A
Thomas Becket
B
Thomas More
C
Richard II
D
Edward the Confessor
উত্তরের বিবরণ
Murder in the Cathedral হলো টমাস স্টার্নস এলিয়টের রচিত একটি কাব্যনাট্য, যা দুটি অংশে বিভক্ত এবং এর মাঝে একটি গদ্যধর্মী sermon interlude রয়েছে। এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral-এ মঞ্চস্থ হয় এবং একই বছরে প্রকাশিত হয়। এখানে রাজা হেনরির আদেশে St. Thomas Becket-এর ক্যান্টারবেরি ক্যাথেড্রালে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এজন্য একে অনেক সময় Miracle Play বা Saint’s Play-ও বলা হয়। এটি মূলত রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে রচিত এক গভীর দার্শনিক নাটক। এর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাচীন গ্রিক নাটকের আদলে Chorus-এর ব্যবহার।
T. S. Eliot-এর পুরো নাম Thomas Stearns Eliot। তিনি একজন খ্যাতিমান আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক। আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা ও চিন্তাধারা বিশেষ প্রভাব ফেলেছিল। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেন।
এলিয়টের বিখ্যাত নাটক
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Family Reunion
-
The Elder Statesman
-
The Trail of a Judge
এলিয়টের বিখ্যাত কবিতা ও রচনা
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets
-
The Sacred Wood (Collection of Essays)

0
Updated: 19 hours ago
Who accompanies Elizabeth on her visit to Pemberley?
Created: 1 week ago
A
Jane
B
Lydia and Kitty
C
The Gardiners
D
Charlotte Lucas
Elizabeth তার খালা-খালু Mr. and Mrs. Gardiner-এর সঙ্গে Pemberley ভ্রমণ করে। এখানে সে Darcy-র প্রকৃত চরিত্র দেখে। গৃহপরিচারিকা Mrs. Reynolds Darcy-র দয়ার কথা বলে, আর Elizabeth দেখে Darcy কেমন ভদ্রভাবে Gardiner-দের গ্রহণ করছে। এই ভ্রমণ Elizabeth-এর দৃষ্টিভঙ্গি বদলায়। Austen বোঝাতে চেয়েছেন—বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রথম ধারণার ভুল ভাঙতে সাহায্য করে।

1
Updated: 1 week ago
"All's Well That Ends Well" was written by which famous playwright?
Created: 4 weeks ago
A
Francis Bacon
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
All's Well That Ends Well উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি নাটক (১৬০১–০৫), যার কাহিনি Giovanni Boccaccio-র Decameron থেকে নেওয়া। নায়িকা হেলেনা, এক চিকিৎসকের কন্যা, কাউন্ট বার্ট্রামের প্রেমে পড়ে। রাজাকে সুস্থ করে হেলেনা পুরস্কার হিসেবে বার্ট্রামকে বিয়ে করে, কিন্তু বার্ট্রাম পালিয়ে যায় ও শর্ত দেয় আংটি এবং সন্তান হলে তাকে স্ত্রী মানবে। হেলেনা ছদ্মবেশে চালাকি করে শর্ত পূরণ করে, শেষে বার্ট্রাম তাকে মেনে নেয়।
William Shakespeare (১৫৬৪–১৬১৬) ইংল্যান্ডের কবি, নাট্যকার ও অভিনেতা, “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত। তাঁর রচনা ভাষার উৎকর্ষ, গভীর মানবিকতা ও নাট্যশৈলীর জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে।
বিখ্যাত নাটক: A Midsummer Night’s Dream, All’s Well That Ends Well, Antony and Cleopatra, Hamlet, Macbeth, Othello, King Lear, The Tempest ইত্যাদি।
উত্তর: গ) William Shakespeare

0
Updated: 4 weeks ago
In his first appearance Hamlet was wearing-
Created: 2 weeks ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
No subjects available.
Hamlet’s First Appearance and Attire
-
In his first appearance in Hamlet (Act 1, Scene 2), Hamlet is wearing a mourning dress.
-
He is dressed in black clothing, described as an “inky cloak”, which signifies his grief over the recent death of his father, King Hamlet.
-
This choice of attire sets him apart from the rest of the court, emphasizing his mourning and emotional state.

0
Updated: 2 weeks ago