A
Not to let go of.
B
Remain on good terms with someone.
C
Somehow survive.
D
Used to encourage someone
উত্তরের বিবরণ
ChatGPT said:

0
Updated: 20 hours ago
The idiom ''put up with'' means-
Created: 3 weeks ago
A
stay together
B
tolerate
C
keep trust
D
Protect
Put up with (idiom)
English Meaning: Tolerate or endure something.
Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -
- stay together - একসাথে থাকা।
- keep quiet - ভরসা রাখা।
- protest - বাঁধা দেওয়া।
- tolerate - সহ্য করা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, the idiom 'put up with' means - Tolerate.

0
Updated: 3 weeks ago
Misanthropist means-
Created: 1 month ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Choose the correct meaning of the following words Viable
Created: 1 month ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 month ago