The central character of Wuthering Heights is -
A
Cathy Linton
B
Edgar Linton
C
Lockwood
D
Heathcliff
উত্তরের বিবরণ
Wuthering Heights হলো এমিলি ব্রন্টের রচিত একটি উপন্যাস, যা ১৮৪৭ সালে Ellis Bell ছদ্মনামে প্রকাশিত হয়। এটি অন্যান্য সমকালীন উপন্যাস থেকে আলাদা, এর নাটকীয় ও কবিতাসুলভ উপস্থাপনা, লেখকের হস্তক্ষেপের অনুপস্থিতি এবং অসাধারণ কাঠামোর কারণে বিশেষভাবে স্বীকৃত। Wuthering Heights গথিক নভেলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো Heathcliff, একজন এতিম বালক। সে অন্যদের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে গভীর মানসিক মিলন ঘটে, দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff অনিশ্চিত হয়ে যায়। ফিরে আসার পর সে অঢেল অর্থের মালিক হয়ে ওঠে। কাহিনীর এ পর্যায়ে সে প্রাক্তন প্রেমিকা Catherine-এর পরিবারের সাথে সম্পর্কিত হয়ে সম্পত্তির লোভে বিয়ে করার চেষ্টা করে। পরবর্তীতে বিয়েটি ভেঙে যায়, Catherine মারা যায় এবং তার ভাই Hindleyও মৃত্যুবরণ করে। তবে তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff-এর সন্তানও তাদের সঙ্গে যোগ দেয়। এইভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মধ্যে এগিয়ে চলে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র)
-
Lockwood
Emily Bronte হলেন Charlotte Bronte-এর ছোট বোন। মূলত Wuthering Heights উপন্যাসের জন্য তিনি পরিচিত। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
0
Updated: 1 month ago
What is Sidney’s final message about poetry?
Created: 5 months ago
A
It should be respected
B
It should be banned
C
It is only for entertainment
D
It is better than science
Sidney তাঁর রচনার শেষদিকে বলেন, কবিতা কোনো হেয় বা অবমূল্যায়ন করার বিষয় নয়। বরং, কবিতা মানব চরিত্র গঠনে সাহায্য করে, মানুষকে ভালো ও জ্ঞানী করে তোলে। তাই, তাঁর মূল বার্তা হলো—কবিতাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষাদান ও নৈতিক উন্নতির জন্য একটি শক্তিশালী মাধ্যম।
0
Updated: 5 months ago
"O, it is excellent
To have a giant's strenght, but it is tyrannous to use it like a giant."
This witty extract is from-
Created: 1 month ago
A
All's Well That Ends Well
B
Antony and Cleopatra
C
Measure for Measure
D
King Lear
Measure for Measure হলো William Shakespeare-এর লেখা একটি নাটক, যা সামাজিক ন্যায়, নৈতিকতা এবং ক্ষমার বিষয়কে কেন্দ্র করে রচিত।
-
Famous Extract:
-
"O, it is excellent
To have a giant's strength, but it is tyrannous to use it like a giant."
-
-
Play Details:
-
ধরণ: ৫ act বিশিষ্ট Dark Comedy / Problem Play
-
লেখা হয়েছে: ১৬০৩–০৪ সালের দিকে
-
প্রকাশিত: ১৬২৩ সালে First Folio
-
Tragi-comedy হিসেবে পরিচিত, কারণ এতে ট্র্যাজেডি ও কমেডির সংমিশ্রণ এবং অস্পষ্ট সমাধান রয়েছে
-
-
Summary:
-
ভিয়েনার ডিউক তার ক্ষমতা ছেড়ে Lord Angelo নামে একজন কঠোর শাসককে রেখে যান।
-
Lord Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং Claudio নামক যুবককে অবৈধ সম্পর্কের জন্য মৃত্যুদণ্ড দেয়।
-
Claudio-এর বোন Isabella, Angelo-এর কাছে অনুরোধ জানায়।
-
কিন্তু Angelo তাকে বলেছে, তার ভাই বাঁচাতে তাকে নিজের দেহ দিতে হবে।
-
ডিউক গোপনে ফিরে এসে Angelo-এর অসৎ আচরণ প্রকাশ করেন এবং Claudio-এর শাস্তি মওকুফ করেন।
-
নাটকটি ন্যায়, সততা এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে মন্তব্য করে।
-
-
Main Characters:
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
-
-
William Shakespeare (1564–1616):
-
ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা
-
'English National Poet' ও Bard of Avon / Swan of Avon নামে পরিচিত
-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
-
প্রধানত Drama এবং Sonnet-এর জন্য খ্যাত
-
মোট ১৫৪টি Sonnet এবং ৩৭টি Play লিখেছেন, পাশাপাশি Long narrative poemও রচনা করেছেন
-
-
Famous Quotations:
-
"All the world's a stage and all the men and women are merely players."
-
"Sweet are the uses of adversity."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Fair is foul, and foul is fair."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Life is a tale told by an idiot."
-
"To be or not to be, that is the question."
-
"Frailty, thy name is woman."
-
"Brevity is the soul of wit."
-
"Listen to many, speak to a few."
-
"Though this be madness, yet there is method in't."
-
"Conscience does make cowards of us all."
-
"One may smile, and smile, and be a villain."
-
"There's a divinity that shapes our ends, Rough-hew them how we will."
-
"There is nothing either good or bad, but thinking makes it so."
-
"There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy."
-
0
Updated: 1 month ago
Fill in the gap with the appropriate preposition:
My father prevailed _____ some friends to let us stay with them.
Created: 1 month ago
A
to
B
over
C
on
D
with
Complete Sentence: My father prevailed on some friends to let us stay with them.
-
বাংলা অর্থ: আমার বাবা কিছু বন্ধুকে রাজি করেছিলেন যাতে তারা আমাদেরকে তাদের সাথে থাকতে দেয়।
-
Prevail on/upon someone to do something:
-
English: to persuade someone to do something
-
Bangla: বুঝিয়ে সুজিয়ে রাজি করানো; উদ্বুদ্ধ করা
-
-
Prevail (over/against):
-
অর্থ: জয়লাভ করা; সাফল্যের সঙ্গে লড়াই করা
-
উদাহরণ: Truth will always prevail over lies.
-
বাংলা অর্থ: সত্য সর্বদা মিথ্যার ওপর জয়লাভ করবে।
-
0
Updated: 1 month ago