A
Maria, my student, is on leave to-day
B
Maria my student, is on leave to-day
C
Maria my student is on leave to-day
D
Maria my student is, on leave to-day
উত্তরের বিবরণ
নামের পরে যদি অতিরিক্ত তথ্য থাকে, তবে নাম ও অতিরিক্ত তথ্য দুটোর পরেই কমা ব্যবহৃত হয়।
Punctuation কী?
Punctuation বা বিরাম চিহ্ন হল এমন কিছু চিহ্ন, যেগুলো বাক্যের ভেতরে সঠিক অর্থ ও উচ্চারণ স্পষ্ট করতে সহায়তা করে। এগুলোর ব্যবহার ভাষার গঠন, ভাব ও পাঠযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদাহরণস্বরূপ, ইংরেজি ভাষায় যেসব মূল বিরাম চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলো বিশ্বের প্রধান অভিধান যেমন Oxford English Dictionary (OED), Cambridge English Dictionary, এবং Merriam-Webster Dictionary অনুসারে নিচের ১৪টি:
প্রধান ১৪টি Punctuation Marks
-
Period (.)
-
Comma (,)
-
Question Mark (?)
-
Exclamation Mark (!)
-
Colon (:)
-
Semicolon (;)
-
Apostrophe (’)
-
Quotation Marks (“ ”)
-
Parentheses ( )
-
Hyphen (-)
-
Dash (—)
-
Ellipsis (…)
-
Brackets [ ]
-
Slash (/)
Period (.)
Comma (,)
Question Mark (?)
Exclamation Mark (!)
Colon (:)
Semicolon (;)
Apostrophe (’)
Quotation Marks (“ ”)
Parentheses ( )
Hyphen (-)
Dash (—)
Ellipsis (…)
Brackets [ ]
Slash (/)
নামের পরে অতিরিক্ত তথ্য দিলে কমা ব্যবহারের নিয়ম
যখন কোনো নামের পরে অতিরিক্ত তথ্য (extra information) বা appositive ব্যবহার করা হয়, তখন নামটির আগে ও পরে কমা বসানো বাধ্যতামূলক। এই নিয়মটি মূলত বাক্যকে সহজভাবে পড়া ও বোঝার জন্য প্রয়োগ করা হয়।
উদাহরণ:
Maria, my student, is on leave today.
বাংলা অর্থ: মারিয়া, আমার ছাত্রী, আজ ছুটিতে আছে।
এখানে "my student" একটি অতিরিক্ত তথ্য যা Maria-কে ব্যাখ্যা করছে, তাই উভয় পাশে কমা ব্যবহার সঠিক।
বিরাম চিহ্নের সঠিক ব্যবহার শুধু ব্যাকরণগত শুদ্ধতাই নিশ্চিত করে না, বরং বাক্যের ভাব স্পষ্ট করতেও সাহায্য করে। যেমন, নামের সঙ্গে অতিরিক্ত তথ্য ব্যবহারে কমার সঠিক প্রয়োগ পাঠকের বিভ্রান্তি কমায় এবং বাক্যকে অর্থপূর্ণ করে তোলে।

0
Updated: 1 month ago