৮ ফুট দৈর্ঘ্যের একটি বর্গাকার জায়গা ঢাকতে, ৮ বর্গফুট ক্ষেত্রফলের কয়টি পাথর প্রয়োজন হবে?
A
২ টি
B
৪ টি
C
৮ টি
D
৬ টি
উত্তরের বিবরণ
সমাধান:
বর্গাকার জায়গার ক্ষেত্রফল = (৮)২ বর্গ ফুট
= ৬৪ বর্গ ফুট
∴ নির্ণেয় পাথর সংখ্যা = (৬৪/৮) টি
= ৮ টি ।
0
Updated: 1 month ago
০.০২৮৯ এর বর্গমূল কত?
Created: 1 month ago
A
১৭
B
০.১৭
C
০.০১৭
D
০.০০১৭
প্রশ্ন: ০.০২৮৯ এর বর্গমূল কত?
সমাধান:
√(০.০২৮৯)
= √{(০.০২৮৯ × ১০০০০)/১০০০০}
= √(২৮৯/১০০০০)
= ১৭/১০০
= ০.১৭
0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি বর্গ রয়েছে?
Created: 1 month ago
A
১৬ টি
B
২৪ টি
C
৩০ টি
D
৬৪ টি
সমাধান:
সাধারণ একক বর্গ হলো- ABGF, BCHG, CDIH, DEJI, FGLK, GHML, HINM, IJON, KLQP, LMRQ, MNSR, NOTS, PQVU, QRWV, RSXW, STYX অর্থাৎ ১৬ টি।
চারটি বর্গ দ্বারা গঠিত বর্গ হলো- ACMK, BDNL, CEOM, FHRP, GISQ, HJTR, KMWU, LNXV, MOYW অর্থাৎ ৯ টি।
নয়টি বর্গ দ্বারা গঠিত বর্গ হলো- ADSP, BETQ, FIXU, GJYV অর্থাৎ ৪ টি।
সবগুলো মিলিয়ে বৃহৎ বর্গ- AEYU অর্থাৎ ১ টি।
∴ মোট বর্গক্ষেত্র = ১৬ + ৯ + ৪ + ১ = ৩০ টি
শর্টকাট:
এটি একটি ৪ × ৪ বর্গক্ষেত্র।
∴ মোট বর্গ = ১২ + ২২ + ৩২ + ৪২
= ১ + ৪ + ৯ + ১৬
= ৩০ টি
0
Updated: 1 month ago
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
৪ মিটার
B
৮ মিটার
C
৪√৩ মিটার
D
১২ মিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২
প্রশ্নমতে,
(√৩/৪) × (বাহু)২ = ১৬√৩
⇒ (বাহু)২ = (১৬√৩ × ৪)/√৩
⇒ (বাহু)২ = ৬৪
⇒ বাহু = ৮ [ বর্গমূল করে ]
0
Updated: 2 months ago