What is an antonym of 'Mellifluous'?
A
Mellow
B
Discordant
C
Euphonious
D
Nefarious
উত্তরের বিবরণ
An antonym of 'Mellifluous' হলো: খ) Discordant
-
Mellifluous (adjective)
-
English Meaning: Having a pleasant and flowing sound; filled with something (such as honey) that sweetens.
-
Bangla Meaning: (ব্যক্তির স্বর, কথা, সংগীত ইত্যাদি) সুমধুর; সুললিত।
-
Given Options:
-
ক) Mellow (adjective, verb) – নরম ও সুমিষ্ট; রসালো; স্বাদে বা গন্ধে খাঁটি ও সমৃদ্ধ।
-
খ) Discordant (adjective) – শ্রুতিকটু; বেসুরো।
-
গ) Euphonious (adjective) – শ্রুতিমধুর; মধুর ধ্বনিপূর্ণ।
-
ঘ) Nefarious (adjective) – (আনুষ্ঠানিক) অনিষ্টকর; নিতান্ত দুরভিসন্ধিপূর্ণ; বদমায়েশ; পাপিষ্ঠ; অবৈধ।
0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 1 month ago
A
The project would have been completed if more resources had allocated.
B
The project would have been completed if more resources had been allocated.
C
The project would have been completed if more resources been allocated.
D
The project will be completed if more resources had been allocated.
Third Conditional ব্যবহার করে শর্তযুক্ত ঘটনা ও তার সম্ভাব্য ফলাফল প্রকাশ করা হয়। এটি সাধারণত অতীতের এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যা ঘটেনি কিন্তু ঘটতে পারত।
-
Correct sentence: The project would have been completed if more resources had been allocated.
-
বাংলা অর্থ: আরও সম্পদ বরাদ্দ করা হলে প্রকল্পটি সম্পন্ন হত।
-
-
Third conditional নিয়ম:
-
If clause-এ (শর্তযুক্ত অংশ) যদি had + V3 ব্যবহার করা হয়, তবে মূল clause-এ would/could/might + have + V3 ব্যবহৃত হয়।
-
-
Structure:
-
সাধারণ: If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + Verb-এর past participle
-
Passive: If + Past Perfect (had been + V3) + Subject + would/could/might + have been + Verb-এর past participle
-
-
এখানে project এবং resources উভয়ই অন্যদের দ্বারা সম্পন্ন হতে পারে, তাই passive structure প্রযোজ্য।
-
উদাহরণ:
-
The accident might have been avoided if the driver had been more careful.
-
The report would have been finished earlier if they had worked overnight.
-
0
Updated: 1 month ago
Which of the following sentence is correct?
Created: 1 month ago
A
Pavel was hanged for murder.
B
Pavel was hanging for murder.
C
Pavel has been hung for murder.
D
None
সঠিক বাক্য হলো Pavel was hanged for murder।
বাংলা অর্থ: পাভেলকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল।
বিশ্লেষণ:
-
প্রদত্ত বাক্যে ফাঁসির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
-
Hang এর ফাঁসি দেওয়া অর্থে past form এবং past participle হলো hanged।
-
অন্যদিকে, কোনো জিনিস ঝুলানোর বা বসানোর অর্থে Hang এর past form এবং past participle হলো hung।
-
তাই ফাঁসি দেওয়ার অর্থে সঠিক বাক্য হবে: Pavel was hanged for murder।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) ভুল: was hanging মানে হলো কোনো কিছু ঝুলে থাকা বা দাঁড় করিয়ে রাখা, যা অর্থ পরিবর্তন করে।
-
গ) ভুল: hung মানুষকে ফাঁসি দেওয়ার জন্য ব্যবহার করা যায় না।
Source:
0
Updated: 1 month ago
Which of these can be used in both singular and plural contexts?
Created: 1 month ago
A
Genus
B
Species
C
Alumni
D
Parentheses
সঠিক উত্তর হলো Species।
-
Species
-
Bangla Meaning: প্রজাতি
-
ব্যবহার: একবচন ও বহুবচন উভয় ক্ষেত্রেই একই রূপ ব্যবহার হয়
-
উদাহরণ: Over a hundred species of insect are found in this area.
-
-
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Parentheses – plural; singular: Parenthesis (বন্ধনী)
-
Alumni – plural; singular: Alumnus (প্রাক্তন ছাত্র/ছাত্রী)
-
Genus – singular; plural: Genera (প্রকার/জাত/শ্রেণি)
-
0
Updated: 4 weeks ago