A
He always wears black
B
He symbolizes death, lust, and destruction
C
He is a priest
D
He is Angel’s enemy
উত্তরের বিবরণ
Alec d’Urberville উপন্যাসে “black flag” নামে উল্লেখিত হয়েছে। কালো পতাকা মানে মৃত্যু, সর্বনাশ আর বিপদের প্রতীক। Alec টেসের জীবনে তেমনই এক বিপদ। সে টেসকে প্রতারণা করে, সমাজে কলঙ্কিত করে এবং আবারও তার জীবনে ফিরে এসে পরিবারকে প্রলুব্ধ করে। Hardy Alec-কে কেবল একজন খলনায়ক নয়, বরং এক প্রতীক বানিয়েছেন—যা সমাজের পুরুষতান্ত্রিক দমননীতির প্রতিচ্ছবি। Alec তাই টেসের জীবনের ধ্বংসের কালো পতাকা।

0
Updated: 23 hours ago
Why is Tess compared to sacrificial figures at the end?
Created: 23 hours ago
A
She kills herself
B
She surrenders at Stonehenge like a sacrifice
C
She becomes a nun
D
She burns Alec’s house
Stonehenge-এ টেস শুয়ে পড়ে এবং নিজেকে বলিদানের পশুর সঙ্গে তুলনা করে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন টেসের ট্র্যাজিক নিয়তিকে তুলে ধরতে। Stonehenge প্রাচীন ধর্মীয় বলিদানের স্থান, যেখানে মানুষ দেবতার কাছে উৎসর্গ হতো। টেসও এক প্রকার বলিদান—সমাজ, পুরুষতন্ত্র এবং fate-এর কাছে। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যেখানে নির্দোষ মানুষ fate-এর কাছে হেরে যায়।

0
Updated: 23 hours ago
What is Flintcomb-Ash a symbol of?
Created: 1 day ago
A
Romantic love
B
Harsh industrial life
C
Noble ancestry
D
Religious salvation
Flintcomb-Ash হলো সেই কৃষিখামার যেখানে টেসকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে প্রকৃতির সৌন্দর্য নেই, বরং আছে শিল্পায়নের কষ্টকর বাস্তবতা। Hardy Flintcomb-Ash-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা শিল্পায়নের ফলে গ্রামীণ জীবনের উপর চাপ সৃষ্টি করেছিল।
টেস এখানে মেশিনে কাজ করে, প্রচণ্ড ঠাণ্ডায় শ্রম দেয়, আর সমাজের অবহেলার শিকার হয়। এটি টেসের জীবনের দুঃখ ও সংগ্রামের চূড়ান্ত রূপ। Flintcomb-Ash দেখায় যে কেবল মানুষ নয়, প্রকৃতিও টেসের বিরুদ্ধে কাজ করছে। তাই এটি Hardy-এর naturalism এবং social realism-এর মিলিত রূপ।

0
Updated: 1 day ago
Who is Mercy Chant in the novel?
Created: 1 day ago
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago