The antonym for 'Inimical'-
A
Hostile
B
Friendly
C
Indifferent
D
Angry
উত্তরের বিবরণ
Inimical (Adjective)
বাংলা অর্থ: বৈরী, প্রতিকূল, অননুকূল, অহিতকর, অপরকারী, ক্ষতিকর।
এই শব্দটি এমন কিছু বোঝায় যা কারো বা কিছুর প্রতি বিরূপ, শত্রুতাপূর্ণ বা ক্ষতিকর প্রভাব ফেলে।
প্রশ্নে প্রদত্ত বিকল্প শব্দসমূহ ও তাদের অর্থ:
-
Hostile (Adjective)
-
অর্থ: শত্রুপক্ষীয়, বৈরী।
-
সাদৃশ্যপূর্ণ: এটি Inimical এর প্রায় সমার্থক শব্দ।
-
-
Friendly (Adjective)
-
অর্থ: বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন, সহৃদয়।
-
বিপরীতার্থক: এটি Inimical এর একমাত্র বিপরীত অর্থবিশিষ্ট শব্দ।
-
-
Indifferent (Adjective)
-
অর্থ: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন।
-
অপ্রাসঙ্গিক: এটি neither বৈরী nor বন্ধুত্বপূর্ণ, বরং নিরপেক্ষতার প্রকাশ।
-
-
Angry (Adjective)
-
অর্থ: ক্রুদ্ধ, রুষ্ট।
-
সম্পর্কহীন: এটি ব্যক্তির আবেগ প্রকাশ করে, কিন্তু ‘inimical’ এর মতো শত্রুতাপূর্ণ বা ক্ষতিকর আচরণ নির্দেশ করে না।
-
নিরূপণ:
উপরোক্ত বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায়, শুধুমাত্র Friendly শব্দটি "Inimical" এর বিপরীতার্থক অর্থ বহন করে।
অন্য শব্দগুলো হয় সমার্থক, নয়তো প্রসঙ্গের বাইরে।
সঠিক উত্তর:
(খ) Friendly
উৎস: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
The antonym for 'Recalcitrant'-
Created: 2 months ago
A
Compliant
B
Passive
C
Indifferent
D
Careful
Recalcitrant অর্থ— এমন একজন ব্যক্তি যিনি আদেশ মানতে বা কর্তব্য পালন করতে ইচ্ছুক হন না, অথবা এমন কোনো প্রাণী যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলা ভাষায় এর অর্থ হলো— অবাধ্য, অবনমিত, শৃঙ্খলা ভঙ্গকারী।
দেওয়া অপশনগুলো হলো:
ক) Compliant — অন্যের ইচ্ছা মেনে চলা, নম্র ও ভদ্র।
খ) Passive — নিষ্ক্রিয়, বাধ্য না হওয়া।
গ) Indifferent — উদাসীন, অনীহ, আগ্রহহীন।
ঘ) Careful — সতর্ক, মনোযোগী, সাবধান।
এই অপশনগুলোর মধ্যে ‘Recalcitrant’ শব্দের সঠিক বিপরীত অর্থ হলো Compliant, অর্থাৎ যে ব্যক্তি আদেশ বা নিয়ম মেনে চলে এবং নমনীয়।
সূত্র: Accessible Dictionary

0
Updated: 2 months ago
The antonym of 'Penchant' is:
Created: 6 days ago
A
Fondness
B
Disinclination
C
Specious
D
Fawning
Penchant হলো একটি বিশেষ্য যা বোঝায় কোনো ব্যক্তির কোনো কিছু করার জন্য বিশেষ রুচি, পছন্দ বা অভ্যাস, বিশেষ করে এমন কিছু যা অন্যান্যরা হয়তো পছন্দ নাও করতে পারে।
-
অর্থ:
-
ইংরেজিতে: A liking for or a habit of doing something, especially something that other people might not like.
-
বাংলায়: রুচি; পছন্দ; ঝোঁক। উদাহরণ: penchant for classical music
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Liking – পছন্দ
-
Fondness – অনুরাগ; অত্যনুরাগ; আসক্তি
-
Appetite – রুচি
-
Taste – রুচি; স্বাদ
-
A strong liking – প্রচণ্ড পছন্দ
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Aversion – বিরূপতা; অনীহা
-
Disinclination – অনিচ্ছা; নিস্পৃহতা
-
Unconcern – ঔদাসীন্য
-
Antipathy – বিদ্বেষ
-
Reluctance – অনিচ্ছা
-
-
উদাহরণ:
-
He has a penchant for adopting stray dogs.
-
Bengalis have a penchant for secularism.
-
অতিরিক্ত শব্দসমূহ:
-
Specious (adjective): আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য মনে হওয়া, কিন্তু আসলে ভুল বা মিথ্যা
-
Fawning (adjective): অতিরিক্ত প্রশংসা করা এবং অসত্য বা অসৎভাবে মনোযোগ দেওয়া, যাতে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়; পদানত; ধামা ধরা

0
Updated: 6 days ago
What is the antonym of 'Apropos'?
Created: 6 days ago
A
Applicable
B
Irrelevant
C
Ardor
D
Feral
Apropos (Adjective/Adverb/Preposition)
-
English Meaning: In connection with or related to somebody/something.
-
Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।
-
Synonyms: Applicable (প্রযোজ্য), Relevant (প্রাসঙ্গিক), Regarding (সম্পর্কিত), Pointed (নির্দেশিত), Pertinent (অধিকারভুক্ত).
-
Antonyms: Inappropriate (অনুপযুক্ত), Irrelevant (অপ্রাসঙ্গিক), Inapplicable (অপ্রযোজ্য), Pointless (অর্থহীন).
-
Example Sentences: 1. Apropos (of) what you were just saying. 2. The ceremony concluded with the reading of an apropos poem.
Ardor (noun)
-
English Meaning: Very strong feelings of enthusiasm or love.
-
Bangla Meaning: উষ্ণ আবেগ; আকুলতা; উৎসাহ।
Feral (adjective)
-
English Meaning: (of animals) living wild, especially after escaping from life as a pet or on a farm.
-
Bangla Meaning: বন্য; পোষ মানানো যায়নি এমন; মারাত্মক; পাশবিক।

0
Updated: 6 days ago