A
Scott Fitzgerald
B
Leo Tolstoy
C
Franz Kafka
D
Rudyard Kipling
উত্তরের বিবরণ
Amerika হলো ফ্রান্জ কাফকা রচিত একটি উপন্যাস। এটি ১৯১২ থেকে ১৯১৪ সালের মধ্যে লেখা হয়েছিল এবং লেখকের মৃত্যুর প্রায় তিন বছর পর প্রকাশিত হয়। উপন্যাসটি অসমাপ্ত অবস্থায় রয়ে যায়। এর পাণ্ডুলিপির মূল নাম ছিল Der Verschollene (The Lost One)।
-
Franz Kafka ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং এক্সিস্টেনশিয়ালিস্ট সাহিত্যের অন্যতম প্রধান প্রতিনিধি।
-
তাঁর সাহিত্যকর্মে প্রায়ই মানুষ ও সমাজের জটিল সম্পর্ক, নিঃসঙ্গতা, অনিশ্চয়তা ও অসহায়তার মতো বিষয়গুলো প্রতিফলিত হয়েছে।
ফ্রান্জ কাফকার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Metamorphosis
-
The Trial
-
The Castle
-
Amerika

0
Updated: 19 hours ago
Who says the famous line, "I am not what I am"?
Created: 5 days ago
A
Othello
B
Desdemona
C
Iago
D
Cassio
• এই বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ লাইনটি ইয়াগো রোডেরিগোর কাছে নাটকের প্রথম দৃশ্যে (Act 1, Scene 1) বলে।
পূর্ণ প্রসঙ্গ হলো:
"For when my outward action doth demonstrate
The native act and figure of my heart
In compliment extern, ’tis not long after
But I will wear my heart upon my sleeve
For daws to peck at: I am not what I am."
এই লাইনটি ইয়াগোর চরিত্রের নিখুঁত সংক্ষিপ্ত সারাংশ। তিনি স্পষ্টভাবে বলছেন যে তার বাহ্যিক চেহারা একটি সচেতন প্রতারণা। তিনি ওথেলোর কাছে বিশ্বস্ত ও সততার প্রতীক হিসেবে প্রকাশিত হন, কিন্তু অন্তরঙ্গভাবে ঘৃণা ও কূটচালনায় ভরা। এই উক্তি নাটকের শুরু থেকেই তাকে দুইমুখী ও দুষ্ট চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে।

0
Updated: 5 days ago
Questions 36 to 40: Choose the appropriate word to fill in the gap in the following sentences.
Known for his _____ wit, the writer could make even the harshest criticism sound charming.
Created: 2 days ago
A
affable
B
sardonic
C
caustic
D
insular
• Complete sentence:
Known for his sardonic wit, the writer could make even the harshest criticism sound charming.
-
Bangla meaning: তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক রসবোধের জন্য পরিচিত ওই লেখক এমনকি সবচেয়ে কঠোর সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তুলতে পারতেন।
• Given options:
-
ক) affable — শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক
-
খ) sardonic — বিদ্রূপাত্মক; অবজ্ঞাপূর্ণ; উপহাসপূর্ণ
-
গ) caustic — তীব্র; তিক্ত; বিদ্রূপাত্মক (lacks the implied charm)
-
ঘ) insular — দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ
-
ঙ) genial — সদয়; সহানুভূতিশীল; মিশুক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — খ) sardonic
-
কারণ বাক্যটি এমন একজন লেখকের বর্ণনা দেয় যার বুদ্ধি "কঠোরতম সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তোলে"। এর জন্য এমন একটি শব্দ প্রয়োজন যা তীক্ষ্ণ, বিদ্রূপাত্মক হাস্যরসকে চতুর বা বিদ্রূপাত্মক ধারার সাথে প্রকাশ করে।
-
'Sardonic wit' এমন ধরনের রসবোধ যা হাস্যরসের আড়ালে ব্যঙ্গ বা কটাক্ষ প্রকাশ করে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 days ago
Who wrote the novel The Sun Also Rises?
Created: 19 hours ago
A
Sydney Porter
B
Ernest Hemingway
C
E.M. Forster
D
Arundhuti Roy
The Sun Also Rises আর্নেস্ট হেমিংওয়ের প্রথম সার্থক ও গুরুত্বপূর্ণ উপন্যাস, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি লন্ডনে Fiesta নামে প্রকাশিত হয়েছিল। এতে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে Lost Generation বা সমকালীন তরুণ প্রজন্মের জীবনে যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে। কাহিনী মূলত প্যারিস এবং স্পেনের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর সংক্ষিপ্ত, সরল ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকের American and British fiction-এ শক্তিশালী প্রভাব ফেলেছিল। The Sun Also Rises তাঁর প্রথম উপন্যাস, যা তাকে ইংরেজি সাহিত্যে একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি দেয়।
হেমিংওয়ের উল্লেখযোগ্য রচনা
-
The Sun Also Rises
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
অন্যদিকে, The Sun Rising হলো জন ডানের রচিত একটি বিখ্যাত কবিতা, যা হেমিংওয়ের উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।

0
Updated: 19 hours ago