few ব্যবহৃত হয় Countable nouns এর সাথে।
-
Little ও Few হলো negative quantifier determiners, অর্থাৎ খুব অল্প বা প্রায় নেই।
ব্যবহারের অর্থ অনুযায়ী:
-
অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few ব্যবহৃত হয়।
-
অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little ব্যবহৃত হয়।
-
A few বা A little উভয়ের অর্থ হলো Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
প্রদত্ত বাক্যের ব্যাখ্যা:
-
বাক্যে money একটি Uncountable noun, তাই এখানে Little/A little ব্যবহার হবে।
-
বাক্যটি বোঝাচ্ছে এখনও কিছু টাকা আছে, তাই Little নয়, বরং a little money in my pocket ব্যবহার হবে।
-
A little অর্থ হলো: অল্প একটু বা সামান্য।
0
Updated: 1 month ago
“Thrive” শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
শোক প্রকাশ করা
B
উন্নতি লাভ করা
C
সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া
D
শুকিয়ে যাওয়া
Thrive” শব্দের অর্থ উন্নতি লাভ করা।
• Thrive (verb)
- English Meaning: To grow, develop, or be successful, especially in a vigorous or healthy way.
- Bangla Meaning: সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া।
• Synonyms
- Flourish (সতেজে বেড়ে ওঠা; সুস্থসবল থাকা; সমৃদ্ধিলাভ করা; ফুলেফেঁপে ওঠা),
- Prosper (সাফল্যমণ্ডিত হওয়া; সিদ্ধি/শ্রীবৃদ্ধি/সমৃদ্ধি লাভ করা; উন্নতি করা),
- Bloom (পূর্ণ বিকাশ বা চরম উৎকর্ষ লাভ করা)।
• Antonyms
- Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা),
- Wither (শুকিয়ে যাওয়া; বিবর্ণ হওয়া; মরে যাওয়া),
- Fail (অকৃতকার্য হওয়া; ব্যর্থ হওয়া)।
• Example Sentence
- Children thrive when given love and attention.
- The business is thriving under new management.
• Other options:
- Affirm (verb) (সত্যতা সমর্থন করা, নিশ্চিত করা),
- Sparse (adj) বিরলভাবে বিক্ষিপ্ত।
0
Updated: 2 months ago
What does “Knavery” mean?
Created: 1 month ago
A
Bravery
B
Honesty
C
Dishonest behavior
D
Kindness
সঠিক উত্তর হলো গ) Dishonest behavior।
Knavery (noun)
-
Bangla Meaning: প্রতারণা; শঠতা; টীটপনা; ফিচলেমী; ধার্ষ্টামি
-
English Meaning: a roguish or mischievous act
Dishonest behavior (noun)
-
Bangla Meaning: অসৎ আচরণ
-
English Meaning: actions or conduct that are not truthful, fair, or morally upright
Other options:
-
ক) Bravery
-
Bangla Meaning: সাহস; সাহসিকতা; নির্ভীকতা
-
English Meaning: the quality or state of having or showing mental or moral strength to face danger, fear, or difficulty
-
-
খ) Honesty
-
Bangla Meaning: সৎভাবে; অকপটে; প্রকৃতপক্ষে; সত্যি বলতে
-
English Meaning: adherence to the facts; sincerity
-
-
ঘ) Kindness
-
Bangla Meaning: সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল
-
English Meaning: the quality or state of being kind
-
0
Updated: 1 month ago
Choose the antonym of “Malicious”:
Created: 2 months ago
A
Gentle
B
Evil
C
Cruel
D
Hostile
Correct Answer
ক) Gentle ✅
Explanation:
-
Malicious (Adj)
-
Bangla Meaning: বিদ্বেষপরায়ণ, বিদ্বেষপূর্ণ।
-
English Meaning: having or showing a desire to cause harm to someone.
-
-
Gentle (Adj)
-
Bangla Meaning: সদয়, নম্র।
-
English Meaning: kind and calm; not intending harm.
-
Other Options
খ) Evil → দুষ্ট, পাপী, মন্দ; morally reprehensible।
গ) Cruel → নিষ্ঠুর, নির্দয়; disposed to inflict pain.
ঘ) Hostile → শত্রুপক্ষীয়, বৈরী; relating to an enemy।
0
Updated: 2 months ago