A
She never sinned
B
She is morally innocent despite society’s judgment
C
She is rich
D
She is educated
উত্তরের বিবরণ
Hardy সাহস করে টেসকে “A Pure Woman” বলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন টেস আসলে দোষী নয়। Alec-এর প্রতারণার শিকার হয়ে টেসকে সমাজ "অশুদ্ধ" বলে, কিন্তু Hardy মনে করতেন তার আত্মা ছিল পবিত্র। এই ঘোষণা Victorian সমাজে বিতর্ক তোলে। Hardy-এর দৃষ্টিতে purity মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং অন্তরের নিষ্পাপতা।

0
Updated: 23 hours ago
What is the name of the dairy farm where Tess works?
Created: 1 day ago
A
Flintcomb-Ash
B
Marlott Farm
C
Talbothays Dairy
D
Trantridge Estate
Talbothays Dairy হলো সেই খামার যেখানে টেস তার জীবনের সবচেয়ে সুখী সময় কাটায়। এখানে তার সঙ্গে পরিচয় হয় Angel Clare-এর, এবং তাদের প্রেম শুরু হয়। Talbothays Dairy প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি স্থান। Hardy একে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — এটি জীবনের প্রেম, উর্বরতা এবং সুখের প্রতীক।
Marlott-এর দারিদ্র্য কিংবা Flintcomb-Ash-এর কঠোর পরিবেশের বিপরীতে Talbothays ছিল আনন্দ ও প্রেমের জায়গা। এখানেই টেস মনে করে তার নতুন জীবন শুরু হতে পারে। কিন্তু নিয়তি তাকে আবারও বিপদে ঠেলে দেয়। Talbothays Dairy Hardy-এর প্রাকৃতিক বর্ণনার শ্রেষ্ঠ উদাহরণ এবং টেসের জীবনের একমাত্র উজ্জ্বল অধ্যায়।

0
Updated: 1 day ago
What is Flintcomb-Ash a symbol of?
Created: 1 day ago
A
Romantic love
B
Harsh industrial life
C
Noble ancestry
D
Religious salvation
Flintcomb-Ash হলো সেই কৃষিখামার যেখানে টেসকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে প্রকৃতির সৌন্দর্য নেই, বরং আছে শিল্পায়নের কষ্টকর বাস্তবতা। Hardy Flintcomb-Ash-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা শিল্পায়নের ফলে গ্রামীণ জীবনের উপর চাপ সৃষ্টি করেছিল।
টেস এখানে মেশিনে কাজ করে, প্রচণ্ড ঠাণ্ডায় শ্রম দেয়, আর সমাজের অবহেলার শিকার হয়। এটি টেসের জীবনের দুঃখ ও সংগ্রামের চূড়ান্ত রূপ। Flintcomb-Ash দেখায় যে কেবল মানুষ নয়, প্রকৃতিও টেসের বিরুদ্ধে কাজ করছে। তাই এটি Hardy-এর naturalism এবং social realism-এর মিলিত রূপ।

0
Updated: 1 day ago
Why does Angel never see Tess’s confession letter?
Created: 23 hours ago
A
Alec steals it
B
It slips under the carpet at his house
C
His brother hides it
D
Tess burns it
চিঠিটি Angel-এর দরজার নিচ দিয়ে ঢুকলেও কার্পেটের ভাঁজে আটকে যায়। ফলে Angel কখনো তা পড়ে না। Hardy এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখালেও এটি আসলে fate-এর প্রতীক। ছোট্ট এক কাকতালীয় ঘটনা টেসের পুরো জীবন ধ্বংস করে দেয়।
Hardy বারবার দেখিয়েছেন, নিয়তি মানুষের উপর নিষ্ঠুর খেলা খেলে। Tess যতই সৎ হতে চায়, fate তাকে সত্যি প্রকাশ করতে দেয় না। এটি Hardy-এর fatalism-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি।

0
Updated: 23 hours ago