A
Applicable
B
Irrelevant
C
Ardor
D
Feral
উত্তরের বিবরণ
Apropos (Adjective/Adverb/Preposition)
-
English Meaning: In connection with or related to somebody/something.
-
Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।
-
Synonyms: Applicable (প্রযোজ্য), Relevant (প্রাসঙ্গিক), Regarding (সম্পর্কিত), Pointed (নির্দেশিত), Pertinent (অধিকারভুক্ত).
-
Antonyms: Inappropriate (অনুপযুক্ত), Irrelevant (অপ্রাসঙ্গিক), Inapplicable (অপ্রযোজ্য), Pointless (অর্থহীন).
-
Example Sentences: 1. Apropos (of) what you were just saying. 2. The ceremony concluded with the reading of an apropos poem.
Ardor (noun)
-
English Meaning: Very strong feelings of enthusiasm or love.
-
Bangla Meaning: উষ্ণ আবেগ; আকুলতা; উৎসাহ।
Feral (adjective)
-
English Meaning: (of animals) living wild, especially after escaping from life as a pet or on a farm.
-
Bangla Meaning: বন্য; পোষ মানানো যায়নি এমন; মারাত্মক; পাশবিক।

0
Updated: 20 hours ago
Which one is the correct antonym of 'frugal'?
Created: 1 week ago
A
Extraordinary
B
spendthrift
C
economical
D
authentic
Frugal (বিশেষণ)
ইংরেজি অর্থ:
-
প্রয়োজন অনুযায়ী মাত্রই অর্থ বা খাবার ব্যবহার করা।
-
(খাবারের ক্ষেত্রে) ছোট, সাধারণ এবং কম খরচের।
বাংলা অর্থ: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য খরচের।
সমার্থক শব্দ (Synonyms):
-
Careful – সতর্ক
-
Prudent – মিতব্যয়ী
-
Economical – কম খরচী, মিতব্যয়ী
-
Heedful – সতর্ক
-
Stingy – খুব মিতব্যয়ী
বিপরীত অর্থ (Antonyms):
-
Wasteful – অপব্যয়ী
-
Extravagant – অপচয়কারী
-
Generous – উদার
-
Spendthrift – প্রচুর টাকা খরচকারী
-
Benevolent – উদার
অন্যান্য রূপ:
-
Frugally (ক্রিয়া বিশেষণ) – হিসাব করে, মিতব্যয়িতার সঙ্গে
-
Frugality (নাম) – মিতব্যয়িতা
উদাহরণ বাক্য:
-
He has always been hard-working and frugal.
→ তিনি সবসময় পরিশ্রমী এবং মিতব্যয়ী ছিলেন। -
His father was a frugal farmer.
→ তার বাবা ছিলেন একটি মিতব্যয়ী কৃষক।
অতিরিক্ত শব্দার্থ তুলনা:
-
Extraordinary – অসাধারণ, সাধারণ নয় এমন
-
Authentic – খাঁটি, প্রকৃত
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Antonym of Refractory -
Created: 1 week ago
A
Subservient
B
Stubborn
C
Obstinate
D
Tenacious
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
একগুঁয়ে; অবাধ্য – as refractory as a mule; (রোগব্যাধি) দুশ্চিকিৎস্য; দুরারোগ্য।
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ্য।
Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Disobedient (অবাধ্য), Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য), Obstinate (অনড়), Tenacious (অনমনীয়)
Antonyms: Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য), Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Subservient (অধীনস্ত), Loyal (আজ্ঞাবহ), Subordinate (অধস্তন)
Example Sentences:
A refractory child is very hard to control.
The patient died of refractory heart failure one month later.

0
Updated: 1 week ago
The sky was described as opalescent.
Which word would be antonym of the word "opalescent" in a literary sense?
Created: 1 week ago
A
Shimmering
B
Somber
C
Radiant
D
Glimmering
The opposite of 'Opalescent' is Somber.
Opalescent (adjective)
English Meaning: showing a play of lustrous rainbow-like colors, shimmering with soft and changing hues.
Bangla Meaning: দ্যুতিময়; নানা রঙের ঝলকানো সৌন্দর্যে ভরা।
অপশন আলোচনা:
Somber – অন্ধকারাচ্ছন্ন; মলিন; বিষণ্ণ। (এটি Opalescent-এর বিপরীতার্থক, কারণ একদিকে উজ্জ্বল ও রঙিন দীপ্তি, অন্যদিকে অন্ধকার ও বিষণ্ণতা প্রকাশ করে।)
Shimmering – হালকা ঝিলমিল করা; উজ্জ্বল আলোয় দীপ্ত। (Opalescent-এর কাছাকাছি অর্থে ব্যবহৃত।)
Radiant – জাজ্বল্যমান; দীপ্তিময়। (এটিও সমার্থক অর্থ বহন করে।)
Glimmering – ক্ষীণ আলোতে ঝিলমিল করা। (Opalescent-এর সঙ্গে সম্পর্কিত অর্থে ব্যবহৃত, তবে তুলনামূলক দুর্বল দীপ্তি প্রকাশ করে।)
Sources:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 week ago