Why is Alec called the “black flag” in the novel?
A
He always wears black
B
He symbolizes death, lust, and destruction
C
He is a priest
D
He is Angel’s enemy
উত্তরের বিবরণ
Alec d’Urberville উপন্যাসে “black flag” নামে উল্লেখিত হয়েছে। কালো পতাকা মানে মৃত্যু, সর্বনাশ আর বিপদের প্রতীক। Alec টেসের জীবনে তেমনই এক বিপদ। সে টেসকে প্রতারণা করে, সমাজে কলঙ্কিত করে এবং আবারও তার জীবনে ফিরে এসে পরিবারকে প্রলুব্ধ করে। Hardy Alec-কে কেবল একজন খলনায়ক নয়, বরং এক প্রতীক বানিয়েছেন—যা সমাজের পুরুষতান্ত্রিক দমননীতির প্রতিচ্ছবি। Alec তাই টেসের জীবনের ধ্বংসের কালো পতাকা।
1
Updated: 1 month ago
Who is
the male lead in Tess of the
d’Urbervilles?
Created: 2 months ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
John Durbeyfield
D
Jack Morel
0
Updated: 2 months ago
What is the role of coincidence in Tess’s tragedy?
Created: 1 month ago
A
It brings unexpected happiness
B
It repeatedly leads her toward destruction
C
It helps her escape fate
D
It unites her with Angel earlier
Hardy বিশ্বাস করতেন জীবনে কাকতালীয় ঘটনা (coincidence) অনেক সময় মানুষের নিয়তিকে নির্ধারণ করে। টেসের জীবনও তাই। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Angel-এর অনুপস্থিতিতে Alec-এর ফিরে আসা—সবকিছুই কাকতালীয়ভাবে ঘটে, কিন্তু সবই টেসকে ধ্বংস করে।
Hardy দেখাতে চান, fate ও coincidence মিলে মানুষকে অসহায় করে ফেলে। টেস তাই শুধুই এক নারী নয়, বরং মানুষের অসহায় অস্তিত্বের প্রতীক।
0
Updated: 1 month ago
Which episode functions as the most decisive “efficient cause” of Tess’s later ruin?
Created: 1 month ago
A
Retty’s breakdown
B
Mercy Chant’s piety
C
The road accident killing Prince
D
Mr. Crick’s stories
প্রিন্সের মৃত্যু ‘কারণ-শৃঙ্খল’-এর প্রথম কড়ি। অর্থনৈতিক পতন—দোষবোধ—ট্র্যান্টরিজে আত্মীয়তা দাবি—অ্যালেকের প্রলোভন—কলঙ্ক—এভাবে জীবনগত ঢাল নেমে আসে। হার্ডি যেভাবে দুর্ঘটনার ‘রিয়ালিস্টিক’ বিবরণ দেন (রাত, অন্ধত্ব, শিংয়ের বিদ্ধ), তাতে স্পষ্ট—ক্ষুদ্র এক ঘটনাই অনিবার্য ট্র্যাজেডির ‘মেকানিজম’ চালু করে।
ন্যাচারালিস্ট ঘরানার মতে মানুষের নিয়তি প্রায়ই ‘অপ্রস্তুত ঘটনায়’ নির্ধারিত হয়—টেস তার জ্বলজ্বলে উদাহরণ। তাই পরের সব বিপর্যয়, কাকতালীয় ‘লেটার-লস’, অ্যাঞ্জেলের ছেড়ে যাওয়া—সবই এই প্রথম আঘাতের প্রতিসরণ।
0
Updated: 1 month ago