The play Murder in the Cathedral is based on the death of —
A
Thomas Becket
B
Thomas More
C
Richard II
D
Edward the Confessor
উত্তরের বিবরণ
Murder in the Cathedral হলো টমাস স্টার্নস এলিয়টের রচিত একটি কাব্যনাট্য, যা দুটি অংশে বিভক্ত এবং এর মাঝে একটি গদ্যধর্মী sermon interlude রয়েছে। এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral-এ মঞ্চস্থ হয় এবং একই বছরে প্রকাশিত হয়। এখানে রাজা হেনরির আদেশে St. Thomas Becket-এর ক্যান্টারবেরি ক্যাথেড্রালে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এজন্য একে অনেক সময় Miracle Play বা Saint’s Play-ও বলা হয়। এটি মূলত রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে রচিত এক গভীর দার্শনিক নাটক। এর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাচীন গ্রিক নাটকের আদলে Chorus-এর ব্যবহার।
T. S. Eliot-এর পুরো নাম Thomas Stearns Eliot। তিনি একজন খ্যাতিমান আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক। আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা ও চিন্তাধারা বিশেষ প্রভাব ফেলেছিল। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেন।
এলিয়টের বিখ্যাত নাটক
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Family Reunion
-
The Elder Statesman
-
The Trail of a Judge
এলিয়টের বিখ্যাত কবিতা ও রচনা
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets
-
The Sacred Wood (Collection of Essays)
0
Updated: 1 month ago
Who is the author of the satirical poem "The Dunciad"?
Created: 1 month ago
A
Jonathan Swift
B
John Milton
C
Alexander Pope
D
Samuel Johnson
"The Dunciad" একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতা, যা রচনা করেছিলেন Alexander Pope। এই রচনার মাধ্যমে তিনি তাঁর সমালোচকদের উপর তীক্ষ্ণ ব্যঙ্গ করেছেন এবং ইংরেজি সাহিত্যে ব্যঙ্গকবিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
-
The Dunciad প্রথম প্রকাশিত হয় ১৭২৮ সালে তিন খণ্ডে, বেনামে।
-
পরবর্তীতে ১৭৪৩ সালে এটি চার খণ্ডে চূড়ান্ত রূপে প্রকাশিত হয়।
-
কবিতাটি মূলত iambic pentameter ছন্দে রচিত।
-
Dunc শব্দের অর্থ নির্বোধ, আর Dunciad শব্দের অর্থ নির্বোধদের মহাকাব্য।
-
কবি এখানে তাঁর সমালোচকদের অত্যন্ত তীক্ষ্ণ ও তির্যক ভাষায় আক্রমণ করেছেন।
Alexander Pope
-
তিনি ছিলেন The Augustan Age–এর সবচেয়ে খ্যাতনামা কবি।
-
এই যুগকে অনেক সময় The Age of Pope বলা হয়, কারণ তাঁর সাহিত্যিক প্রভাব এই সময়কে প্রাধান্য দিয়েছিল।
-
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
His Famous Works
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Duncan
-
Memoirs of Martinus Scriblerus
0
Updated: 1 month ago
The idiom "Cold blood" means:
Created: 1 month ago
A
Happy and joyful
B
Deliberately cruel
C
Nervous and anxious
D
Emotionally warm and kind
In cold blood একটি idiom, যা বোঝায় কোনো কাজ সম্পূর্ণভাবে আবেগহীনভাবে বা নৃশংসভাবে করা, সাধারণত পরিকল্পিত বা পূর্বনির্ধারিত নির্মমতা বা হিংসার ক্ষেত্রে।
-
Cold-blood (idiom)
English Meaning: Without emotion or pity / deliberately cruel or callous
Bangla Meaning: নৃশংসভাবে; খুব ঠান্ডা মাথায় কিছু করা -
Correct Answer: Deliberately cruel
-
Other Options:
ক) Happy and joyful → বিপরীত অর্থ প্রকাশ করে (উষ্ণতা বোঝায়, নির্মমতা নয়)
গ) Nervous and anxious → সম্পর্কহীন (যেমন: jittery বা on edge)
ঘ) Emotionally warm and kind → সরাসরি বিপরীত (cold blood মানে আবেগহীন) -
Example Sentences:
-
The murderer killed the victim in cold blood.
-
Not many people can commit such heinous crimes in cold blood.
-
-
Source:
0
Updated: 1 month ago
'For God's sake hold your tongue and let me love' - This is taken from -
Created: 2 months ago
A
Romeo and Juliet
B
The Canonization
C
To His Coy Mistress
D
The Love Song of J. Alfred Prufrock
The Canonization (কবিতা)
-
লেখক: John Donne
-
লিখিতকাল: ১৫৯০
-
প্রকাশকাল: ১৬৩৩, Songs and Sonnets প্রথম edition-এ
-
বিষয়বস্তু:
-
কবিতার বক্তা তার প্রেমকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উপস্থাপন করতে ধর্মীয় শব্দ ব্যবহার করেন।
-
প্রেমকে একটি elevated bond হিসেবে দেখানো হয়েছে, যা প্রায় Saintliness-এর সমতুল্য।
-
বিখ্যাত উক্তি
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.”
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
বিশেষত্ব: Metaphysical poetry-এর জনক
-
উপাধি: Father of Metaphysical Poetry
-
পরিচিতি: Poet of Love and Religious
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর Donne-এর কবিতায় অত্যন্ত প্রভাবিত ছিলেন।
✦ বিখ্যাত কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
✦ অন্যান্য উল্লেখযোগ্য কবিতা (উল্লেখের জন্য)
-
Romeo and Juliet — William Shakespeare
-
To His Coy Mistress — Andrew Marvell
-
The Love Song of J. Alfred Prufrock — T. S. Eliot
0
Updated: 2 months ago