A
৮ টি
B
২৪ টি
C
১২ টি
D
১৬ টি
উত্তরের বিবরণ
আমরা জানি,
-
ঘনকের তলের সংখ্যা = ৬
-
প্রতিটি তলের সমকোণ সংখ্যা = ৪
তাহলে, ঘনকের মোট সমকোণ সংখ্যা = ৬ × ৪ = ২৪
উত্তর: ২৪ টি সমকোণ

0
Updated: 19 hours ago
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়?
Created: 1 week ago
A
সম্পূরক কোণ
B
বিপ্রতীপ কোণ
C
স্থূল কোণ
D
প্রবৃদ্ধ কোণ
প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়?
সমাধান:
৯০° কোণ = সমকোণ
১৮০° কোণ = সরলকোণ
< ৯০° = সূক্ষ্ম কোণ
> ৯০° = স্থূল কোণ
১৮০° ও ৩৬০° এর মধ্যবর্তী কোণ = প্রবৃদ্ধ কোণ

0
Updated: 1 week ago
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ?
Created: 2 weeks ago
A
৫০°
B
৬০°
C
৭৫°
D
৯০°
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৩ : ১৩ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রী?
সমাধান:
দেওয়া আছে,
সম্পূরক কোণ দুটির অনুপাত = ২৩ : ১৩
∴ অনুপাত দুটির যোগফল = ২৩ + ১৩ = ৩৬
আমরা জানি,
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°।
∴ ক্ষুদ্রতম কোণের পরিমাপ = {১৮০ × (১৩/৩৬)}° = ৬৫°
আবার,
বৃহত্তম কোণের পরিমাপ = {১৮০ × (২৩/৩৬)}° = ১১৫°
∴ কোণ দুটির পার্থক্য = (১১৫ - ৬৫)°
= ৫০°।

0
Updated: 2 weeks ago
অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত?
Created: 2 weeks ago
A
৪৫°
B
৩০°
C
৬০°
D
৯০°
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত?
সমাধান:
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী।
ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয়ের একটি x হলে অপরটি হবে ২x
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
∴ x + ২x + ৯০° = ১৮০°
বা, ৩x = ১৮০° - ৯০°
বা, ৩x = ৯০°
বা, x = ৯০°/৩
∴ x = ৩০°
∴ ক্ষুদ্রতম কোণ = ৩০°।

0
Updated: 2 weeks ago