Why is Tess compared to sacrificial figures at the end?
A
She kills herself
B
She surrenders at Stonehenge like a sacrifice
C
She becomes a nun
D
She burns Alec’s house
উত্তরের বিবরণ
Stonehenge-এ টেস শুয়ে পড়ে এবং নিজেকে বলিদানের পশুর সঙ্গে তুলনা করে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন টেসের ট্র্যাজিক নিয়তিকে তুলে ধরতে। Stonehenge প্রাচীন ধর্মীয় বলিদানের স্থান, যেখানে মানুষ দেবতার কাছে উৎসর্গ হতো। টেসও এক প্রকার বলিদান—সমাজ, পুরুষতন্ত্র এবং fate-এর কাছে। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যেখানে নির্দোষ মানুষ fate-এর কাছে হেরে যায়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What is Hardy’s philosophy reflected in Tess’s life?
Created: 1 month ago
A
Romantic idealism
B
Fatalism and inevitability of suffering
C
Comedy of rural life
D
Christian redemption
Hardy বিশ্বাস করতেন যে মানুষের জীবন নিয়তির হাতে বন্দী। টেসের জীবন এরই প্রতিফলন। Prince-এর মৃত্যু, Alec-এর প্রতারণা, Angel-এর পরিত্যাগ — সবকিছুই একের পর এক নিয়তির মতো ঘটে যায়। টেস যতই লড়াই করুক, সে নিজের ভাগ্য পাল্টাতে পারে না।
Hardy এই দর্শনকে fatalism বলেন। তার মতে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এক ধরনের "Immanent Will" বা অদৃশ্য শক্তি, যা মানুষের সুখ-দুঃখ নির্ধারণ করে। টেস তাই কেবল একজন নারী নয়, বরং সমগ্র মানবজাতির প্রতীক, যারা নিয়তির খেলায় পরাজিত হয়।
Hardy-এর এই দার্শনিক দৃষ্টিভঙ্গি উপন্যাসকে কেবল একটি প্রেমকাহিনি নয়, বরং মানবজীবনের ট্র্যাজিক সত্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Why is Alec’s religious conversion ironic?
Created: 1 month ago
A
He truly becomes a saint
B
He abandons religion soon and returns to sin
C
He marries Mercy Chant
D
He becomes a priest
Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়। Angel-এর বাবা Mr. Clare তাকে ধর্মে ফেরান। কিন্তু এটি ছিল ভণ্ডামি। শিগগিরই সে আবার পুরোনো জীবনে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। এই ধর্মান্তর তাই ব্যঙ্গাত্মক। Hardy এখানে Victorian সমাজের ভণ্ড ধর্মপ্রচারক আর নৈতিকতার দ্বিচারিতাকে সমালোচনা করেছেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Why does Angel leave England after marrying Tess?
Created: 1 month ago
A
To escape his family
B
To start farming in Brazil and avoid Tess
C
To find Alec
D
To study theology
টেসের অতীত জানার পর Angel Clare তাকে ক্ষমা করতে পারে না। তার ভণ্ডামি এখানে স্পষ্ট হয়, কারণ সে নিজেও অতীতে একটি পাপ স্বীকার করেছিল। তবুও সে টেসকে অগ্রাহ্য করে এবং ব্রাজিলে চলে যায়। Angel চেয়েছিলো নতুন এক জীবন শুরু করতে, কিন্তু বাস্তবে তার যাওয়া ছিলো টেসকে এড়িয়ে পালানো।
Hardy এখানে Angel-এর দুর্বলতা প্রকাশ করেছেন। Angel-এর চলে যাওয়া টেসের জীবনে গভীর এক শূন্যতা আনে। ব্রাজিলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, যা প্রতীকীভাবে দেখায় যে নিজের বিবেককে ফাঁকি দিয়ে কেউ শান্তি পায় না।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago