Who authored 'Amerika'?
A
Scott Fitzgerald
B
Leo Tolstoy
C
Franz Kafka
D
Rudyard Kipling
উত্তরের বিবরণ
Amerika হলো ফ্রান্জ কাফকা রচিত একটি উপন্যাস। এটি ১৯১২ থেকে ১৯১৪ সালের মধ্যে লেখা হয়েছিল এবং লেখকের মৃত্যুর প্রায় তিন বছর পর প্রকাশিত হয়। উপন্যাসটি অসমাপ্ত অবস্থায় রয়ে যায়। এর পাণ্ডুলিপির মূল নাম ছিল Der Verschollene (The Lost One)।
-
Franz Kafka ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং এক্সিস্টেনশিয়ালিস্ট সাহিত্যের অন্যতম প্রধান প্রতিনিধি।
-
তাঁর সাহিত্যকর্মে প্রায়ই মানুষ ও সমাজের জটিল সম্পর্ক, নিঃসঙ্গতা, অনিশ্চয়তা ও অসহায়তার মতো বিষয়গুলো প্রতিফলিত হয়েছে।
ফ্রান্জ কাফকার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Metamorphosis
-
The Trial
-
The Castle
-
Amerika
0
Updated: 1 month ago
Paronomasia in literature is -
Created: 1 month ago
A
A figure of speech using exaggerated statements for emphasis
B
A story within a story
C
A figure of speech that gives human qualities to objects
D
A play upon words which are similar in sound but different in meaning
সঠিক উত্তর: A play upon words which are similar in sound but different in meaning
Pun or Paronomasia
-
অর্থ: একটি শব্দের মজার ব্যবহার, যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের লেখায় এমনকি লেখার শিরোনামেও Pun-এর ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Hemingway-এর উপন্যাস ‘Farewell to Arms’-এর শিরোনামেও একটি Pun রয়েছে।
-
এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্র এবং প্রেমিকার হাত—উভয়ই বোঝানো হয়েছে।
-
উল্লেখ্য: অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
0
Updated: 1 month ago
“O Captain! My Captain!” - was written to mourn the death of
Created: 1 month ago
A
P.B. Shelley
B
Martin Luther King Jr.
C
George Washington
D
Abraham Lincoln
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
“O Captain! My Captain!”
-
রচনা: Walt Whitman।
-
উদ্দেশ্য: আমেরিকান প্রেসিডেন্ট Abraham Lincoln-এর মৃত্যুতে লেখা elegy।
-
কাঠামো: তিন স্তবকের কবিতা।
-
প্রকাশ: ১৮৬৫ সালে।
Walt Whitman (1819–1892)
-
American poet, journalist, essayist।
-
বিখ্যাত রচনা: Leaves of Grass (1855, landmark in American literature)।
Famous Works
-
Leaves of Grass
-
O Captain! My Captain!
-
Drum-Taps
-
Songs of Myself
-
A Passage To India
0
Updated: 1 month ago
Which of the following is written during the Restoration period?
Created: 1 month ago
A
The Professor
B
Prometheus Unbound
C
All for love
D
Mrs. Warren's Profession
**Correct Answer:** **গ) All for Love**
**All for Love:**
* এটি একটি **Heroic Tragedy**।
* লেখা হয়েছে **John Dryden** দ্বারা এবং **Restoration period** এর বিখ্যাত ট্র্যাজেডি।
* প্রকাশিত হয়েছে **১৬৭৭ সালে**।
* মূলত এটি **William Shakespeare-এর "Antony and Cleopatra"** নাটকের রূপান্তর, তবে Dryden এটিকে নিজের **neo-classical** শৈলীতে লিখেছেন।
* লেখা হয়েছে **flowing but controlled blank verse** এ।
**John Dryden:**
* একজন **English poet, dramatist, এবং literary critic**।
* তাকে বলা হয় **Father of Modern English Criticism**।
* ১৬৬৮ থেকে ১৬৮৯ পর্যন্ত তিনি **Poet Laureate** ছিলেন।
**Notable Works:**
* All for Love (tragedy)
* The Indian Emperour (play)
* The Indian Queen (play)
* The Medall (satire)
* Absalom and Achitophel (poetry)
* Essay of Dramatic Poesy
* Mac Flecknoe (poem)
**Note:**
* 'Love for Love' লেখা হয়েছে **William Congreve** দ্বারা।
* 'All for Love' লেখা হয়েছে **John Dryden** দ্বারা।
**Other Options:**
* ক) The Professor – Charlotte Bronte, Victorian period
* খ) Prometheus Unbound – Percy Bysshe Shelley, Romantic period
* ঘ) Mrs. Warren's Profession – George Bernard Shaw, Modern period
0
Updated: 1 month ago