One good turn deserves another means:
A
বেশি লাই দিলে কুকুর মাথায় উঠে।
B
সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য।
C
শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও।
D
ঈশ্বর না করুন।
উত্তরের বিবরণ
One good turn deserves another
-
Bangla Meaning: সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য
Other options:
-
Give him an inch and he'll take an ell
-
Bangla Meaning: বেশি লাই দিলে কুকুর মাথায় উঠে
-
-
Give the devil his due
-
Bangla Meaning: শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও
-
-
God forbid
-
Bangla Meaning: ঈশ্বর না করুন
-
0
Updated: 1 month ago
What is the meaning of "Habeas corpus"
Created: 1 month ago
A
To be wasted
B
The slightest opportunity.
C
Working together
D
A protection against illegal imprisonment
Correct answer: ঘ) A protection against illegal imprisonment.
-
Habeas corpus:
-
English Meaning: the right of a citizen to obtain a writ of habeas corpus as a protection against illegal imprisonment.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার।
-
Example:
-
Habeas corpus should not be denied.
-
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার প্রত্যাখ্যান করা উচিত না।
Other options:
-
Go up in smoke / end up in smoke:
-
English Meaning: to be wasted / come to nothing.
-
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় শেষ হওয়া।
-
-
The slightest opportunity:
-
Bangla Translation: সবচেয়ে ছোট সুযোগ।
-
-
Working together:
-
Bangla Translation: একসাথে কাজ করা।
-
0
Updated: 1 month ago
The meaning of the word 'obese' is-
Created: 3 months ago
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.
0
Updated: 3 months ago
What is the antonym of 'abate'?
Created: 1 month ago
A
Fade
B
Increase
C
Cogent
D
Reverent
সঠিক উত্তর হলো Increase।
Abate একটি Verb (Transitive & Intransitive)। এটি বোঝায় কোনো কিছুর প্রবলতা বা তীব্রতা কমে যাওয়া বা কমানো। এটি সাহিত্যিক প্রসঙ্গে বাতাস, ঝড়, বন্যা, ব্যথা, জ্বর ইত্যাদি কমানো বা প্রশমিত হওয়ার জন্য ব্যবহৃত হয়। আইনসংক্রান্ত ক্ষেত্রে এর অর্থ হতে পারে বাতিল করা বা শেষ করা।
-
বাংলা অর্থ: (সাহিত্যিক) কমানো বা প্রশমিত হওয়া; প্রকোপ হ্রাস করা বা পাওয়া। (আইন সম্বন্ধীয়) বাতিল করা; শেষ/লোপ করা।
-
সমার্থক শব্দ: Decrease (কমা; হ্রাস করা বা পাওয়া), Diminish (হ্রাস করা; হ্রাসপ্রাপ্ত হওয়া), Fade (ধীরে ধীরে বিলীন হওয়া), De-escalate (কমানো), Lessen (হ্রাস করা)।
-
বিপরীতার্থক শব্দ: Increase (বৃদ্ধি করা বা পাওয়া), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Grow (বৃদ্ধি করা), Build (তৈরি করা), Enlarge (বৃহৎ আকারে করা)।
-
উদাহরণ বাক্য:
১. The temperature dropped, the winds abated, and cool rains began to fall.
২. We waited for the wind to abate.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Cogent (Adjective):
-
ইংরেজি অর্থ: A cogent argument, reason, etc. is clearly expressed and persuades people to believe it.
-
বাংলা অর্থ: (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।
-
-
Reverent (Adjective):
-
ইংরেজি অর্থ: Showing great respect and admiration.
-
বাংলা অর্থ: শ্রদ্ধাভাবাপন্ন; শ্রদ্ধান্বিত; শ্রদ্ধাশীল।
-
0
Updated: 1 month ago