A
To listen to someone.
B
To say nothing.
C
To not prepare.
D
To allow (someone or something) to.
উত্তরের বিবরণ
Leave to chance মূলত ব্যবহৃত হয় যখন কোনো কিছু প্রস্তুতি ছাড়া বা দৈবের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ পরিকল্পনা বা নিয়ন্ত্রণ না করে ভাগ্যের উপর নির্ভর করা।
-
English Meaning: To not prepare or plan for something; to leave it up to fate.
-
Bangla Meaning: কোনো প্রস্তুতি না নেওয়া; দৈবের উপর ছেড়ে দেওয়া।
Other options:
-
Lend one’s ear
-
English Meaning: To listen to someone attentively or with sympathy.
-
Bangla Meaning: সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা।
-
-
Let alone
-
English Meaning: To say nothing of; not to mention — used to emphasize the improbability of something compared with another.
-
Bangla Meaning: দূরের কথা; মোট কথা; তুলনামূলক উদাহরণ বোঝাতে ব্যবহৃত।
-
-
Let loose
-
English Meaning: To allow someone or something to move or act freely.
-
Bangla Meaning: স্বাধীনভাবে চলতে বা কাজ করতে দেওয়া।
-

0
Updated: 21 hours ago
The plan was divided into discrete tasks.
Here, 'discrete' means:
Created: 1 day ago
A
Matching in degree
B
Independent existence
C
Not easily excited
D
A vituperative spoken
Discrete হলো এমন একটি বিশেষণ যা বোঝায় যে কোনো কিছু স্বতন্ত্র ও স্বাধীনভাবে বিদ্যমান, অন্য জিনিসের সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়া। এটি সাধারণত এমন কোনো বস্তু, ধারণা বা কাজের জন্য ব্যবহার করা হয় যা অন্যের থেকে আলাদা এবং স্বাধীন।
-
অর্থ:
-
ইংরেজিতে: Having an independent existence or form apart from other similar things.
-
বাংলায়: পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
-
-
উদাহরণ:
-
The plan was divided into discrete tasks.
-
পরিকল্পনাটি কয়েকটি পৃথক কাজে বিভক্ত।
-
These small companies now have their own discrete identity.
-
A government with three discrete divisions could implement such ambitious decisions.
-
-
সমার্থক শব্দ (Synonyms): Separate (বিভক্ত; পৃথক), Detached (বিচ্ছিন্ন), Individual (পৃথক), Distinct (স্বতন্ত্র), Isolated (বিচ্ছিন্ন)
-
বিপরীত শব্দ (Antonyms): Connected (সংযুক্ত), Linked (সংযুক্ত), Associated (সম্মিলিত, সংযুক্ত), Related (সম্পর্কিত), Affiliated (অধিভুক্ত)
অতিরিক্ত সমার্থক বিশেষণসমূহ:
-
Commensurate: যথোপযুক্ত; কোন কিছুর সাথে সমমাপ বা মান অনুযায়ী।
-
Phlegmatic: স্বভাবত উদাসীন; সহজে উত্তেজিত বা আবেগপ্রবণ নয়।
-
Vituperative: কটূক্তিপূর্ণ; গালিগালাজপূর্ণ বা তীব্র সমালোচনামূলক।

0
Updated: 1 day ago
What is the meaning of 'White Elephant'?
Created: 1 month ago
A
An elephant of white colour
B
A hoarder
C
A black marketer
D
A very costly or troublesome possession
White elephant অর্থ হলো এমন কিছু জিনিস যা খুবই দামী বা অনেক টাকা খরচ হয়, কিন্তু আসলে তার কোনো উপকার বা কাজের প্রয়োজন হয় না। অর্থাৎ, দামী হলেও কাজের কোনো ফলাফল বা সুবিধা দেয় না।
বাংলায়:
দামী কিন্তু কাজে লাগে না এমন কিছু।
উদাহরণ: সরকারের এই বিভাগটা অনেক টাকা খরচ করে, কিন্তু কাজের কিছু করে না। এটি একটি ‘white elephant’

0
Updated: 1 month ago
'Hold water' means-
Created: 3 months ago
A
Keep water
B
Drink water
C
Bear examination
D
Store water
• "Hold water" means - Bear examination.
• Hold water
English Meaning: If a reason, argument, or explanation holds water, it is true.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে না টেকা।
Example Sentence:
1. His explanation didn't hold water when we examined it closely.
2. The theory sounded good at first, but it doesn't hold water under scrutiny.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago