What is the meaning of the idiom 'Leave to chance':
A
To listen to someone.
B
To say nothing.
C
To not prepare.
D
To allow (someone or something) to.
উত্তরের বিবরণ
Leave to chance মূলত ব্যবহৃত হয় যখন কোনো কিছু প্রস্তুতি ছাড়া বা দৈবের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ পরিকল্পনা বা নিয়ন্ত্রণ না করে ভাগ্যের উপর নির্ভর করা।
-
English Meaning: To not prepare or plan for something; to leave it up to fate.
-
Bangla Meaning: কোনো প্রস্তুতি না নেওয়া; দৈবের উপর ছেড়ে দেওয়া।
Other options:
-
Lend one’s ear
-
English Meaning: To listen to someone attentively or with sympathy.
-
Bangla Meaning: সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা।
-
-
Let alone
-
English Meaning: To say nothing of; not to mention — used to emphasize the improbability of something compared with another.
-
Bangla Meaning: দূরের কথা; মোট কথা; তুলনামূলক উদাহরণ বোঝাতে ব্যবহৃত।
-
-
Let loose
-
English Meaning: To allow someone or something to move or act freely.
-
Bangla Meaning: স্বাধীনভাবে চলতে বা কাজ করতে দেওয়া।
-
0
Updated: 1 month ago
What does "Mendacious" mean?
Created: 2 months ago
A
Honest
B
Lying
C
Generous
D
Funny
Correct Answer: খ) Lying
Mendacious (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদী
-
English Meaning: given to or characterized by deception or falsehood
Lying (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদিতা
-
English Meaning: marked by or containing untrue statements; false
Other Options:
-
Honest – সত্যবাদী; free from fraud or deception
-
Generous – উদার; liberal in giving; openhanded
-
Funny – মজার; affording light mirth and laughter; amusing
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 5 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 5 months ago
What does Climax mean?
Created: 1 month ago
A
The rise of story
B
The fall of story
C
The peak of story
D
The base of story
Climax (ক্লাইম্যাক্স)
-
সংজ্ঞা: কোনো গল্প, নাটক বা উপন্যাসের সবচেয়ে নাটকীয় ও আবেগঘন মুহূর্ত, যেখানে কাহিনী সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছে।
-
গঠন: ক্লাইম্যাক্স হলো মূল টার্নিং পয়েন্ট—যেখানে Rising Action শেষ হয়ে Falling Action শুরু হয়।
-
আলঙ্কারিক অর্থ: শব্দ বা বাক্যগুলোকে এমনভাবে সাজানো যাতে প্রতিটি ধাপ আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা শক্তিশালী হয়।
উদাহরণ:
-
Antigone: Antigone-এর মৃত্যু হলো ক্লাইম্যাক্স।
-
Macbeth: Banquo-এর ভূত দেখে Macbeth-এর ভয় পাওয়া—এটি নাটকের ক্লাইম্যাক্স।
-
বাক্য উদাহরণ: "He smiles, he laughs and he roars." → এখানে he roars হলো ক্লাইম্যাক্স।
সারসংক্ষেপ:
ক্লাইম্যাক্স হলো গল্পের শিখর মুহূর্ত, যেখানে উত্তেজনা সর্বাধিক থাকে এবং পাঠক বা দর্শকের আবেগ চরমে পৌঁছে।
0
Updated: 1 month ago