A
P.B. Shelly
B
Alfred Tennyson
C
Thomas Gray
D
W.B. Yeats
উত্তরের বিবরণ
“Into the valley of Death / Rode the six hundred” লাইন দুটি আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা “The Charge of the Light Brigade” থেকে নেওয়া হয়েছে।
-
The Charge of the Light Brigade টেনিসনের রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
এর প্রেক্ষাপট ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের Battle of Balaklava, যেখানে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক একত্রে যুদ্ধ করেছিল।
-
এই যুদ্ধে ব্রিটিশ সেনাদের একটি অশ্বারোহী বাহিনী, Light Brigade, কে ভুলবশত রাশিয়ান আর্টিলারি ইউনিটের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দেওয়া হয়।
-
কবিতাটি সেই ৬০০ সৈনিকের বীরত্বগাথা বর্ণনা করে, যারা ঘোড়ায় চড়ে “death valley” পেরিয়ে শত্রুর দিকে অগ্রসর হয়েছিল।
-
সৈনিকরা জানত তাদের কমান্ডারের আদেশ ছিল ভয়ানক ভুল, তবুও কেউ দ্বিধা করেনি। কারণ তাদের মতে সৈনিকের কাজ হলো “to do and die”, উত্তর দেওয়া নয়, কারণ খোঁজা নয়।
-
তারা বহু দিক থেকে শত্রুর আক্রমণের শিকার হয় এবং শেষ পর্যন্ত নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বীরত্ব অম্লান থেকে যায়।
-
টেনিসনের কবিতায় বলা হয়েছে, এই মহৎ ৬০০ জন সৈনিক চিরকাল সম্মান ও শ্রদ্ধার যোগ্য, তাদের গৌরব অমর।
-
Alfred, Lord Tennyson ছিলেন একজন ইংরেজ কবি, যাকে প্রায়শই ভিক্টোরিয়ান যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়।
টেনিসনের উল্লেখযোগ্য কবিতা সমূহ
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
Vision of Sin
-
Morte d’Arthur
-
The Charge of the Light Brigade
-
Crossing the Bar
-
Enoch Arden
-
Idylls of the King
-
The Falcon
-
In Memoriam (Elegy)
-
Queen Mary (Comedy)
-
Harold

0
Updated: 19 hours ago
Who is described as having “fine eyes” in the novel “Pride and Prejudice”?
Created: 1 week ago
A
Jane Bennet
B
Elizabeth Bennet
C
Lydia Bennet
D
Mary Bennet
Elizabeth-এর সৌন্দর্য আলাদা করে তোলা হয় তার “fine eyes”-এর মাধ্যমে। Darcy প্রথমে Elizabeth-কে তেমন সুন্দর মনে না করলেও, পরে তার চোখের সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি তাকে আকর্ষণ করে। Austen এখানে দেখাতে চেয়েছেন বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চোখের বুদ্ধি, প্রাণশক্তি ও চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। Elizabeth-এর চোখ Darcy-র দৃষ্টি আকর্ষণের মাধ্যম হলেও, পাঠকের কাছে এটি তার স্বাধীনতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তির প্রতীক।

2
Updated: 1 week ago
Sidney
says poetry is an art of ________ that teaches and delights.
Created: 3 months ago
A
Assumption
B
Determination
C
Imagination
D
None of them
Coming...

0
Updated: 3 months ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 weeks ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 2 weeks ago