'Mending Wall' was written by
A
Lord Byron
B
T.S. Eliot
C
W. B. Yeats
D
Robert Frost
উত্তরের বিবরণ
Mending Wall কবিতাটি রচিত হয় Robert Frost দ্বারা এবং এটি Blank Verse-এ লেখা, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে রচিত। কবিতাটি তার কাব্যগ্রন্থ ‘North of Boston’-এর অন্তর্ভুক্ত। এতে দেখানো হয়েছে কিভাবে বক্তা এবং তার প্রতিবেশী তাদের সম্পত্তির মধ্যে থাকা পাথরের প্রাচীর পুনর্নির্মাণের জন্য একত্রিত হয়। Mending Wall কবিতাটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
Robert Frost ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
-
তিনি প্রায়শই Nature poet এবং Regional poet নামে পরিচিত।
-
Frost চারবার Pulitzer Prize লাভ করেন।
-
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
Robert Frost-এর উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out
-
Nothing Gold Can Stay
-
Home Burial
0
Updated: 1 month ago
They shouted so loudly, it made her ________ her glass.
Created: 1 month ago
A
drop
B
to drop
C
droping
D
droped
Causative verb হলো সেই verb যা subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। উপরের বাক্যে ‘They shouted so loudly, it made her drop her glass’, এখানে ‘made’ হলো causative verb, কারণ subject (they) নিজে কাজ না করে অন্যকে (her) কাজ করতে প্ররোচিত করেছে।
-
Causative verbs: Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত।
-
Make এর ব্যবহার:
-
Make-এর পরে যদি কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তবে verb-এর base form বসে।
-
উদাহরণ: They made her drop her glass.
-
এখানে her হলো ব্যক্তি, তাই drop verb-এর base form ব্যবহার হয়েছে।
-
-
0
Updated: 4 weeks ago
At large means -
Created: 1 month ago
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:
0
Updated: 1 month ago
The full name of W. B. Yeats is -
Created: 1 month ago
A
William Bill Yeats
B
William Butler Yeats
C
Winston Barrett Yeats
D
William Bernard Yeats
William Butler Yeats (1865–1939) একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়। তিনি তার সাহিত্যকর্মে symbolism ও mysticism ব্যবহার করেছেন এবং আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছেন। জন্মভূমির প্রতি তার ভালোবাসা তার কবিতায় স্পষ্টভাবে প্রতিফলিত। ১৯২৩ সালে তিনি প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া, তিনি Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
প্রধান নাটক (Plays):
-
At the Hawk’s Well
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
প্রবন্ধ ও Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
উৎস:
0
Updated: 1 month ago