A
She kills herself
B
She surrenders at Stonehenge like a sacrifice
C
She becomes a nun
D
She burns Alec’s house
উত্তরের বিবরণ
Stonehenge-এ টেস শুয়ে পড়ে এবং নিজেকে বলিদানের পশুর সঙ্গে তুলনা করে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন টেসের ট্র্যাজিক নিয়তিকে তুলে ধরতে। Stonehenge প্রাচীন ধর্মীয় বলিদানের স্থান, যেখানে মানুষ দেবতার কাছে উৎসর্গ হতো। টেসও এক প্রকার বলিদান—সমাজ, পুরুষতন্ত্র এবং fate-এর কাছে। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যেখানে নির্দোষ মানুষ fate-এর কাছে হেরে যায়।

0
Updated: 1 day ago
Who convinces Alec to become a preacher for a time?
Created: 1 day ago
A
Parson Tringham
B
Angel’s father, Mr. Clare
C
Farmer Groby
D
Felix Clare
উপন্যাসে Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়ে ওঠে। তাকে ধর্মে ফেরান Angel Clare-এর বাবা, Mr. Clare। কিন্তু এটি ছিল এক প্রকার ভণ্ডামি। Alec আসলে সত্যিকারের পরিবর্তিত হয়নি।
অল্প সময়ের মধ্যেই সে আবার টেসকে প্রলুব্ধ করতে শুরু করে এবং তার পুরোনো লালসাপূর্ণ জীবনে ফিরে যায়। Hardy এখানে ভণ্ড ধর্মবিশ্বাসীদের সমালোচনা করেছেন।
ভিক্টোরিয়ান সমাজে অনেকেই বাইরের ভদ্রতার আড়ালে অশ্লীলতা ও লালসা লুকিয়ে রাখতো। Alec-এর ধর্মান্তর তাই কেবল একটি অস্থায়ী মুখোশ, যা শিগগিরই খুলে পড়ে। এটি Hardy-এর ধর্ম ও সমাজ সমালোচনার একটি গুরুত্বপূর্ণ দিক।

0
Updated: 1 day ago
What is the name of Tess’s father?
Created: 1 day ago
A
John Durbeyfield
B
Alec d’Urberville
C
Mr. Crick
D
Angel Clare
জন ডার্বিফিল্ড ছিলেন টেসের বাবা। তিনি একজন অলস ও দায়িত্বজ্ঞানহীন মানুষ হিসেবে উপন্যাসে চিত্রিত হয়েছেন। যদিও তিনি গর্ব করে বলেন যে তার পরিবার একসময় ছিলো অভিজাত d’Urberville বংশের উত্তরসূরি, বাস্তবে তিনি দরিদ্র এক গৃহস্থ ছাড়া কিছুই ছিলেন না।
একদিন প্যারসন ট্রিংহ্যাম তাকে জানান যে তিনি আসলে অভিজাত বংশের বংশধর। এই খবর শুনে জন আরও অহংকারী হয়ে ওঠেন এবং পরিবারের দায়িত্ব না নিয়ে শুধুমাত্র বংশগৌরব নিয়ে গর্ব করতে থাকেন।
ফলে টেসকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়। তার বাবার এই গাফিলতি ও অলসতা টেসকে ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দেয়। বিশেষ করে ঘোড়া Prince এর মৃত্যুর পর পরিবারের দারিদ্র্য চরমে পৌঁছায়, আর জনের অযোগ্যতার কারণে টেসকে Trantridge-এ যেতে হয়। তাই জন ডার্বিফিল্ড কেবল একজন পিতা নন, বরং টেসের জীবনের ট্র্যাজেডির অন্যতম কারণ।

0
Updated: 1 day ago
Where do Tess and Angel spend their last days together?
Created: 1 day ago
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।

0
Updated: 1 day ago