A
Allegory
B
Pathetic fallacy
C
Satire
D
Allegorical irony
উত্তরের বিবরণ
Hardy প্রায়ই প্রকৃতিকে ব্যবহার করেছেন চরিত্রের আবেগ প্রকাশে। এটি হলো pathetic fallacy। যেমন Talbothays-এর বসন্ত আর সবুজ মাঠ টেসের প্রেম ও সুখের প্রতীক। অন্যদিকে Flintcomb-Ash-এর ঠাণ্ডা আবহাওয়া তার দুঃখের প্রতীক। প্রকৃতি ও মানুষের আবেগের এই মিলন Hardy-এর সাহিত্যকে অনন্য করে তুলেছে।

0
Updated: 1 day ago
Why does Tess’s family send her to the d’Urberville estate at Trantridge?
Created: 1 day ago
A
To study
B
To claim kinship and seek help
C
To marry Angel Clare
D
To escape poverty by moving abroad
Prince নামের ঘোড়ার মৃত্যুতে টেসের পরিবার মারাত্মকভাবে আর্থিক সংকটে পড়ে। তাদের প্রধান জীবিকার উৎস নষ্ট হয়ে যাওয়ায় পরিবার দিশেহারা হয়ে পড়ে। এই অবস্থায় টেসের মা Joan Durbeyfield তাকে পাঠায় ধনী d’Urberville পরিবারের কাছে।
যদিও তারা আসল d’Urberville নয়, তবুও জন ডার্বিফিল্ড মনে করেন তারা আত্মীয় এবং সাহায্য দিতে পারে। টেস অনিচ্ছা সত্ত্বেও পরিবারের কথা ভেবে যায় Trantridge-এ।
এই সিদ্ধান্তই তার জীবনে ভয়াবহ ট্র্যাজেডির সূচনা করে। Alec d’Urberville-এর প্রলোভন এবং প্রতারণা টেসকে নষ্ট করে দেয়। Hardy এখানে দেখিয়েছেন, সমাজ ও পরিবারের চাপ কিভাবে একটি নিষ্পাপ মেয়েকে নিজের নিয়তি বেছে নেওয়ার স্বাধীনতা থেকে বঞ্চিত করে।

0
Updated: 1 day ago
What role does Farmer Groby play in Tess’s life?
Created: 1 day ago
A
He marries her
B
He insults her because of her past
C
He helps her financially
D
He is Angel’s uncle
Farmer Groby একজন ক্ষুদ্র চরিত্র হলেও টেসের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Flintcomb-Ash farm-এ কাজ করার সময় Groby টেসকে সবসময় অপমান করে, কারণ সে তার অতীত জানত। এই চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন সমাজ কিভাবে একজন নারীর অতীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। Groby-এর খারাপ ব্যবহার টেসকে আরও কষ্ট দেয়, আর এই অপমান তার মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। এটি Victorian সমাজের নির্মমতার প্রতীক।

0
Updated: 1 day ago
Who is the author of Tess of the d’Urbervilles?
Created: 1 day ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
George Eliot
D
William Thackeray
থমাস হার্ডি ছিলেন ভিক্টোরিয়ান যুগের শেষভাগের একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও কবি। তিনি জন্মেছিলেন ১৮৪০ সালে ডরসেট কাউন্টিতে। তার উপন্যাসগুলোতে গ্রামীণ জীবন, মানবিক ট্র্যাজেডি, সামাজিক কুসংস্কার এবং নিয়তির নিষ্ঠুরতা বিশেষভাবে ফুটে ওঠে।
Tess of the d’Urbervilles তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। হার্ডি নিজে পেশায় ছিলেন স্থপতি, কিন্তু সাহিত্য তাকে বিশ্বব্যাপী পরিচিতি দেয়। তার লেখায় গ্রামীণ ইংল্যান্ড, মানুষের সংগ্রাম এবং বিশেষ করে নারীর অসহায়ত্বের কাহিনি বারবার উঠে এসেছে। হার্ডি বিশ্বাস করতেন যে মানুষ নিয়তির হাতে বন্দী, এবং এই বিশ্বাসকে তিনি সাহিত্যিক ভাষায় প্রকাশ করেছেন। টেস অব দ্য ডি’আর্বারভিলস এও দেখা যায় কিভাবে এক নিষ্পাপ মেয়ে টেস সমাজ, পুরুষতন্ত্র এবং নিয়তির হাতে ধ্বংস হয়ে যায়।
হার্ডি শুধু একজন গল্পকার ছিলেন না, বরং একজন সামাজিক সমালোচকও ছিলেন। তাই বলা যায়, থমাস হার্ডি নামটি শুধু এই উপন্যাসের লেখক হিসেবেই নয়, বরং একজন গভীর চিন্তক এবং মানবতাবাদী হিসেবে সাহিত্য ইতিহাসে অমর হয়ে আছেন।

0
Updated: 1 day ago