What is the meaning of the idiom 'Leave to chance':
A
To listen to someone.
B
To say nothing.
C
To not prepare.
D
To allow (someone or something) to.
উত্তরের বিবরণ
Leave to chance মূলত ব্যবহৃত হয় যখন কোনো কিছু প্রস্তুতি ছাড়া বা দৈবের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ পরিকল্পনা বা নিয়ন্ত্রণ না করে ভাগ্যের উপর নির্ভর করা।
-
English Meaning: To not prepare or plan for something; to leave it up to fate.
-
Bangla Meaning: কোনো প্রস্তুতি না নেওয়া; দৈবের উপর ছেড়ে দেওয়া।
Other options:
-
Lend one’s ear
-
English Meaning: To listen to someone attentively or with sympathy.
-
Bangla Meaning: সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা।
-
-
Let alone
-
English Meaning: To say nothing of; not to mention — used to emphasize the improbability of something compared with another.
-
Bangla Meaning: দূরের কথা; মোট কথা; তুলনামূলক উদাহরণ বোঝাতে ব্যবহৃত।
-
-
Let loose
-
English Meaning: To allow someone or something to move or act freely.
-
Bangla Meaning: স্বাধীনভাবে চলতে বা কাজ করতে দেওয়া।
-
0
Updated: 1 month ago
A synonym of 'Secrete' is:
Created: 1 month ago
A
Leak
B
Sanction
C
Reveal
D
Effrontery
Secrete একটি Verb বা ক্রিয়া। এর দুটি প্রধান অর্থ রয়েছে—একদিকে এটি কোনো তরল বা গ্যাস নিঃসরণ করা বোঝায়, আবার অন্যদিকে লুকানো বা গোপন রাখার অর্থেও ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: তরল পদার্থ বা গ্যাস ফুটা দিয়ে প্রবিষ্ট/নির্গত করা; লুকানো বা আচ্ছন্ন করা; গোপনে রাখা।
-
সমার্থক শব্দ: Leak (ফুটা দিয়ে বের হওয়া বা প্রবিষ্ট হওয়া), Emit (নিঃসরণ করা), Hide (লুকানো), Bury (সমাহিত করা), Cache (লুকিয়ে রাখা)।
-
বিপরীতার্থক শব্দ: Reveal (ফাঁস করা, জানিয়ে দেওয়া), Show (প্রদর্শন করা), Absorb (শোষণ করা), Uncover (উন্মুক্ত করা), Unveil (উন্মোচিত করা)।
-
উদাহরণ বাক্য:
১. They might be secreted behind a special door, hidden from sight by shadows or a secret knock.
২. Persons dealing in controlled substances and stolen property will frequently secrete the contraband in their residences.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Sanction (Noun):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করার অনুমোদন বা অনুমতি।
-
বাংলা অর্থ: কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
-
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior।
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-
0
Updated: 1 month ago
The idiom "Cat's sleep" means -
Created: 1 month ago
A
Deep slumber
B
Pretending to be asleep
C
Sleeping disorder
D
Early riser
"Cat's sleep" ইডিয়মটির অর্থ হলো ঘুমের ভান করা বা Pretending to be asleep। এটি বোঝায় যে কেউ বাইরে থেকে ঘুমাচ্ছে মনে হলেও, ভিতরে তার সচেতনতা আছে এবং সে নিজের চারপাশের বিষয়গুলি পর্যবেক্ষণ করছে।
-
English Meaning: A state where someone pretends to be asleep while still being aware of their surroundings
-
Bangla Meaning: ঘুমের ভান করা
-
বাকি অপশনগুলো:
-
Deep slumber – গভীর ঘুম
-
Sleeping disorder – ঘুমের সমস্যা
-
Early riser – ভোরে ওঠার অভ্যাস
-
0
Updated: 1 month ago
What does "Square meal" mean?
Created: 2 months ago
A
অর্ধেক খাবার
B
পুষ্টিকর খাবার
C
রাতের খাবার
D
জলভাত
The correct answer is - খ) পুষ্টিকর খাবার।
• Square meal
- English Meaning: A substantial, satisfying, and balanced meal; a full or complete meal.
- Bangla Meaning: পুষ্টিকর খাবার।
• Example Sentence
- We need three square meals a day.
- Bangla Meaning: আমাদের দিনে তিন বেলা পুষ্টিকর খাবার প্রয়োজন।
0
Updated: 2 months ago