A
Tess and Angel live happily
B
Tess is executed and Angel unites with Liza-Lu
C
Alec reforms
D
Tess returns to Talbothays
উত্তরের বিবরণ
উপন্যাসের সমাপ্তিতে টেসকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর পর Angel Clare টেসের ছোট বোন Liza-Lu-এর সঙ্গে নতুন জীবন শুরু করতে চান। এই সমাপ্তি Hardy-এর fatalism এবং সামাজিক অন্যায়ের প্রতীক। এটি একদিকে ট্র্যাজিক, অন্যদিকে একটি নতুন সূচনার ইঙ্গিত।

0
Updated: 1 day ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 day ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
What is Flintcomb-Ash a symbol of?
Created: 1 day ago
A
Romantic love
B
Harsh industrial life
C
Noble ancestry
D
Religious salvation
Flintcomb-Ash হলো সেই কৃষিখামার যেখানে টেসকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে প্রকৃতির সৌন্দর্য নেই, বরং আছে শিল্পায়নের কষ্টকর বাস্তবতা। Hardy Flintcomb-Ash-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা শিল্পায়নের ফলে গ্রামীণ জীবনের উপর চাপ সৃষ্টি করেছিল।
টেস এখানে মেশিনে কাজ করে, প্রচণ্ড ঠাণ্ডায় শ্রম দেয়, আর সমাজের অবহেলার শিকার হয়। এটি টেসের জীবনের দুঃখ ও সংগ্রামের চূড়ান্ত রূপ। Flintcomb-Ash দেখায় যে কেবল মানুষ নয়, প্রকৃতিও টেসের বিরুদ্ধে কাজ করছে। তাই এটি Hardy-এর naturalism এবং social realism-এর মিলিত রূপ।

0
Updated: 1 day ago
Why is Tess called “A Pure Woman” by Hardy?
Created: 1 day ago
A
She never sinned
B
She is morally innocent despite society’s judgment
C
She is rich
D
She is educated
Hardy সাহস করে টেসকে “A Pure Woman” বলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন টেস আসলে দোষী নয়। Alec-এর প্রতারণার শিকার হয়ে টেসকে সমাজ "অশুদ্ধ" বলে, কিন্তু Hardy মনে করতেন তার আত্মা ছিল পবিত্র। এই ঘোষণা Victorian সমাজে বিতর্ক তোলে। Hardy-এর দৃষ্টিতে purity মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং অন্তরের নিষ্পাপতা।

0
Updated: 1 day ago