A
He misses Tess
B
He suffers from fever due to harsh climate
C
He is poisoned
D
He works too hard in mines
উত্তরের বিবরণ
Angel Clare ব্রাজিলে গিয়ে চরম অসুস্থ হয়ে পড়ে। সেখানে কঠিন আবহাওয়া আর পরিবেশ তাকে অসুস্থ করে তোলে। এটি প্রতীকীভাবে দেখায় যে, টেসকে ছেড়ে যাওয়া তার জন্য শাস্তি। সে নিজের বিবেককে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রকৃতি তাকে শাস্তি দেয়। Hardy এখানে fate এবং নৈতিকতার সম্পর্ককে তুলে ধরেছেন।

0
Updated: 1 day ago
Who authored the novel The Return of the Native?
Created: 2 days ago
A
Thomas Hardy
B
Ernest Hemingway
C
George Eliot
D
William Makepeace Thackeray
The Return of the Native
-
এটি Victorian যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত একটি বহুল পঠিত উপন্যাস।
-
কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright, যিনি প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex-এ ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করেন।
-
তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামে বসবাস করতে চায়।
-
কিন্তু Clym Yeobright-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়।
-
ফলে তারা পরকীয়ায় লিপ্ত হয়।
Thomas Hardy
-
তিনি একজন English novelist and poet।
-
পরিচিত Regional Novelist and poet বা আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবে।
-
কারণ: তার সকল সাহিত্যকর্ম একটি নির্দিষ্ট অঞ্চল-কে কেন্দ্র করে রচিত।
-
এছাড়া, তাকে অনেকেই Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন।
-
তার উপন্যাসের সময়কাল Victorian যুগ, তবে তিনি অনেক ছোটগল্প ও কবিতাও লিখেছেন।
Notable Novels by Thomas Hardy
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
Source: Britannica

0
Updated: 2 days ago
Why is Tess’s confession treated differently than Angel’s?
Created: 1 day ago
A
Angel is more honest
B
Victorian society forgives men but condemns women
C
Tess lies about her past
D
Angel’s sin is worse
Angel বিয়ের রাতে স্বীকার করে যে সে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিল, কিন্তু সমাজ তাকে ক্ষমা করেছে। অন্যদিকে, টেস যখন তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ছেড়ে চলে যায়।
Hardy এখানে Victorian সমাজের ভণ্ড নৈতিকতাকে প্রকাশ করেছেন। পুরুষের পাপ ক্ষমাযোগ্য, কিন্তু নারীর পাপ অমার্জনীয়। এটি দ্বিচারিতার চরম উদাহরণ। Hardy এই ঘটনাটিকে ব্যবহার করে নারী-পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যকে তীব্রভাবে সমালোচনা করেছেন।

0
Updated: 1 day ago
What is Hardy’s philosophy reflected in Tess’s life?
Created: 1 day ago
A
Romantic idealism
B
Fatalism and inevitability of suffering
C
Comedy of rural life
D
Christian redemption
Hardy বিশ্বাস করতেন যে মানুষের জীবন নিয়তির হাতে বন্দী। টেসের জীবন এরই প্রতিফলন। Prince-এর মৃত্যু, Alec-এর প্রতারণা, Angel-এর পরিত্যাগ — সবকিছুই একের পর এক নিয়তির মতো ঘটে যায়। টেস যতই লড়াই করুক, সে নিজের ভাগ্য পাল্টাতে পারে না।
Hardy এই দর্শনকে fatalism বলেন। তার মতে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এক ধরনের "Immanent Will" বা অদৃশ্য শক্তি, যা মানুষের সুখ-দুঃখ নির্ধারণ করে। টেস তাই কেবল একজন নারী নয়, বরং সমগ্র মানবজাতির প্রতীক, যারা নিয়তির খেলায় পরাজিত হয়।
Hardy-এর এই দার্শনিক দৃষ্টিভঙ্গি উপন্যাসকে কেবল একটি প্রেমকাহিনি নয়, বরং মানবজীবনের ট্র্যাজিক সত্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।

0
Updated: 1 day ago