A
Sydney Porter
B
Ernest Hemingway
C
E.M. Forster
D
Arundhuti Roy
উত্তরের বিবরণ
The Sun Also Rises আর্নেস্ট হেমিংওয়ের প্রথম সার্থক ও গুরুত্বপূর্ণ উপন্যাস, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি লন্ডনে Fiesta নামে প্রকাশিত হয়েছিল। এতে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে Lost Generation বা সমকালীন তরুণ প্রজন্মের জীবনে যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে। কাহিনী মূলত প্যারিস এবং স্পেনের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর সংক্ষিপ্ত, সরল ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকের American and British fiction-এ শক্তিশালী প্রভাব ফেলেছিল। The Sun Also Rises তাঁর প্রথম উপন্যাস, যা তাকে ইংরেজি সাহিত্যে একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি দেয়।
হেমিংওয়ের উল্লেখযোগ্য রচনা
-
The Sun Also Rises
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
অন্যদিকে, The Sun Rising হলো জন ডানের রচিত একটি বিখ্যাত কবিতা, যা হেমিংওয়ের উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।

0
Updated: 19 hours ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 2 weeks ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 2 weeks ago
The expression 'break a leg' means-
Created: 2 weeks ago
A
To trick someone
B
To avoid taking risks
C
To fail at something
D
To wish someone good luck
Idiom: “Break a Leg”
-
Meaning:
-
English: Used to wish someone good luck, especially a performer
-
Bangla: শুভকামনা জানানো
-
-
Example Sentence:
-
Break a leg! Show them why you're the best candidate.
-
Bangla: শুভকামনা রইলো! তাদের দেখিয়ে দাও তুমিই সেরা প্রার্থী।
-
-
Usage Context:
-
Commonly used in theatre, exams, or competitions to wish success without saying “good luck” directly
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 2 weeks ago
Choose the plural form of 'Memorandum'.
Created: 2 weeks ago
A
Memorandumes
B
Memoranda
C
Memorandumies
D
Memorandi
Memorandum (Singular)
-
English meaning: a memo; an official note from one person to another within the same organization.
-
Bangla meaning: স্মারক
-
Plural form: memorandums or memoranda
-
Examples:
-
Michael Davis has prepared a memorandum outlining our need for an additional warehouse.
-
An internal memorandum.
-
Leaks of confidential memoranda.
-
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago