Why is Tess’s confession treated differently than Angel’s?
A
Angel is more honest
B
Victorian society forgives men but condemns women
C
Tess lies about her past
D
Angel’s sin is worse
উত্তরের বিবরণ
Angel বিয়ের রাতে স্বীকার করে যে সে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিল, কিন্তু সমাজ তাকে ক্ষমা করেছে। অন্যদিকে, টেস যখন তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ছেড়ে চলে যায়।
Hardy এখানে Victorian সমাজের ভণ্ড নৈতিকতাকে প্রকাশ করেছেন। পুরুষের পাপ ক্ষমাযোগ্য, কিন্তু নারীর পাপ অমার্জনীয়। এটি দ্বিচারিতার চরম উদাহরণ। Hardy এই ঘটনাটিকে ব্যবহার করে নারী-পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যকে তীব্রভাবে সমালোচনা করেছেন।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Who are the three milkmaids Tess meets at Talbothays?
Created: 1 month ago
A
Marian, Retty, and Izz Huett
B
Liza-Lu, Mercy, and Marian
C
Joan, Retty, and Groby
D
Angel, Felix, and Cuthbert
Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচয় হয় তিনজন দুধকন্যার — Marian, Retty, এবং Izz Huett। এরা তিনজনই সাধারণ গ্রামীণ মেয়ে। তাদের জীবনের স্বপ্ন ছিল Angel Clare-এর ভালোবাসা পাওয়া। কিন্তু শেষ পর্যন্ত Angel টেসকে বেছে নেয়। এর ফলে Marian, Retty, এবং Izz গভীর কষ্টে ভোগে।
Retty এমনকি আত্মহত্যার চেষ্টা করে। এই তিন চরিত্র টেসের ট্র্যাজিক গল্পকে আরও উজ্জ্বল করে তোলে, কারণ তারা টেসের সঙ্গে একই অবস্থানে থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। Hardy এদের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা এবং নারীদের অপূর্ণ স্বপ্ন তুলে ধরেছেন। এছাড়া তাদের উপস্থিতি টেসের নিঃসঙ্গতাকে আরও প্রকট করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which contrast most sharply structures Hardy’s spatial symbolism?
Created: 1 month ago
A
Emminster vs. Sandbourne
B
Talbothays (fertility/joy) vs. Flintcomb-Ash (bleakness/industry)
C
Trantridge vs. Brazil
D
Marlott vs. London
হার্ডির স্থান-প্রতীকতত্ত্বে ট্যালবথেইস ও ফ্লিন্টকম্ব-অ্যাশ হলো দুটি মেরু। ট্যালবথেইস—সবুজ, জলের শব্দ, গাভী, সংগীত, প্রেম—টেসের সেরা দিন, উর্বরতা ও আশার প্রতীক। বিপরীতে ফ্লিন্টকম্ব-অ্যাশ—পাতলা মাটি, তীব্র শীত, মেশিনের কর্কশ শব্দ—শিল্পায়নের নিষ্ঠুরতা, মানবিকতার ক্ষয়, এবং টেসের শ্রম-দাসত্বের চিত্র।
এই কনট্রাস্ট কেবল পরিবেশগত নয়; প্লট, থিম ও আবেগের কাঠামোও এতে বাঁধা—ভালো সময় বনাম খারাপ সময়, প্রকৃতির কোলে প্রেম বনাম যন্ত্রের তলে ক্লান্তি। ফলে পাঠক টেসের আভ্যন্তরীণ যাত্রাকেও স্থান-রূপকে অনুভব করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who is the heroine of Tess of the d’Urbervilles?
Created: 2 months ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago