"Into the valley of Death
Rode the six hundred" -
- Who quoted it?
A
P.B. Shelly
B
Alfred Tennyson
C
Thomas Gray
D
W.B. Yeats
উত্তরের বিবরণ
“Into the valley of Death / Rode the six hundred” লাইন দুটি আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা “The Charge of the Light Brigade” থেকে নেওয়া হয়েছে।
- 
The Charge of the Light Brigade টেনিসনের রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে প্রকাশিত হয়। 
- 
এর প্রেক্ষাপট ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের Battle of Balaklava, যেখানে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক একত্রে যুদ্ধ করেছিল। 
- 
এই যুদ্ধে ব্রিটিশ সেনাদের একটি অশ্বারোহী বাহিনী, Light Brigade, কে ভুলবশত রাশিয়ান আর্টিলারি ইউনিটের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দেওয়া হয়। 
- 
কবিতাটি সেই ৬০০ সৈনিকের বীরত্বগাথা বর্ণনা করে, যারা ঘোড়ায় চড়ে “death valley” পেরিয়ে শত্রুর দিকে অগ্রসর হয়েছিল। 
- 
সৈনিকরা জানত তাদের কমান্ডারের আদেশ ছিল ভয়ানক ভুল, তবুও কেউ দ্বিধা করেনি। কারণ তাদের মতে সৈনিকের কাজ হলো “to do and die”, উত্তর দেওয়া নয়, কারণ খোঁজা নয়। 
- 
তারা বহু দিক থেকে শত্রুর আক্রমণের শিকার হয় এবং শেষ পর্যন্ত নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বীরত্ব অম্লান থেকে যায়। 
- 
টেনিসনের কবিতায় বলা হয়েছে, এই মহৎ ৬০০ জন সৈনিক চিরকাল সম্মান ও শ্রদ্ধার যোগ্য, তাদের গৌরব অমর। 
- 
Alfred, Lord Tennyson ছিলেন একজন ইংরেজ কবি, যাকে প্রায়শই ভিক্টোরিয়ান যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। 
টেনিসনের উল্লেখযোগ্য কবিতা সমূহ
- 
Oenone 
- 
Ulysses 
- 
The Lotus Eaters 
- 
Locksley Hall 
- 
Tears, Idle Tears 
- 
Tithonus 
- 
The Two Voices 
- 
The Lady of Shalott 
- 
Vision of Sin 
- 
Morte d’Arthur 
- 
The Charge of the Light Brigade 
- 
Crossing the Bar 
- 
Enoch Arden 
- 
Idylls of the King 
- 
The Falcon 
- 
In Memoriam (Elegy) 
- 
Queen Mary (Comedy) 
- 
Harold 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Who exposes Wickham’s true nature to Elizabeth?
Created: 1 month ago
A
Mr. Bennet
B
Darcy through a letter
C
Lady Catherine
D
Colonel Fitzwilliam
Wickham Elizabeth-কে Darcy সম্পর্কে মিথ্যা তথ্য দেয়। Elizabeth সেটি বিশ্বাস করে। কিন্তু Darcy তার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি দেয়। তাতে প্রকাশ পায় Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রতারণা করতে চেয়েছিল। এই চিঠিই Elizabeth-এর prejudice ভাঙে। Austen দেখাতে চান—সত্য প্রকাশের মাধ্যমে ভুল ধারণা ভাঙা সম্ভব।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
One must take care of _____ health.
Created: 2 months ago
A
his
B
one's
C
their
D
their's
Complete Sentence:
👉 One must take care of one's health.
ব্যাখ্যা:
- 
প্রশ্নটি মূলত possessive pronoun-এর ব্যবহারের উপর ভিত্তি করে। 
- 
এখানে one একটি pronoun। এর possessive form হলো one's। 
- 
যখন one subject হিসেবে ব্যবহৃত হয়, তখন possessive adjective হিসেবেও সবসময় one's বসে। 
- 
তাই এখানে one's সঠিক উত্তর। অন্য কোনো possessive form যেমন his, her, their, it ব্যবহার করা যাবে না। 
অন্য উদাহরণ:
- 
He → possessive form his 
- 
She → possessive form her 
- 
Each / each of / anybody / everyone / no one / one of → possessive adjective হিসেবে his/her ব্যবহৃত হয়। 
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 2 months ago
Who is the author of the poem containing the line “He prayeth best, who loveth best / All things both great and small”?
Created: 2 months ago
A
Samuel Taylor Coleridge
B
Lord Byron
C
John Keats
D
William Wordsworth
"He prayeth best, who loveth best / All things both great and small" এই লাইনটি Samuel Taylor Coleridge-এর কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বিবরণ:
- 
লেখক: Samuel Taylor Coleridge 
- 
প্রকাশিত: ১৭৯৮ সালে, Lyrical Ballads-এ অন্তর্ভুক্ত 
- 
ধরণ: Romantic-era কবিতা 
- 
মূল ভাব: প্রকৃতি ও জীবজন্তুর প্রতি ভালোবাসা, সত্যিকারের প্রার্থনার ধারণা 
কবিতার মূল চরিত্র:
- 
The Mariner 
- 
Wedding Guest 
- 
Albatross 
- 
Nightmare 
- 
Life in Death 
সার-সংক্ষেপ:
- 
নাবিক একটি Albatross হত্যা করে, যা জাহাজে অভিশাপ নিয়ে আসে। 
- 
তার সঙ্গে থাকা সবাই মারা যায়; একা বেঁচে থাকার পর নাবিক প্রকৃতির প্রতি শ্রদ্ধা শিখে। 
- 
শেষপর্যন্ত সে সারা পৃথিবী ঘুরে এই গল্প শোনাতে বাধ্য হয়। 
Famous quotations:
- 
"Alone, alone, all, all alone, Alone on a wide sea." 
- 
"Water, water everywhere, Not any drop to drink." 
- 
"He prayeth best, who loveth best / All things both great and small." 
Samuel Taylor Coleridge:
- 
English lyrical poet, critic, এবং philosopher 
- 
Romantic যুগের শুরুতে William Wordsworth-এর সাথে Lyrical Ballads রচনা 
- 
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: - 
Biographia Literaria 
- 
Christabel 
- 
Dejection: An Ode 
- 
Frost at Midnight 
- 
Kubla Khan 
 
- 
উত্তর: Samuel Taylor Coleridge
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago