"It is impossible to love and be wise" — Who said it?
A
Jane Austen
B
Charlotte Bronte
C
Francis Bacon
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
“It is impossible to love and be wise” উক্তিটি বলেছেন ফ্রান্সিস বেকন, যা তাঁর প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া হয়েছে।
- 
তাঁর পুরো নাম ছিল Francis Bacon, Viscount Saint Alban। তাঁকে অনেক সময় Sir Francis Bacon নামেও ডাকা হয়। 
- 
তিনি মূলত একজন essayist হিসেবে সর্বাধিক পরিচিত। 
- 
পাশাপাশি তিনি ছিলেন একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue। 
- 
সাহিত্যিক হিসেবে তিনি স্মরণীয় মূলত তাঁর রচিত কয়েক ডজন প্রবন্ধের তীক্ষ্ণ পার্থিব প্রজ্ঞার জন্য। 
ফ্রান্সিস বেকনের কিছু বিখ্যাত উক্তি
- 
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.” 
- 
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.” 
- 
“It is impossible to love and to be wise.” 
- 
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.” 
- 
“Wonder is the seed of knowledge.” 
- 
“A false friend is more dangerous than an open enemy.” 
- 
“Beauty itself is but the sensible image of the Infinite.” 
- 
“Silence is the sleep that nourishes wisdom.” 
ফ্রান্সিস বেকনের উল্লেখযোগ্য রচনা
- 
Advancement of Learning 
- 
Commentarius Solutus 
- 
De Sapientia Veterum 
- 
Instauratio Magna 
- 
Novum Organum 
- 
The New Atlantis 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Jonathan Swift is best known as a -
Created: 1 month ago
A
Mock heroic poet
B
Satirist Poet
C
University wit
D
Political pamphleteer
Jonathan Swift মূলত একজন বিখ্যাত Satirist Poet হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও clergyman, যিনি ইংরেজি সাহিত্যে ব্যঙ্গরচনার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর রচনাগুলো সমাজ, ধর্ম ও রাজনীতির অসঙ্গতি ও ভণ্ডামিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছে।
- 
Jonathan Swift একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন। 
- 
তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত satirist। 
- 
তাঁর ছদ্মনাম ছিল Isaac Bickerstaff। 
তাঁর বিখ্যাত রচনা:
- 
Gulliver's Travels (Novel) 
- 
The Battle of the Books 
- 
A Tale of a Tub (Prose satire) 
- 
A Modest Proposal (Satiric essay) 
- 
Argument Against Abolishing Christianity (Essay) 
- 
A Journey to Stella (Collection of letters to Stella) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
"The Sun Rising" is a -
Created: 1 month ago
A
Play
B
Short story
C
Poem
D
Novel
“The Sun Rising” কবিতার রচয়িতা হলেন John Donne, এবং এটি একটি Poem। কবিতাটি Songs and Sonnets সংগ্রহের অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে প্রকাশিত হয়, যা কবির মৃত্যুর পর প্রকাশিত হয়।
The Sun Rising:
- 
কবিতার শুরুতেই কবি সূর্যকে আখ্যায়িত করেছেন “Busy old fool, unruly sun” বলে। 
- 
তিনি প্রশ্ন করেন কেন সূর্য জানালা ও পর্দার মাধ্যমে তীব্র আলো দিয়ে তাদের বিছানায় বাধা দেয়। 
- 
কবি সূর্যকে উদ্দেশ্য করে বলেন যেন সূর্য তার রশ্মি দিয়ে ঘর আলোকিত ও বিছানা উষ্ণ রাখেন, যাতে তিনি ও তার প্রেমিকা সারাদিন একসাথে থাকতে পারেন। 
- 
কবিতার মূল ভাব হলো প্রেমিক যুগল ও তাদের অন্তরঙ্গতা সূর্যের নিয়মের বাইরে অবস্থান করতে পারে। 
John Donne (1572–1631):
- 
English Poet এবং Metaphysical School-এর প্রধান কবি 
- 
ইংরেজ ভাষার সবচেয়ে বড় Love Poet হিসাবে বিবেচিত 
- 
ধর্মীয় কবিতা ও মেটাফিজিকাল কবিতার জন্যও খ্যাত 
উল্লেখযোগ্য রচনা:
- 
A Valediction: Forbidding Mourning 
- 
Anniversaries 
- 
Batter My Heart 
- 
Death, Be Not Proud 
- 
Devotions upon Emergent Occasions 
- 
Holy Sonnets 
- 
Paradoxes and Problems 
- 
Pseudo-Martyr 
- 
Songs and Sonnets 
- 
The Canonization 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which character says: “Happiness in marriage is entirely a matter of chance”?
Created: 1 month ago
A
Elizabeth Bennet
B
Charlotte Lucas
C
Lydia Bennet
D
Caroline Bingley
Charlotte Lucas এই উক্তি করে যখন Elizabeth রোমান্টিক ভালোবাসার কথা বলে। Charlotte মনে করে বিয়েতে ভালোবাসা নয়, বরং সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুবিধা বেশি জরুরি। এজন্য সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। Austen দেখাতে চান—তৎকালীন সমাজে অনেক নারী নিরুপায় হয়ে ভালোবাসাহীন বিয়ে করত। Charlotte Elizabeth-এর বিপরীতে দাঁড়িয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago