Who wrote the novel The Sun Also Rises?
A
Sydney Porter
B
Ernest Hemingway
C
E.M. Forster
D
Arundhuti Roy
উত্তরের বিবরণ
The Sun Also Rises আর্নেস্ট হেমিংওয়ের প্রথম সার্থক ও গুরুত্বপূর্ণ উপন্যাস, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি লন্ডনে Fiesta নামে প্রকাশিত হয়েছিল। এতে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে Lost Generation বা সমকালীন তরুণ প্রজন্মের জীবনে যুদ্ধের প্রভাব তুলে ধরা হয়েছে। কাহিনী মূলত প্যারিস এবং স্পেনের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর সংক্ষিপ্ত, সরল ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০ শতকের American and British fiction-এ শক্তিশালী প্রভাব ফেলেছিল। The Sun Also Rises তাঁর প্রথম উপন্যাস, যা তাকে ইংরেজি সাহিত্যে একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি দেয়।
হেমিংওয়ের উল্লেখযোগ্য রচনা
-
The Sun Also Rises
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
অন্যদিকে, The Sun Rising হলো জন ডানের রচিত একটি বিখ্যাত কবিতা, যা হেমিংওয়ের উপন্যাসের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।
0
Updated: 1 month ago
What is the Bangla meaning of "Every cloud has a silver lining"?
Created: 1 month ago
A
চাচা আপন প্রাণ বাঁচা।
B
অসারের তর্জন গর্জনই সার।
C
বিশ্বাস পাহাড়কেও টলায়।
D
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
Every cloud has a silver lining একটি প্রবাদ যা বোঝায় যে কঠিন বা খারাপ পরিস্থিতিতেও সাধারণত কোনো না কোনো ইতিবাচক দিক বা আশা থাকে। এটি ধৈর্য ও আশার গুরুত্বকে নির্দেশ করে।
-
Every cloud has a silver lining
English Meaning: Even in difficult or bad situations, there is often some positive aspect or hope
Bangla Meaning: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে -
Correct Answer: ঘ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে
-
Other Options:
ক) Every man is for himself / Physicians heal thyself → চাচা আপন প্রাণ বাঁচা
খ) Empty vessels sound much → অসারের তর্জন গর্জনই সার
গ) Faith will move mountains → বিশ্বাস পাহাড়কেও টলায় -
Source:
0
Updated: 1 month ago
Who among the following did not receive the Nobel Prize in Literature?
Created: 2 months ago
A
Ernest Hemingway
B
Leo Tolstoy
C
William Faulkner
D
T.S. Eliot
সঠিক উত্তর: খ) Leo Tolstoy
বিস্তারিত ব্যাখ্যা:
Leo Tolstoy:
-
পুরো নাম: Lev Nikolayevich Tolstoy
-
জাতীয়তা: Russian
-
জন্ম: ৯ সেপ্টেম্বর ১৮২৮
-
মৃত্যু: ২০ নভেম্বর ১৯১০
-
সাহিত্যিক পরিচিতি: রাশিয়ার অন্যতম মহান novelist, বিশ্বসাহিত্যে গভীর প্রভাব ফেলা।
-
প্রধান কাজসমূহ:
-
War and Peace (১৮৬৫–৬৯)
-
Anna Karenina (১৮৭৫–৭৭)
-
The Death of Ivan Ilyich (১৮৮৬)
-
-
বিশিষ্টতা: Realistic fiction-এর মাস্টার এবং সর্বকালের সেরা novelist-এর একজন।
অপশন বিশ্লেষণ:
-
Ernest Hemingway — Nobel Prize in Literature, 1954
-
William Faulkner — Nobel Prize in Literature, 1949
-
T.S. Eliot — Nobel Prize in Literature, 1948
উপসংহার: Tolstoy-এর War and Peace ও Anna Karenina উপন্যাসগুলো তাকে সারাবিশ্বে শ্রেষ্ঠ novelist হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
0
Updated: 2 months ago
The Solitary Reaper is a/an -
Created: 2 months ago
A
poem
B
novel
C
play
D
short story
• The Solitary Reaper
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- যা ১৮০৭ সালে "Poems, in Two Volumes" সংকলনে প্রকাশিত হয়।
- এটি স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণীকে কেন্দ্র করে লেখা, যে একা একটি মাঠে কাজ করছে এবং Gaelic ভাষায় করুণ সুরে গান গাইছে।
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
- 'The Solitary Reaper' বাংলা অর্থ একাকী আহরণকারী (যে ফসল কাটে)।
- এই কবিতাটি চারটি স্তবকে বিভক্ত, যা মূলত iambic tetrametre ছন্দে লেখা এবং সাধারণত ABABCCDD ছন্দমালার অনুসরণ করে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.
0
Updated: 2 months ago