'Mending Wall' was written by
A
Lord Byron
B
T.S. Eliot
C
W. B. Yeats
D
Robert Frost
উত্তরের বিবরণ
Mending Wall কবিতাটি রচিত হয় Robert Frost দ্বারা এবং এটি Blank Verse-এ লেখা, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে রচিত। কবিতাটি তার কাব্যগ্রন্থ ‘North of Boston’-এর অন্তর্ভুক্ত। এতে দেখানো হয়েছে কিভাবে বক্তা এবং তার প্রতিবেশী তাদের সম্পত্তির মধ্যে থাকা পাথরের প্রাচীর পুনর্নির্মাণের জন্য একত্রিত হয়। Mending Wall কবিতাটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
Robert Frost ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
-
তিনি প্রায়শই Nature poet এবং Regional poet নামে পরিচিত।
-
Frost চারবার Pulitzer Prize লাভ করেন।
-
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
Robert Frost-এর উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out
-
Nothing Gold Can Stay
-
Home Burial
0
Updated: 1 month ago
"The Night Piece, to Julia" was written by-
Created: 1 month ago
A
Richard Crashaw
B
Ben Jonson
C
Andrew Marvell
D
Robert Herrick
“The Night Piece, to Julia” – By Robert Herrick
১. কবিতার সংক্ষিপ্ত বিবরণ
-
লেখক: Robert Herrick
-
ধরণ: Romantic / Cavalier Poetry
-
বিষয়বস্তু:
-
কবি তাঁর প্রেমিকা Julia-র উদ্দেশ্যে রাতের বেলায় বিদায় বার্তা লিখেছেন।
-
কবিতায় রাতে রাস্তায় চলার সময়ের অভিজ্ঞতা, অন্ধকার, ছায়া ও অশরীরী উপস্থিতির ভয় বর্ণিত।
-
তবুও Julia-র উষ্ণ উপস্থিতি ও স্মৃতি তাকে সাহস দেয়।
-
২. Robert Herrick সম্পর্কে
-
জন্ম: 1591
-
মৃত্যু: 1674
-
পরিচিতি: 17th century English Cavalier Poet
-
কবিতায় সাধারণভাবে প্রকৃতি, ভালোবাসা, সৌন্দর্য, ধর্মীয় অনুভূতি ও ক্ষণস্থায়ী জীবনের রোমান্টিকতা ফুটে ওঠে।
৩. উল্লেখযোগ্য কবিতাসমূহ
-
To Daffodils
-
Delight in Disorder
-
The Night Piece, to Julia
-
The Litany to the Holy Spirit
0
Updated: 1 month ago
Who is the moral guide for Elizabeth in the novel?
Created: 1 month ago
A
Mr. Bennet
B
Mrs. Gardiner
C
Lady Catherine
D
Caroline Bingley
Mrs. Gardiner Elizabeth-এর খালা। তিনি Elizabeth-কে Wickham থেকে দূরে থাকতে বলেন এবং Darcy-র গুণ চিনতে শেখান। Austen দেখান—Gardiner পরিবার Bennet পরিবারের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও নৈতিক। Mrs. Gardiner Elizabeth-এর জীবনে এক ধরনের mentor figure, যিনি তাকে সঠিক পথে পরিচালনা করেন।
1
Updated: 1 month ago
Who is Mr. Bennet’s favorite daughter?
Created: 1 month ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
Mr. Bennet Elizabeth-কে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ তার বুদ্ধি, ব্যঙ্গবোধ ও সাহস তার সঙ্গে মেলে। Mrs. Bennet যেখানে Lydia-কে বেশি পছন্দ করে, Mr. Bennet সেখানে Elizabeth-কে নিজের সঙ্গী মনে করেন। তবে Austen দেখান—Mr. Bennet আসলে দায়িত্বহীন পিতা, কারণ সে মেয়েদের শৃঙ্খলা দিতে পারেনি। Elizabeth-এর প্রতি তার ভালোবাসা সত্যিকারের হলেও, বাস্তব দায়িত্ব পালনে তিনি ব্যর্থ।
0
Updated: 1 month ago