'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা- 

Edit edit

A

রবীন্দ্রনাথ ঠাকুর 

B

মোহাম্মদ মনিরুজ্জামান 

C

সত্যেন্দ্রনাথ দত্ত 

D

নির্মলেন্দু গুণ

উত্তরের বিবরণ

img

সত্যেন্দ্রনাথ দত্ত

সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও ছান্দসিক, যিনি ‘ছন্দের জাদুকর’ বা ‘ছন্দের রাজা’ নামে পরিচিত। তিনি ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর সাহিত্যকর্মে ছন্দের জাদু যেমন দৃশ্যমান, তেমনি তাঁর ছদ্মনাম যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ ও কলমগীর, এসব নামেও তিনি সাহিত্য জগতে সমাদৃত।

সাহিত্যকর্ম
সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য কবিতাগুচ্ছের মধ্যে রয়েছে —
সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি ইত্যাদি।
এছাড়াও তিনি অনুবাদকাব্য রচনায়ও সমান দক্ষ ছিলেন, যার মধ্যে প্রধান দুটি হলো — তীর্থ রেণুমণি মঞ্জুষা

কবিতা: খাঁটি সোনা
“মধুর চেয়ে আছে মধুর,
সে এই আমার দেশের মাটি।
আমার দেশের পথের ধূলা,
খাঁটি সোনার চাইতে খাঁটি।”

এই কবিতার মাধ্যমে তিনি আমাদের দেশের মাটির প্রতি এক গভীর ভালোবাসা এবং গর্ব ব্যক্ত করেছেন। তাঁর দৃষ্টিতে দেশীয় মাটি এবং পথের ধূলা, যা সাধারণ চোখে অবমূল্যায়িত, তা হলো সোনার চেয়ে খাঁটি ও মূল্যবান।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা- 

Created: 1 month ago

A

দৌলত উজীর বাহরাম খান 

B

সৈয়দ সুলতান 

C

আব্দুল করিম সাহিত্য বিশারদ 

D

আলাওল

Unfavorite

0

Updated: 1 month ago

‘মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন' -প্রভৃতি গ্রন্থের রচয়িতা- 

Created: 1 month ago

A

এস ওয়াজেদ আলী 

B

এয়াকুব আলী চৌধুরী 

C

মোঃ লুৎফর রহমান 

D

মোঃ ওয়াজেদ আলী

Unfavorite

0

Updated: 1 month ago

'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম- 

Created: 1 month ago

A

তালিম হোসেন 

B

ফররুখ আহমদ 

C

গোলাম মোস্তফা

D

 আবুল হোসেন

Unfavorite

0

Updated: 1 month ago

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD